Sunday, August 23, 2015

আবর্জনা দিন, ওয়াইফাই নিন

এই ব্যস্ত সময়ে ইন্টারনেট ছাড়া একটা দিন কাটানো অনেকের কাছেই বেশ অসুবিধাজনক। এই ভাবনাকে কাজে লাগিয়েই প্রতিবেশি ভারতের দুই যুবক এক অভিনব ব্যবস্থা চালু করলেন। একাধারে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ইন্টারনেটের সুবিধা দেওয়ার জন্য 'ওয়াইফাই ট্র্যাশ বিন' নিয়ে এলেন। যেখানে আবর্জনা ফেললেই ওয়াইফাই ব্যবহারের জন্য একটি চিরকুট বেরিয়ে আসবে। এই সময় জানিয়েছে, মুম্বইয়ের বাসিন্দা প্রতীক আগরওয়াল এবং তার বন্ধু রাজ দেশাই, যিনি আবার নিজে নিজেই কম্পিউটার প্রোগ্রামিং শিখে নিয়েছেন, এরা দু' জন মিলেই এই উদ্যোগ শুরু করেছেন। প্রতীক বলেন, 'ফিনল্যান্ড, ডেনমার্ক, সিঙ্গাপুর প্রভৃতি দেশে গিয়ে আমরা এটা দেখেছি যে পরিবেশ পরিষ্কার রাখার জন্য মানুষ কতটা সচেতন। তবে এ দেশে তেমনটা নয়। এই ভাবনা থেকেই আমরা ঠিক করি এমন কিছু করব যাতে লোকজন নিজেদের বাড়ি এবং তার আশেপাশের জায়গা পরিষ্কার রাখেন। তাই এই ট্র্যাশ বিন চালু করি।' এই ট্র্যাশ বিনে যখনই কেউ আবর্জনা ফেলবেন, তখনই বিন থেকে একটা চিরকুট বেরিয়ে আসবে, যেখানে ওয়াইফাইয়ের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজনীয় কোড দেওয়া থাকবে। এর পিছনেও খানিকটা ইতিহাস রয়েছে। দুই বন্ধু মিলে একবার এনএইচ সেভেন উইকেন্ডার মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিলেন। বহু মানুষের সমাগম হওয়ার সেখানে যেমন ছিল প্রচুর স্টল, তেমনই প্রচুর আবর্জনাও জমা ছিল চারদিকে। তার ওপর ছিল না কোনও নেটওয়ার্ক। ফলে প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় বাকি বন্ধুদের খোঁজ করতে পেরেছিলেন তাঁরা। প্রতীকের কথায়, 'সে দিন অসহায় লাগছিল। আজকের যুগে একটা ছোট্ট জায়গায় বন্ধুদের খোঁজ করতে ৬ ঘণ্টা লেগে গিয়েছিল শুধুমাত্র নেটওয়ার্ক না থাকার কারণে।' এর পরই এই ডাস্টবিনের উদ্ভাবন। এই উদ্যোগে মোবাইল নেটওয়ার্ক সংস্থা এমটিএসও তাদের সঙ্গে হাত মিলিয়েছে। 

No comments:

Post a Comment