Wednesday, August 12, 2015

জেনে নিন, USA পড়াশোনা করতে যা করতে হবে

প্রবাস ডেস্ক : উচ্চশিক্ষায় USA পড়াশোনা করতে আগ্রহী অনেকেই। দেশটিতে যাওয়া বোধহয় খুব কঠিন কাজ- এমনটা ভেবে আমরা কখনো চেষ্টাও করি না। কিন্তু একেবারেই ভুল ধারনা। USA পড়াশোনা করতে কীভাবে যাবেন জেনে নিন। আপনাকে প্রথমেই উচ্চশিক্ষার জন্য ভিসা পেতে এবং ইউনিভার্সিটি সিলেক্টশনের জন্য আমেরিকান সেন্টারের হেল্প নিতে হবে। USA তে উচ্চ শিক্ষা নিতে চাইলে ৫টি ধাপ রয়েছে। প্রতিটি ধাপ বেশ সময় সাপেক্ষ। তবে আপনাকে এর জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। আপনার কাগজপত্র সব ঠিকঠাক আছে কিনা তা যাচাই করতে হবে। তারপর ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ধাপগুলোর নিয়ম অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। প্রথমে আপনাকে দেখতে হবে যে, বাংলাদেশে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি? কোন ডিগ্রির জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন? Admission & Visa -এর জন্য যা জানা দরকার : # একটি শক্তিশালী একাডেমিক ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা। # ভালো আর্থিক সহায়তা রয়েছে কিনা। # ইংরেজি ভাষার ওপর ভালো দক্ষতা আছে কিনা। মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম (MS) করতে হলে : আপনি শিক্ষার ১৬ বছর বাংলাদেশে মার্কিন স্নাতকের সমতুল্য কোনো ডিগ্রি করেছেন কিনা কিংবা আপনার একটি B.Sc. ডিগ্রি আছে কিনা কিংবা আপনার একটি MBBS ডিগ্রি আছে কিনা। স্নাতক প্রোগ্রাম (BSc) যেতে হলে : আপনি বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের অন্তত ১২ বছর কিংবা SSC ও H.S.C-এর সমমানের ডিগ্রি থাকতে হবে। ধাপ : দুই আপনার যেসব পরীক্ষার স্কোর থাকতে হবে : TOEFL (IELTS দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ধাপ : তিন রাইট চয়েস মেকিং কি হবে : USA তে সাড়ে ৪ হাজারের বেশি কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে। ৪,৫০০ ইউনিভার্সিটির প্রত্যেকটির ইন্টারনেট সাইট সার্চ করা প্রায় অসম্ভব। ইউনিভার্সিটি সিলেক্টশন করার বিভিন্ন পদ্ধতি রয়েছে- # যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন সেটিতে আপনার field of interest-এ ভালো degree program অফার করে কিনা? এ জন্য আপনি ranking দেখে নিন। # এটা কতটা competitive? অর্থাৎ জব মার্কেটের জন্য সেটি আপনাকে দেখতে হবে। # টিউশন ফি কেমন লাগবে তা দেখে নিতে হবে। # how big is the school. (physical size অথবা student population)? # financial aid offer করে কিনা তাও দেখে নিন। # where is it located? অর্থাৎ লোকেশন দেখার সময় আপনাকে দেখতে হবে ওই স্টেটে In-state tuition offer করে কিনা। লিভিং cost কেমন ইত্যাদিও জানতে হবে আপনাকে। # ইউনিভার্সিটি accredited ক না? (check accreditation at http://www.chea.org) সেটিও জানতে হবে। ইন্টারনেটে যেভাবে ইউনিভার্সিটি অনুসন্ধান করবেন : কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভালো একটি র‌্যাঙ্কিং পাবেন। প্রতিষ্ঠানটির সাবজেক্ট, লোকেশন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও বা অন্যান্য বৈশিষ্ট্য দ্বারা অনুসন্ধান করতে পারবেন এই ওয়েবসাইটে ি(http://www.princetonreview.com)। Smiling Graduate Holding up Diploma ধাপ : চার ইউনিভার্সিটি সিলেক্টশন নিয়ে যে বিষয়গুলো গবেষণা দরকার: # ওয়েবসাইট দেখে অথবা অন্যকোনো সাহায্য নিয়ে প্রথমে ১৫/২০টি ইউনিভার্সিটি সিলেক্ট করে নিতে হবে। # তারপর সেই ইউনিভার্সিটিগুলোর অ্যাপ্লিকেশন রিকুয়ারমেন্টস ভালো করে দেখে নিতে হবে। # ইউনিভার্সিটিটি আপনার সাবজেক্টে কী ধরনের ফান্ড দেয় তাও জেনে নিতে হবে। # প্রফেসরদের রিসার্স প্রোফাইলও দেখে নেয়া দরকার। # সম্ভব হলে প্রফেসরদের সঙ্গে ই-মেইল কন্টাক্ট করে নিন। # ওই ইউনিভার্সিটিতে কোন বাংলাদেশি রয়েছে কিনা তা ‍খুঁজে বের করার চেস্টা করুন। বাংলাদেশিকে কাউকে পেলে ডিটেইলস জেনে নিতে পারবেন। # এরপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে নিন। অন্তত ক্লাস স্টার্ট ডেটের অন্তত এক বছর আগে শুরু করতে হবে। অধিকাংশ মার্কিন বিশ্ববিদ্যালয় ছাত্র নেয়া শুরু করে আগস্ট/সেপ্টেম্বর হতে। তবে বিশ্ববিদ্যালয়ের deadline থাকে সাধারণত জানুয়ারি হতে মার্চ পর্যন্ত। ধাপ: পাঁচ যেভাবে আবেদন করবেন : অন্ততপক্ষে ৪ হতে ৬ স্কুলে আবেদনের জন্য নির্বাচন করুন। সম্পূর্ণ আবেদনপত্র পাঠান, সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজ অথবা বিশ্ববিদ্যালয় মার্কশিট পাঠান। তবে আপনাকে নিশ্চিত হতে হবে যে, আপনি প্রতিটি স্কুলের আবেদন পাঠাবার শেষ তারিখ ফলো করেছেন কিনা। প্রতিটি ইউনিভার্সিটর ডেডলাইনের অন্তত ২/৩ মাস আগে আপনার অ্যাপ্লিকেশন প্যাকেজ পাঠিয়ে দিন। প্রয়োজনীয় কাগজপত্র : সাধারণত আপনার বিশ্ববিদ্যালয়ের অরিজিন্যাল সার্টিফিকেট এবং মার্কশিট, টেস্ট স্কোর, সুপারিশ চিঠি, আবেদন ফি এবং আপনার শিক্ষা এবং বসবাস খরচ দিতে যথেষ্ট টাকা আছে- এর জন্য সাপোর্টিং ডকুমেন্টস অন্তর্ভুক্ত করবেন। ডকুমেন্টসগুলো পাঠানোর পর ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে আপনি ইউনিভার্সিটি হতে offer/rejection-এর একটা decision পাবেন। যখন কোনো ইউনিভার্সিটি আপনার অফার আক্সেপ্ট করবে, তখন ওই ইউনিভার্সিটি আপনাকে I-20 issue করবে। এই I-20 নিয়ে তখন আপনাকে USA-embassy তে visa-এর জন্য যেতে হবে। - See more at: http://educationlinkbd.com/firms.html

No comments:

Post a Comment