Saturday, August 29, 2015

চুয়েটে নতুন দুই বিভাগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন দুইটি বিভাগের যাত্রা শুরু হয়েছে। বিভাগ দুইটি হলো- সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে ভর্তির আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। উভয় বিভাগে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। ইতিমধ্যে বিভাগ দুটিতে বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিয়েছেন সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ড. মো. রিয়াজ আক্তার মল্লিক ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ প্রসঙ্গে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, চুয়েটকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ার নানামুখী প্রচেষ্টা চলছে। এরই অংশ হিসেবে বৈশ্বিক চাহিদা অনুযায়ী সময়োপযোগী এই দুটি বিভাগের যাত্রা শুরু হয়েছে।-------------------------------ঢাকাটাইমস

No comments:

Post a Comment