ঢাকা বিশ্ববিদ্যালয় জাপান স্টাডি সেন্টারের মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টায় কলা ভবন পরীক্ষা-কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পরীক্ষা- কেন্দ্র পরিদর্শন করেন। প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং জাপান স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আবুল বারকাত এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। পরীক্ষা কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী ও সিনিয়র শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ভর্তি পরীক্ষায় ৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ১৩৩ জন। ঢাকাটাইমস

No comments:
Post a Comment