Wednesday, August 26, 2015

১৩ সেপ্টেম্বর ইবির ভর্তি ফরম বিতরণ শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফরম ১৩ সেপ্টেম্বর বিতরণ শুরু হবে। ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক শেষে এই তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার ফরম পাওয়া যাবে। এ বছর মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহের আবেদন করতে হবে। আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে বলে জানা গেছে। ভর্তি পরীক্ষার ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা ও সার্ভিস চার্জ ৫০ টাকা। এ ছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।
-----------------------------------------------ঢাকাটাইমস 

No comments:

Post a Comment