চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে আবেদন করতে পারবেন। ১ থেকে ৯ নভেম্বর পর্যন্ত চবিতে প্রথম বর্ষ অনার্স (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ভর্তি আবেদনের যোগ্যতায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এবারের এইচএসসি ফলাফল বিপর্যয়ের কারণে পূর্বে যে যোগ্যতা ছিল তা শিথিল করে সব ইউনিটের দশমিক ২৫ পয়েন্ট কমানো হয়েছে। তবে ভর্তির আবেদনের ৪৭৫ টাকা অপরিবর্তিত রয়েছে। এবার বেশকিছু বিভাগে আসন সংখ্যা এবং প্রতিবন্ধী কোটা বৃদ্ধি করা হবে বলে জানান তিনি। ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে। ---------------------------------------------------------------------------ঢাকাটাইমস

No comments:
Post a Comment