ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি হওয়ার জন্য দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়ে করা আবেদন আপিল বিভাগেও খারিজ হয়ে গেছে। অর্থাৎ চূড়ান্ত রায়ে ঢাবিতে একবারই ভর্তি পরীক্ষা দেয়া যাবে। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ সংক্রান্ত রিটে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখেন। আইনজীবীরা জানয়েছেন, এর ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র সদ্য উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীরাই ঢাবিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় একবার অকৃতকার্য হলে দ্বিতীয়বার আর পরীক্ষায় অংশ নেওয়া যাবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন একটি সিদ্ধান্তের পর তার বিরোধীতা করে ওই রিটটি দায়ের করা হয়। মিনারা বেগম ও রুহুল আমিন নামে দুই অভিভাবকসহ মোট ২৬ জন মিলে ওই রিটটি দায়ের করেন উচ্চ আদালতে। পরে গত ৮ জুলাই হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত সঠিক বিবেচনা করে রিটটি খারিজ করে দেন। ------------------------------------------------------------------------------------------------------ঢাকাটাইমস

No comments:
Post a Comment