
গুগল। এর ফলে অ্যাফিলিয়েট মার্কেটারদের দেওয়া লিংকে ক্লিক করে প্লে স্টোর থেকে কোন পেইড কনটেন্ট ক্রয় করলে সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন তারা। (প্রিয় টেক) এবার প্লে স্টোরে অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করতে যাচ্ছে গুগল। এর ফলে অ্যাফিলিয়েট মার্কেটারদের দেওয়া লিংকে ক্লিক করে প্লে স্টোর থেকে কোন পেইড কনটেন্ট ক্রয় করলে সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ৯টু৫গুগল। প্রতিবেদনে আরও বলা হয়, প্রাথমিকভাবে গুগল প্লে মুভিজ এবং প্লে মিউজিকে এই ফিচারটি চালু করতে পাড়ে। পরবর্তীতে অ্যাপস এবং ডিভাইসের জন্যও এটি চালু করা হবে। ৯টু৫গুগল আরও জানায়, প্লে স্টোরের অ্যাফিলিয়েট কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে কাজ করবে পারফরমেন্স হরাইজন গ্রুপ। ২০১৩ সালে অ্যাপল স্টোরে একই প্রএবার প্লে স্টোরে অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করতে যাচ্ছেতিষ্ঠান অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করে। -
>বাংলাদেশ -এ IT উপর
scholarship পেতে>বাংলাদেশের সরকারি এবং বেসরকারি university সংক্রান্ত সকল information পেতে
>দেশের নামকরা কলেজ/ মেডিকেল কলেজ এবং পলিটেকনিক্্যাল Institute সংক্রান্ত সকল information জানতে
>দেশের সেরা ইংলিশ ও বাংলা medium স্কুল এর অফিসিয়াল website পেতে
>দেশের বাহিরে উচচশিক্ষার জন্য যারা আগ্রহী তাদের প্রয়োজনীয় তথ্য পেতে visit করুন।
Education Link BD
No comments:
Post a Comment