আমাকে দেখেই অস্পষ্ট ভাষায় চেঁচিয়ে ধমক দিয়ে বলল, "ঐ কুত্তার বাচ্চা, শুয়োর এইকান তেকে যা"। আমি চমকে যাই। একটি ৭/৮ বছরের শিশুর এমন আচরণে আমি অভ্যস্ত নই। আগে কখনও এমন পরিস্থিতিতে পড়িনি। আমি হতভম্ব ও অপ্রস্তুত হয়ে পড়ি। আমাকে স্বাভাবিক করতে ওর মা বলল, কাজের মাঝে বিরক্তবোধ হলে ও ভীষণ রেগে যায়। আমি জিজ্ঞেস করলাম, এ ধরনের ভাষা ও শিখল কোথা থেকে? সে বলল, পাশের বাড়ির মহিলা সব সময় তার স্বামীকে চেঁচিয়ে চেঁচিয়ে গালাগালি করে, সেখান থেকে ও এগুলো শিখেছে। শিশুটির নাম রূপকথা। চার বছর বয়স থেকে কম্পিউটারে সে পারদর্শী। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস , গেম তৈরি, এমন অনেক কিছুতে দখলের পাশাপাশি C, C++, Python ধরণের বেশ কিছু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও সে পারদর্শী। শিশু বয়েসে রূপকথার কম্পিউটারে পারদর্শিতার বিষয়টি আমি প্রথম জানতে পারি এক পত্রিকার সাংবাদিকের কাছ থেকে। আমি প্রযুক্তি প্রেমী, কম্পিউটার প্রযুক্তি আমার নেশা, তাই বিষয়টি জানা মাত্রই গুগল ইউটিউবে তাকে নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করি। ফেসবুক এর মাধ্যমে ওর মায়ের সাথে যোগাযোগ করে রূপকথা ও তার কাজ দেখার ইচ্ছে প্রকাশ করি। প্রথম দফায় তার সাথে দেখা করার সুযোগটা না হলেও প্রায় পাঁচ ছয় মাস পর সুযোগটি হয়। তাদের বাসায় গিয়ে রূপকথা ও তার কাজ দেখার সুযোগ। মাঝের এই পাঁচ ছয় মাসের মধ্যে শিশুটি ও তার কাজ সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ হয় আমার, এক পর্যায় আমাকে বেশ দ্বিধায় পড়তে হয়। তার বিষয়টি ফেলেও দিতে পারছি না আবার একই সাথে মেনেও নিতে পারছি না, এমন এক দ্বিধা। এই দ্বিধা কাটাতে আমি এক ধরনের প্রস্তুতি নিই, যেটা শুধু আমিই জানবো। যেদিন আমি তাদের বাসায় যাব, সেদিন আমি সেটা প্রয়োগ করব, রূপকথা ও তার মা সেটা টের পাবে না। আমি তাদের বাসায় যাই, খুব সতর্কের সাথে রূপকথার কিছু কাজ দেখি, তার আচার আচরণ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করি। বেশি জানা ব্যক্তির কাছে এক শ্রেণির মানুষ খোলামেলাভাবে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। "আমি রূপকথার থেকে কম জানি" এমন একটি বিশ্বাস তাদের মাঝে তৈরি করি, বিশেষ করে ওর মায়ের কাছে। গত বছরে আমার পর্যবেক্ষণ থেকে রূপকথা বিষয়ক বিশেষ কিছু তথ্য। রূপকথা- - লিখতে পারে না - পড়তে পারে না - কোন অংক পারে না - কলম ধরা শেখেনি - কোন ধরনের খেলাধুলা পারে না - ঘুম ছাড়া দিনের বাকি সময়টি সে কম্পিউটার নিয়ে পড়ে থাকে - C ল্যাংগুয়েজ দিয়ে "ক খ গ" ধরণের "Hello World" প্রোগ্রামটি কম্পাইল করতে পারেনি (অন্যান্যগুলো যাচাই করতে ইচ্ছে হয়নি আমার) - এর ধারনা আইনস্টাইনের থিওরি ভুল (ওর মা এর কাছ থেকে শোনা) - টেক্সট ফাইল এর টেক্সট দেখে কিবোর্ডে না তাকিয়ে হুবুহু টাইপ করতে পারলেও কোন অক্ষর সে পড়তে পারে না। - তার ভাষা খুবই অস্পষ্ট, আমি তার কোন কথাই ঠিক মত বুঝতে পারেনি - সে নগ্ন থাকতে পছন্দ করে। দ্বিতীয়বার তার রুমে ঢুকে তাকে পুরো নগ্ন দেখতে পাই - তার আচরণ অস্বাভাবিক রূপকথার মা এর সম্পর্কে কিছু তথ্য: রূপকথার মা কম্পিউটারে গেইম খেলতে খুব পছন্দ করেন। তিনি এলিয়েনে বিশ্বাসী। তার ধারণা, কোন এক এলিয়েন রূপকথার মাথায় এক ধরনের চিপ বসিয়ে দিয়েছে, তা না হলে শিশুটির পক্ষে এত কিছু জানা সম্ভব নয়। সে তাকে কোন স্কুলে দিতে রাজি নয়, তার বিশ্বাস রূপকথাকে পড়ানোর মত কোন স্কুল নেই এবং স্কুলে যা শেখাবে, রূপকথা সেগুলোর সবই জানে। তার বিশ্বাস একজন বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে রূপকথা বেশি জানে। রূপকথার চাকরি চেষ্টা চালাচ্ছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে। এটার সমাধান তিনি খুঁজে পাচ্ছেন না। সমস্যাটি হল, চাকরির অ্যাপলিকেশন ফর্মে সই লাগে, কিন্তু রূপকথা সই তো দূরের কথা, সে কলমই ধরতে পারে না। ওদের বাসা থেকে বিদায় নেবার সময় আরেকবারের মত রূপকথার মা'কে বুঝিয়ে বলার চেষ্টা করলাম, বললাম, এখনও সময় আছে, আপনি ভুল করছেন, ওকে ভাল একটা ডাক্তার দেখান, ওকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন। আপনি হয়ত নিজের অজান্তেই শিশুটির জীবন নষ্ট করছেন। তিনি মুচকি হাসলেন। [প্রিয় মিডিয়া, না জেনে, না বুঝে "অমুক গ্রামের অমুকের বাতাস আর পানি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার" এর মত খবর ছড়িয়ে নিজেকে নির্বোধের পরিচয় দেয়া থেকে দূরে থাকুন। যে বিষয়ে আপনার জ্ঞান নেই বা সীমিত সে বিষয়ে আপনার চমকিত হবার কোন কারণ নেই। আমার এই লেখায় কেউ আহত হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। লেখাটা আমি এক ধরনের দুঃখবোধ নিয়ে লিখেছি, কাউকে ছোট বা আহত করার উদ্দেশ্যে নয়!] সম্পাদকের মন্তব্য: রূপকথাকে নিয়ে প্রকাশিত এই ব্লগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন তার বাবা ওয়াসিম। তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, "জনাব সাঈদ ইসলাম কখনই আমাদের বাসায় আসেননি। তাই তিনি কিভাবে রূপকথাকে নিয়ে লেখাটি লিখেছেন তা আমার জানা নেই। লেখাটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, বানোয়াট, মিথ্যা এবং ভিত্তিহীন।" লেখাটি উদ্দেশ্যপ্রণোদিত বলেও তিনি মন্তব্য করেছেন। -
Priyo Tech

No comments:
Post a Comment