Monday, August 24, 2015

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া আজ সকাল ১০টায় উদ্বোধন করা হবে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে আবেদনের উদ্বোধন করবেন ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকা নির্ধারিত হয়েছে। এর আগের সভার সিদ্ধান্ত অনুযায়ী খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ১০ অক্টোবর শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা অংকন ১৭ অক্টোবর শনিবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। আবেদনের যোগ্যতা : ক-ইউনিটের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৮.০ পয়েন্ট।খ-ইউনিটের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৭.০ পয়েন্ট। গ-ইউনিটের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৭.৫ পয়েন্ট। চ-ইউনিটের অধীনে পরীক্ষায় ৪র্থ বিষয়সহ যেকোনো একটি ন্যূনতম জিপিএ ৩.০ এবং উভয় পরীক্ষার জিপিএ’র যোগফল ন্যূনতম ৬.৫ পয়েন্ট।ঘ-ইউনিটের মানবিক শাখায় থেকে আগতদের ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৭ পয়েন্ট। বিজ্ঞান থেকে আগতদের ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৮ পয়েন্ট। ব্যবসায় শিক্ষা থেকে আগতদের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৭.৫ পয়েন্ট। উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কোনো বিষয়েই লেটার গ্রেড-বি (গ্রেড পয়েন্ট-৩) এর নিচে নয়। 
-------------------------------------------------------------------------------------------------ঢাকাটাইমস

No comments:

Post a Comment