Monday, August 31, 2015

মেডিকেলে ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ১৮ সেপ্টেম্বর এই পরীক্ষা নেয়া হবে। এর আগে আগামী ২ অক্টোবর এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল। কোরবানির ঈদের ছুটি বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। গতকাল রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ১৩ আগস্ট মন্ত্রণালয়ের এক সভায় ২ অক্টোবর পরীক্ষার তারিখ নির্ধারিত হলেও ঈদের কারণে তা পরিবর্তন করে ১৮ সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের সূত্র জানায়, ঈদুল আজহার কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর ঈদুল আজহার সম্ভব্য তারিখ। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের ছুটিতে থাকবে। ফলে ২ আক্টোবর ঈদের মাত্র এক সপ্তাহের মাথায় পরীক্ষার সামগ্রিক প্রস্তুতি বাধাগ্রস্ত হতে পারে। এমনকি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সমস্যা হতে পারে। সে বিবেচনায় পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে ১৮ সেপ্টেম্বর এমবিবিএস ও বিডিএস পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে তিন হাজার ১৬২টি আসন এবং ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩২৫টি আসন রয়েছে। এছাড়া ৯টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৩২টি ও ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে।  ---------------------bd24live.com

ফেসবুক কর্মীদের বেতন ভাতা

বিশ্বে সবথেকে বেশি ভিজিট করা হয়, এমন ওয়েবসাইটগুলোর ফেসবুক অন্যতম। আর বিশাল এই ওয়েবসাইট সুন্দরভাবে পরিচালনার জন্য প্রয়োজন পড়ে বিপুল কর্মী বাহিনীর। শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেই নয়, কর্মক্ষেত্র হিসেবেও তরুণদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য ফেসবুক। আর এর অন্যতম কারণ হলো এখানকার উচ্চ বেতন ভাতা। এখন স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে ফেসবুকে কর্মরতদের বেতন ভাতা কেমন। এই প্রশ্নের উত্তর খুঁজতে ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট গ্লাসডোর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফেসুকের কর্মীদের বেতন ভাতার একটি তালিকা তৈরি করেছে বিজনেস ইনসাইডার। চলুন তাহলে, দেখে নেওয়া যাক ফেসবুক কর্মীদের বেতন ভাতার পরিমাণ: ১. সফটওয়্যার ইঞ্জিনিয়ার থ্রি: ১১৩,৮৩০ ডলার ২. অ্যাপ্লিকেশন অপারেশনস ইঞ্জিনিয়ার: ১১৪,১৯৭ ডলার ৩. পার্টনার ইঞ্জিনিয়ার: ১১৬,৮৬২ ডলার ৪. ইউজার ইন্টারফেস ইঞ্জিনিয়ার: ১২০,৯৮৭ ডলার ৫. সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ১২৫,৫১৫ ডলার ফেসবুক ৬. প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার: ১২৬,১৪২ ডলার ৭. নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার: ১৩২,১২৯ ডলার ৮. প্রোডাক্ট ডিজাইনার: ১৩৩,৮১০ ডলার ৯. প্রোডাকশন ইঞ্জিনিয়ার: ১৩৪,৭৭৫ ডলার ১০. ফ্রন্ট-এন্ড ইঞ্জিনিয়ার: ১৩৬,১৩১ ডলার ফেসবুক ১১. সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফোর: ১৩৬,৮৩৩ ডলার ১২. রিসার্চ সায়েন্টিস্ট: ১৩৭,১৩৪ ডলার ১৩. ডেটা সায়েন্টিস্ট: ১৩৭,১৮৪ ডলার ১৪. ডেটাবেজ ইঞ্জিনিয়ার: ১৪১,৬৩৫ ডলার ১৫. টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার: ১৪৬,২৮২ ডলার ফেসবুক ১৬. প্রোডাক্ট ম্যানেজার: ১৪৭,৪৬৯ ডলার ১৭. সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফাইভ: ১৫৭,০৮০ ডলার ১৮. সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ১৬০,৬৩৮ ডলার ১৯. ইঞ্জিনিয়ারিং ম্যানেজার: ১৬৬,৫৬১ ডলার 

-------------------------------------------bhorerkagoj

Four-year-old Bangladeshi trekker dies


Sadman Casper, affectionately known in the trekker community as Chhoto Bhoot (little ghost), breathed his last yesterday at the Intensive Care Unit of Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU). A post operative complication known as aspiration pneumonia caused his death, said BSMMU Director Brig Gen (retd) Abdul Majid Bhuiyan. After doctors in his hometown Chittagong failed to diagnose his medical condition, four-and-a-half-year-old Casper, son of trekker Tofazzal Hossain Apu, was brought to the BSMMU with nonstop rectal bleeding in the wee hours of Wednesday. The BSMMU director said doctors at the children's ward had decided to conduct a surgery to find out the cause of the bleeding immediately after the kid was brought here. As the bleeding receded on Wednesday, doctors decided to wait until it resumed on Friday, he said. Paediatric surgeon Prof Shafiqul Hoque, who led the surgery, said, “The reason behind the bleeding was an ulcer in one of the trickiest parts of the intestine. Its removal took hours.” He added the operation was successful, but the postoperative complication that caused Casper's death began more than five hours later. ADVERTISEMENT The complication known as aspiration pneumonia, he explained, is a situation in which liquid secreted in the intestines reaches the respiratory tract causing breathing difficulty and lung infection. Children and older people usually suffer from this complication after surgeries. According to medical textbooks, Prof Shafiq said, about two percent of the children are born with some forms of ulcer in the intestines. “We conduct around 10 such surgeries every year.” Muhammad Sadman Casper, quite popular among the trekker community for his love for expeditions at this tender age, wanted to be like his adventurous father Apu, a trekker since 2002 and a member of trekking group “Living with Forest”. One of his favourite activities was pitching his small tent. Ropes and various trekking equipment were his toys, his father earlier told this newspaper. He already has under his belt the experience of camping with his father in the hills of Sitakunda and Kaptai. Such a fun-loving kid suddenly fell ill on August 19. With complaints of rectal bleeding, he was admitted to Royal Hospital, a private clinic in the port city. As numerous tests failed to find the reason behind the bleeding, doctors suggested moving him to the capital. The family and members of “Living with Forest” opened a Facebook page Casper-er Jonno Cholun Kichhu Kori (Let's Do Something for Casper). Through the social media platform and other networks, they were trying to contact doctors and specialists at home and abroad, who might come up with an explanation and cure for the child's ailment.


-----------------------------------------------------------------------The Dailystar

Sunday, August 30, 2015

শাবিতে অনার্স ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষ, প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. নারায়ণ সাহাকে সভাপতি এবং সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মুশতাক আহমদকে সদস্য সচিব করে ৩২ সদস্য বিশিষ্ট ভর্তি কমিটি গঠন করা হয়েছে। 
--------------------------------------------------ঢাকাটাইমস 

বুয়েটে ভর্তি পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি

দেশের বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য স্বপ্নের ক্যাম্পাসের নাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ঠিকানা করে নিতে হলে তুমুল প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। বুয়েটের আসন সংখ্যা মাত্র ১০০০ টি। এই আসনের বিপরীতে এবার বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা করবে ৮৮৭৫ জন প্রার্থী। ২২ নভেম্বর বসছে বুয়েট ভর্তি পরীক্ষার আসর। অন্যান্য বিশ্ববিদ্যালয় বা মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা থেকে বুয়েটের ভর্তি পরীক্ষার ধরনটা একেবারেই আলাদা। অনেকেরই ধারণা, বুয়েট ভর্তি পরীক্ষা মানেই কঠিন সব প্রশ্ন। ব্যাপারটা কিন্তু মোটেও সে রকম নয়। ভর্তি পরীক্ষায় অধিকাংশ প্রশ্নই আসে মূল বই থেকে। তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকে অনেক সময়। মেধাবীদের এতে অবশ্য চিন্তিত হওয়ার কোন কারণ নেই। যারা ভালো করে মূল বই পড়ে, তাদের সুযোগ বেড়ে যায়। কিন্তু যারা মূল বইয়ের খুঁটিনাটি না জেনে বাধাধরা মুখস্থবিদ্যার ওপর ভরসা রাখে, তাদের জন্য বুয়েট ভর্তি পরীক্ষা বেজায় কঠিন। কেননা বুয়েটের ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থীর মৌলিক জ্ঞান যাচাই করা হয়। পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত- এই তিনটি বিষয়ের ওপর ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হয়। এই তিনটি বিষয়েই ২০০ নম্বর করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে। গণিত : মূল বই থেকে হুবহুও প্রশ্ন হয় গণিতের ক্ষেত্রে অনুশীলনের কোনো বিকল্প নেই। ক্যালকুলাস, দ্বিপদী ধারার যোগফল, সম্ভাব্যতা প্রভৃতি অধ্যায় থেকে প্রশ্ন থাকে। গণিতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, মূল বইয়ের প্রশ্ন হুবহু তুলে দেওয়া হয়। আবার অনেক সময় মূল বইয়ের প্রশ্ন একটু ঘুরিয়ে করা হয়। দ্রুত গণিত সমাধানের জন্য ক্যালকুলেটরের সাহায্য নিতে হয়। তাই তোমাদের উচিত এখন সায়েন্টিফিক ক্যালকুলেটরের ব্যবহার ভালোভাবে শিখে নেয়া। না হলে পরীক্ষার হলে গিয়ে সমস্যায় পড়তে পারো। রসায়ন : মনে রাখতে হবে সংকেত মূল বইয়ের সব অধ্যায় ভালো করে অবশ্যই পড়েছ। তারপরও শেষ মুহূর্তে আবার কয়েকবার রিভাইজ দিতে হবে। যাতে করে সংকেতগুলো মনে থাকে। বিভিন্ন রাসায়নিক নাম, বিক্রিয়া, পারস্পরিক রূপান্তর, নামকরণ বা সংকেত থেকেই প্রশ্ন থাকে বেশি। অনেকে রসায়ন দ্বিতীয় পত্রে একটু সমস্যায় পড়ে। এ বিষয়ের অনেক বিক্রিয়া ও সংকেত আছে, যা সহজে মনে থাকতে চায় না। এজন্য রসায়নের বিক্রিয়া ও সংকেতগুলো বারবার পড়তে হবে। পদার্থবিজ্ঞান : সব অধ্যায়ে সমান গুরুত্ব পদার্থবিজ্ঞান প্রথমপত্রে গতিবিদ্যাসহ প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়পত্রে চুম্বক, তড়িৎ শক্তি, তাপ, শব্দ, আলো- এসব অধ্যায় থেকে প্রায় প্রতিবছর রচনামূলক প্রশ্ন থাকে। আর নৈর্ব্যক্তিকের জন্য সব অধ্যায়ের গুরুত্ব সমান। তাই অবশ্যই বইয়ের প্রতিটি অধ্যায়ের ওপর বেসিক নলেজ থাকতে হবে। আর পদার্থবিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের খুঁটিনাটি বিষয় মনোযোগ সহকারে এবং অবশ্যই বুঝে পড়তে হবে। তাহলে সহজেই মনে থাকবে। কোন বই পড়বে তা গুরুত্বপূর্ণ নয় এখনকার প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। এ সময়টায় মনে একটু ভয় কাজ করতে পারে। মনে হতে পারে, যা পড়েছি সব ভুলে যাচ্ছি। আবার অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে- এ সময় কার বই পড়ব, কোন বই পড়ব। আসলে কোন লেখকের বই পড়বে সেটা মোটেই গুরুত্বপূর্ণ নয়। প্রতিটি বিষয়ে অন্তত দুজন লেখকের বই ভালোভাবে বুঝে পড়লে কাজে দেবে। পদার্থবিজ্ঞান প্রস্তুতির জন্য অন্তত দু’জন লেখকের বইয়ের সব ম্যাথ সলভ করা উচিত। শাজাহান-তপনের বইটা দেখা যেতে পারে। আবু ইসহাক-তোফাজ্জল হোসেন স্যারের বইটাও অনেক ভালো। যেকোনো বিষয়ের বই পড়ার সময় কোনো নতুন তথ্য কিংবা ব্যতিক্রম কিছু পেলে সেটা একটা খাতায় লিখে রাখতে হবে। কারণ পরীক্ষার আগে পুরো বই পড়া সম্ভব হয় না। এ রকম করে রাখলে পরীক্ষার আগের দিন চোখ বুলিয়ে নিলেই অনেক কাজ হবে। পরীক্ষার আর বেশি বাকি নেই। এ সময়টায় বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে পারো। এতে করে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে, তবে বুয়েট ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্নই খুব একটা রিপিট করা হয় না। ৩০০ নম্বরের লিখিত পরীক্ষায় সময় থাকে মাত্র দেড় ঘণ্টা। যারা দ্রুত লিখতে পারে, তাদের জন্য ভালো। তোমাদের উচিত নিয়মিত লেখার অভ্যাস করা। আর ঘড়ি ধরে লিখিত পরীক্ষার অনুশীলনও করা যেতে পারে। মনে রাখবে, অনুশীলনের কোনো বিকল্প নেই। রসায়ন, পদার্থবিজ্ঞান আর গণিত বেশি বেশি অনুশীলন করতে হবে। উত্তর না মিললেও নম্বর পরীক্ষার হলে অবশ্যই মাথা ঠা-া রাখতে হবে। ভর্তি পরীক্ষায় সব প্রশ্নের আনসার করা যাবে- ব্যাপারটা কিন্তু তেমন নয়। অনেক সময় কম আনসার করেও সুযোগ পাওয়ার নজির আছে। একটা প্রশ্ন না পারা গেলে তার জন্য সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যেতে হবে। উত্তর দেওয়ার সময় অবশ্যই প্রশ্নের নম্বর মিলিয়ে নিতে হবে। কারণ পরীক্ষা ভালো দিলেও নম্বরে মিল না থাকলে সব পরিশ্রমই প- হয়ে যাবে। অঙ্কে একটু বেশি সময় লাগতেই পারে। তাই বলে অর্ধেক করে ছেড়ে দেওয়া যাবে না। পুরোটা শেষ করেই অন্য প্রশ্নে যাওয়া উচিত। আর লিখিত পরীক্ষায় উত্তর যথাযথভাবে না মিললেও নম্বর পাওয়ার সুযোগ আছে। আর নির্দিষ্ট উত্তর জায়গায়ই লিখতে হয়। কোনো অতিরিক্ত খাতা দেওয়া হয় না। আর সব জিনিসের বেসিক কনসেপ্ট ঠিক রাখতে হবে, তাহলে প্রকৌশলের স্বপ্নের সিঁড়িতে পা রাখতে পারবে তুমিও! বুয়েট ভর্তি পরীক্ষা হয় মোট ৬০০ নম্বরের। সময় মোট ৩ ঘণ্টা। এ বছর পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত- এই তিনটি বিষয়ের ওপর প্রশ্ন করা হবে। আর যারা স্থাপত্য বিভাগে পড়তে চাও তাদের আরও ৪০০ নম্বরের মুক্তহস্থ অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে হবে।
----------------------------------------------------------Dailyinqilab

বাঁশের ফ্রেমে বিশ্বের বৃহত্তম ঘড়ি!

শুক্রবার সন্ধ্যা ৬টা। রাজশাহী নগরীর উপকণ্ঠ মতিহার থানার কাপাশিয়া গ্রামের সরদারপাড়ার একটি আমবাগান ঘিরে কয়েক শ মানুষের জটলা। তারা সবাই গভীর আগ্রহে তাকিয়ে আছে কয়েকটি নম্বরের দিকে। দিনের বেলায় কিছুটা দূর থেকে দেখে মনে হতে পারে নম্বরগুলো কোনো সাংকেতিক চিহ্ন। কিন্তু আদৌ তা নয়। বিশাল বিশাল ডিজিটের এ নম্বরগুলো হলো ডিজিটাল ঘড়ির সময় নির্ণায়ক নম্বর, যা দেখে যে কারো চোখ ছানাবড়া হয়ে যাবে। বাঁশের ফ্রেম দিয়ে ৭৮৫ বর্গফুটের বিশাল আকারের বিস্ময়কর এমনই একটি ঘড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন রাজশাহীর কাপাশিয়া এলাকার মিঠু, যাঁর পুরো নাম আকুল হোসেন মিঠু। তিনি ওই এলাকারই বাসিন্দা। তাঁর বাবা মনতাজ সরদার কাটাখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। প্রায় দুই বছর ধরে পরিশ্রম শেষে গত শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘড়িটির উদ্বোধন করার পর থেকেই সেটি এক নজর দেখার জন্য দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে। গতকাল শনিবার সকাল থেকেই ঘড়িটি দেখতে শত শত মানুষ ভিড় করতে থাকে কাপাশিয়ার সরদারপাড়া গ্রামের মিঠুদের আমবাগানে। ঘড়ির উদ্ভাবক মিঠুর দাবি, অন্য কোনো উদ্দেশ্যে নয়, স্রেফ তাক লাগাতেই তাঁর এই উদ্ভাবন। মিঠুর দাবি, এটি বিশ্বের সর্ববৃহৎ ঘড়ি। এর নির্মাণকাজে মিঠুকে সহায়তা করেছেন স্থানীয় আরো অন্তত ২৫ জন যুবক। এর বাইরে এলাকাবাসীও যে যার মতো আর্থিকভাবে অথবা উপকরণ দিয়ে সহায়তা করেছে মিঠুকে। আর প্রায় দুই বছরের কর্মযজ্ঞ শেষে গত শুক্রবার যখন ঘড়িটি আলো ছড়াতে থাকে, তখন নিমিষেই সব কষ্ট উবে যায় মিঠুদের; এমন অনুভূতির কথা জানালেন তিনি। মিঠু কালের কণ্ঠকে বলেন, 'সারা বিশ্বের কোথাও এভাবে স্থানীয় প্রযুক্তি দিয়ে তৈরি এত বড় ডিজিটাল ঘড়ি নাই। জার্মানির বার্লিনের জাদুঘরে একটি ডিজিটাল ঘড়ি আছে অনেক বড় আকারের। তবে সেটিও সর্বোচ্চ সাড়ে ৩০০ ফুটের ওপরে নয়। তবে জার্মানির ওই ঘড়িটি তৈরি করা হয়েছে এলসিডি মনিটর দিয়ে। আর মিঠুদের ৭৮৫ বর্গফুটের ঘড়িটি তৈরি হয়েছে সেভেন ফিগমেন্ট ডিসপ্লে লাইট দিয়ে। ফলে এটিই বিশ্বের সর্ববৃহৎ ডিজেটাল ঘড়ি। এর বাইরে গিনেস বুকেও এত বড় আকারের ডিজিটাল ঘড়ির কোনো অস্তিত্ব খুঁজে পাননি মিঠুরা। ঘড়ির উদ্ভাবকদের দাবি, রাতের বেলায় ফাঁকা স্থান হলে অন্তত ১০ কিলোমিটার দূর থেকেও এই ঘড়িতে সময় দেখা যাবে। তবে জায়গার অভাবে মিঠুর ঘড়িটি আমবাগানের ভেতরে টানানোর কারণে সেটি খুব বেশি দূর থেকে দেখা যাচ্ছে না। বাগানের গাছপালা বাধা হয়ে দাঁড়ানোর কারণে এর আলো দূরে ছড়াতে পারছে না। বাগানের কাছাকাছি গেলেই কেবল এটি দেখা যাচ্ছে। উদ্ভাবকদের দেওয়া তথ্য মতে, এই ঘড়ির সংখ্যার উচ্চতা ১৭ দশমিক ৫ ফুট আর প্রস্থ ৪৪ দশমিক ৯ ফুট। বাড়ির বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎ নিয়ে সফটওয়্যারের সাহায্যে চালিত এই বিশাল ঘড়ি তৈরি হয়েছে ৪৮টি রড বাল্ব, স্টিলের বডি আর বাঁশের ফ্রেম দিয়ে; যেটি তৈরি করতে মিঠুদের খরচ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। ঘড়ি উদ্ভাবনের প্রধান উদ্যোক্তা আকুল হোসেন মিঠুকে কালের কণ্ঠকে জানিয়েছেন, স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাঁরা ঘড়িটি নির্মাণ করেছেন। সারা বিশ্বকে তাক লাগিয়ে গ্রাম-গঞ্জে এমন প্রতিভার যেন মূল্যায়ন করা হয় সেই লক্ষ্যেই ঘড়িটি নির্মাণ করা। এর জন্য কেউ দিয়েছে বাঁশ, কেউ বিদ্যুতের তার, কেউ বাল্বসহ আনুষঙ্গিক জিনিসপত্র। আবার যারা কিছুই দিতে পারেনি, তারা দিয়েছে শ্রম। ফলে সবার ঐকান্তিক আর পরিশ্রমের ফসল হিসেবেই এই ঘড়ি তৈরি হয়েছে। মিঠু আরো জানান, তাঁর বাবা মনতাজ সরদারের স্বপ্ন ছিল, ছেলে আকুল হোসেন মিঠু বড় ইঞ্জিনিয়ার হবেন। কিন্তু মিঠু তা হতে পারেননি। রাজশাহী কলেজ থেকে বাংলায় অনার্স পড়েই থেমে যেতে হয়েছে তাঁকে। তবে তিনি হাল ছাড়েননি। অনেক দিন আগে থেকেই ইলেকট্রনিক সামগ্রীর কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে ওঠেন মিঠু। সেই সঙ্গে বছর তিনেক আগে রাজশাহী থ্রি ইঞ্জিনিয়ার্স লিমিটেড থেকে ১৫ দিনের মাইক্রোকন্ট্রোলার বিষয়ে প্রশিক্ষণ নেন মিঠু। সেই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মিঠু স্থানীয় প্রযুক্তিতে ডিজিটাল ঘড়ি তৈরির কাজে হাত দেন। এ ছাড়া বিভিন্ন বইপত্র ঘেঁটে ও ইন্টারনেট থেকে সাহায্য নিয়ে বছর দুয়েক আগে হাত দেন ডিজিটাল ঘড়ি নির্মাণকাজে। এলাকার আরো কয়েকজন যুবক ও স্থানীয়দের নিয়ে শুরু করেন সেই কাজ। সেই থেকে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ঘড়িটির নির্মাণকাজ শেষ করেন মিঠু। এরপর সেই ঘড়ি শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করেন তাঁরা। গতকাল বিকেলে ঘড়িটি দেখতে আসেন দুর্গাপুরের কলেজছাত্র সাব্বির রহমান। তিনি কালের কণ্ঠকে বলেন, 'এভাবে বাঁশের সাহায্যে স্থানীয় প্রযুক্তিতে তো বড় ডিজিটাল ঘড়ি তৈরির খবর কখনো শুনিনি। তাই দেখার জন্য চলে এসেছি।' এদিকে গতকাল সন্ধ্যার আগে আগেই ঘড়িটি এক নজর দেখার জন্য অন্তত হাজার দেড়েক লোকের সমাগম হয় মিঠুদের আমবাগানে। ঘড়ি দেখতে আসা এসব মানুষের মাঝেও আনন্দের ঢেউ লক্ষ করা যায়।
-------------------------------------------------------------------------------------------Kalerkantho

জগন্নাথে ভর্তি প্রক্রিয়া শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার দুপুর ১২টায় আবেদন গ্রহণ শুরু হয়। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত আবদেন করা যাবে। মোবাইলে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে এ আবেদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শেষবারের মতো দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এ সুযোগ আর থাকছে না। এ, বি, সি ও ডি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য তিনশো পঞ্চাশ টাকা এবং ই ইউনিটের জন্য চারশো পঞ্চাশ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদনের সময় কোটা উল্লেখ করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর শুক্রবার, বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর শুক্রবার এবং ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৭৬০, ‘বি’ ইউনিটে ৭২০, ‘সি’ ইউনিটের ৬২০, ‘ডি’ ইউনিটে ৫৬০ এবং ‘ই’ ইউনিটে মোট ১০০টি আসনসহ সর্বমোট ২৭৬০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

Saturday, August 29, 2015

চুয়েটে নতুন দুই বিভাগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন দুইটি বিভাগের যাত্রা শুরু হয়েছে। বিভাগ দুইটি হলো- সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে ভর্তির আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। উভয় বিভাগে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। ইতিমধ্যে বিভাগ দুটিতে বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিয়েছেন সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ড. মো. রিয়াজ আক্তার মল্লিক ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ প্রসঙ্গে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, চুয়েটকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ার নানামুখী প্রচেষ্টা চলছে। এরই অংশ হিসেবে বৈশ্বিক চাহিদা অনুযায়ী সময়োপযোগী এই দুটি বিভাগের যাত্রা শুরু হয়েছে।-------------------------------ঢাকাটাইমস

ঢাবির জাপান স্টাডি সেন্টারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় জাপান স্টাডি সেন্টারের মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টায় কলা ভবন পরীক্ষা-কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পরীক্ষা- কেন্দ্র পরিদর্শন করেন। প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং জাপান স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আবুল বারকাত এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। পরীক্ষা কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী ও সিনিয়র শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ভর্তি পরীক্ষায় ৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ১৩৩ জন। ঢাকাটাইমস 

Friday, August 28, 2015

শিক্ষা বিষয়ক সকল তথ্যের এক অনন্য ওয়েব সাইট যাতে রয়েছে-

**ইউনিভার্সিটি,কলেজ (মেডিকেল,ক্যাডেট) ও স্কুলের যাবতীয় সকল আপডেট। *শিক্ষা বোর্ডের তথ্যাদি(মাদরাসা/কারিগরী)

*স্কলারশীপ প্রজেক্ট ও বিদেশ গমনেচ্ছুক শিক্ষার্থীদের সহায়ক তথ্য।

* বাংলাদেশের সকল পত্রিকার অনলাইন ওয়েব সাইট।

*বিশ্বের নির্ভরযোগ্য নিউজ চ্যানেল(সি,এন,এন, আল জাজিরা,বি,বি,সি ইত্যাদি) লাইভ দেখার সূবিধা।

*লাইভ খেলা দেখার অনন্য এক মাধ্যম।।

জবির স্নাতক ভর্তি আবেদনের যোগ্যতা : জিপিএ ৬.৫ থেকে ৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির আবদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮, ৭.৫ ও ৬.৫ প্রাপ্ত হতে হবে। ইউনিট ও বিভাগ ভেদে মোট জিপিএ এর শর্তারোপ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে ভর্তি আবেদনের বিস্তারিত তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী এবারই শেষবার ভর্তিচ্ছুরা দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে। সে অনুযায়ী ২০১২ ও ২০১৩ সালে এসএসসি ও সমমান এবং ২০১৪ ও ২০১৫ সালে এইচএসসি ও সমমান উত্তীর্ণরা জিপিএ প্রাপ্তির শর্তপূরণ করে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এবিসিডি ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন কমার্স ও ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট শাখার উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৮.০ এবং অন্যান্য শাখার জন্য ৭.৫ প্রাপ্ত হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫ এর নিচে প্রাপ্তরা আবেদন করতে পারবে না। তবে ‘ই’ ইউনিটের জন্য উভয় পরীক্ষায় জিপিএ ৬.৫ প্রাপ্ত হতে হবে। কোন পরীক্ষায় জিপিএ ২.৫ এর নিচে প্রাপ্তরা আবেদন করতে পারবে না। সকল ইউনিটে জিসিই ‘ও’লেভেল পরীক্ষায় অন্তত ৩টি বিষয়ে ‘সি’গ্রেডসহ ন্যূনতম ৫টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৪ ও ২০১৫ সনের ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে ‘সি’ গ্রেডসহ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। এবিসিডি ইউনিটের জন্য তিনশত পঞ্চাশ টাকা ও ‘ই’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষার ‘ফি’সহ চারশত পঞ্চাশ টাকা ব্যয় করে মুঠোফোনের মাধ্যমে আগ্রহীরা ২৯ আগস্ট দুপুর ১২টা থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার ‘এ’ ইউনিটে ৭৬০, ‘বি’ ইউনিটে ৭২০, ‘সি’ ইউনিটে ৬২০, ‘ডি’ ইউনিটে ৫৬০ এবং ‘ই’ইউনিটে ১০০টি আসনসহ মোট ২৭৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর ‘বি’ইউনিটের (কলা ও আইন অনুষদভূক্ত), ১৬ অক্টোবর ‘সি’ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত), ৩০ অক্টোবর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভূক্ত), ৬ নভেম্বর ‘ডি’ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত) এবং ১৩ নভেম্বর ‘ই’ইউনিটের (ড্রামা এন্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষাই বিকেল ৩টায় শুরু হবে। ৭২টি প্রশ্নে মোট ৭২ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণকারীরা সময় পাবেন ১ ঘণ্টা। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোন ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (লহঁ.ধপ.নফ) পাওয়া যাবে। শীর্ষ নিউজ/এস জবির স্নাতক ভর্তি আবেদনের যোগ্যতা : জিপিএ ৬.৫ থেকে ৮ শীর্ষ নিউজ, ঢাকা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির আবদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮, ৭.৫ ও ৬.৫ প্রাপ্ত হতে হবে। ইউনিট ও বিভাগ ভেদে মোট জিপিএ এর শর্তারোপ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে ভর্তি আবেদনের বিস্তারিত তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী এবারই শেষবার ভর্তিচ্ছুরা দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে। সে অনুযায়ী ২০১২ ও ২০১৩ সালে এসএসসি ও সমমান এবং ২০১৪ ও ২০১৫ সালে এইচএসসি ও সমমান উত্তীর্ণরা জিপিএ প্রাপ্তির শর্তপূরণ করে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এবিসিডি ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন কমার্স ও ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট শাখার উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৮.০ এবং অন্যান্য শাখার জন্য ৭.৫ প্রাপ্ত হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫ এর নিচে প্রাপ্তরা আবেদন করতে পারবে না। তবে ‘ই’ ইউনিটের জন্য উভয় পরীক্ষায় জিপিএ ৬.৫ প্রাপ্ত হতে হবে। কোন পরীক্ষায় জিপিএ ২.৫ এর নিচে প্রাপ্তরা আবেদন করতে পারবে না। সকল ইউনিটে জিসিই ‘ও’লেভেল পরীক্ষায় অন্তত ৩টি বিষয়ে ‘সি’গ্রেডসহ ন্যূনতম ৫টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৪ ও ২০১৫ সনের ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে ‘সি’ গ্রেডসহ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। এবিসিডি ইউনিটের জন্য তিনশত পঞ্চাশ টাকা ও ‘ই’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষার ‘ফি’সহ চারশত পঞ্চাশ টাকা ব্যয় করে মুঠোফোনের মাধ্যমে আগ্রহীরা ২৯ আগস্ট দুপুর ১২টা থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার ‘এ’ ইউনিটে ৭৬০, ‘বি’ ইউনিটে ৭২০, ‘সি’ ইউনিটে ৬২০, ‘ডি’ ইউনিটে ৫৬০ এবং ‘ই’ইউনিটে ১০০টি আসনসহ মোট ২৭৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর ‘বি’ইউনিটের (কলা ও আইন অনুষদভূক্ত), ১৬ অক্টোবর ‘সি’ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত), ৩০ অক্টোবর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভূক্ত), ৬ নভেম্বর ‘ডি’ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত) এবং ১৩ নভেম্বর ‘ই’ইউনিটের (ড্রামা এন্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষাই বিকেল ৩টায় শুরু হবে। ৭২টি প্রশ্নে মোট ৭২ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণকারীরা সময় পাবেন ১ ঘণ্টা। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোন ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jnu.ac.bd) পাওয়া যাবে।--------------------- শীর্ষ নিউজ 

Thursday, August 27, 2015

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

পঁয়ত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে এই আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর কেন্দ্রে একযোগে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর। ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে চার ঘণ্টা। আর ১০০ নম্বরের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে তিন ঘণ্টা। পিএসসি বলছে, লিখিত পরীক্ষায় গড় পাস নম্বর ন্যূনতম ৫০ শতাংশ। কেউ কোনো বিষয়ে ৩০ নম্বরের কম পেলে ওই বিষয়ে তিনি কোনো নম্বর পাননি বলে গণ্য হবে। পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ জানিয়ে কমিশন বলছে, কারো কাছে এসব ডিভাইস পাওয়ার গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। গাণিতিক যুক্তি, গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স বিষয়ের লিখিত পরীক্ষায় প্রার্থীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এর বাইরে ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে প্রার্থীদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হলেও অন্যসব বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে পিএসসি। ৩৫তম বিসিএসের প্রিলিমিনারিতে ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন, এরাই লিখিত পরীক্ষায় অংশ নেবেন। -------------------------------------শীর্ষ নিউজ 

ইবির ভর্তি ফরমের দাম বাড়ল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফরমের মূল্য বাড়ানো হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। গত বছরের তুলনা এবছর ফরমের মূল ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিমের কনফারেন্স রুমে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন ও বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ফরমের মূল্য ৫০ টাকা বাড়িয়ে ৪০০টাকা করা হয়। গত বছর ভর্তি ফরমের মূল্য ৩৫০ টাকা নির্ধারিত ছিল। এছাড়া ৫০ টাকা সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে। যা গত বছরও কার্যকর ছিল। সবমিলিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষ ভর্তির প্রতিটি ফরমের মূল্য দাঁড়াবে ৪৫০টাকা। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবছর ভর্তি ফরমের মূল্য ৫০টাকা বাড়ানো হয়েছে। বর্তমান বাজার মূল্য বিবেচনা করে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছেন। এ বছর ৮টি ইউনিটের অধীন মোট ২২টি বিভাগের ভর্তি কার্যক্রম চলবে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার ফরম পাওয়া যাবে। দেশের সরকারি মোবাইল অপারেটর টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহের আবেদন করতে হবে। আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে বলে জানা গেছে। ভর্তি পরীক্ষার ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা ও সার্ভিস চার্জ ৫০ টাকা। এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে। --------------------------------------------------------ঢাকাটাইমস 

Wednesday, August 26, 2015

বুয়েটের ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সব অনুষদের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ১৭ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। সোমবার বুয়েটের তথ্য ও প্রকাশনা বিষয়ক সহকারী পরিচালক মো. শাহ্ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগামী ৩০ আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে হবে।

Silicon Valley vs Motor City: regions compete to test self-driving cars

Silicon Valley thinks it has the answer to everything. No wonder, then, that it also has the answer to the future of transportation. “I don’t think there’s any better place to test self-driving cars than California,” says Randy Iwasaki. “You’ve got a rainforest in the north, the lowest and highest points in the continental US, heavily congested urban roadways and that low, empty highway running through Death Valley.” Documents confirm Apple is building self-driving car Read more But Iwasaki would say that. He’s the executive director of the Contra Costa Transportation Authority, owner of GoMentum Station. This 2,100-acre disused military base in Concord, near San Francisco, is already home to a fleet of experimental self-driving Hondas, and it is where Apple may also be considering testing intelligent vehicles. Two and a half thousand miles away, Jim Sayer of the University of Michigan’s Mobility Transformation Center (MTC) disagrees. He sees his brand new 32-acre fake town, called Mcity, along with regional connected vehicle projects, as the future of self-driving car testing. “A unique combination of a purpose-built test environment and real-world deployments sets the university apart from other organizations … doing similar work,” he says. A report in June by Lux Research estimates that self-driving cars will represent a $87bn market by 2030. Car makers and technology companies intent on reaping that bounty will have to develop, test and demonstrate new vehicles in controlled environments before letting them loose on public roads. And that means a high-tech windfall for locations that can accurately replicate the chaos of real streets without putting actual pedestrians or packed school buses at risk. Mcity, a contender to become a proving ground for self-driving cars. Facebook Twitter Pinterest Mcity is a contender to become a proving ground for self-driving cars. Photograph: Austin Thomason/Michigan Mobility Transformation Center Mcity, which opened in July, has a bewildering variety of road surfaces, intersections, roundabouts and urban infrastructure packed on to its modest campus, even including buildings that can be moved. Mcity will be wired for the latest wireless vehicle-to-vehicle (V2V) and vehicle-to-infrastructure (V2I) technologies to allow city planners to dynamically adjust traffic flow and cars to “see” each other around corners. Advertisement Iwasaki, however, touts GoMentum Station’s vintage charm as a benefit. “At our site, the railroad tracks are actually in the ground. There are real tunnels where you’re going to lose your GPS signal,” he says. “If you’re building a brand new facility, are you going to be able to mimic the faded road striping that occurs in Seattle or in Iowa?” Similarly, both sites see their climates as an advantage. Michigan experiences the full range of climatic conditions that cars will meet on real roads, from blizzards to heat waves. But California enjoys mild, sunny weather that enables companies to test year-round rather than having to break out snow shovels every day during the winter. Both facilities claim to have a broad range of interested parties, with a distinct regional bias. Mcity, near Detroit, boasts investments from, among others, Ford, General Motors, Delphi and Toyota. GoMentum Station, with Silicon Valley on its doorstep, has had interest from Apple, Google and Tesla Motors, as well as the local R&D divisions of Mercedes-Benz, Volkswagen and Nissan. US markets down at closing bell after midday rally as China woes continue – as it happened The People’s Bank of China has cut borrowing costs and allowed banks to lend more, sending shares soaring in Europe and the US Read more Ultimately, though, even the thousands of acres available for testing at GoMentum Station might not provide enough elbow room for rivals intent on winning the race to develop a commercial self-driving car. As an Apple engineer wrote tactfully to GoMentum Station executives in May: “We would … like to get an understanding of timing and availability for the space, and how we would need to coordinate around other parties who would be using the space.” There will soon be other places to test self-driving cars: another fake town in rural Florida and dedicated roads in northern Virginia, for instance. But perhaps the best solution for secretive car makers with the deepest pockets would be to copy Google and simply buy their own model community. In 2014, Google leased 60 acres of an old air force base in Castle, California. There, engineers ran such unorthodox safety tests as throwing sheets of paper or beach balls at prototypes, or having someone suddenly jump out of a canvas bag in the middle of the road. Even the most serious robot test driver, it seems, needs to know what fun looks like, too.
----------------------------------------------------------------------------------Source-The Guardian 

থাইল্যান্ডে আইসিটির সম্প্রসারণে বেসিসের বিটুবি বৈঠক

থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার সম্প্রসারণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর বিজনেস টু বিজনেস (বিটুবি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এ বৈঠকে বেসিসের সদস্যভুক্ত ১২টি কোম্পানি অংশ নেয়। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া ও মায়ানমারের বেশ কয়েকটি আইটি কোম্পানিও এ বৈঠকে অংশগ্রহণ করে। বাংলাদেশের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রতিনিধিদলের নেতৃত্বে দেন। প্রতিনিধি দলে আরো ছিলেন বেসিসের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা ও অ্যাসোসিওর সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, নির্বাহী পরিচালক সামি আহমেদ প্রমুখ। বিটুবি বৈঠকের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদল স্থানীয় সায়েন্স পার্ক, সফটওয়্যার পার্ক ও আইবিএমের ইনোভেশন সেন্টার পরিদর্শন করেন। সেখানে অবস্থিত প্রায় ২০টি কোম্পানির সঙ্গেও প্রতিনিধিদল বৈঠক করেন। তারা বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার আইসিটি ব্যবসায়ের সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা করেন। বৈঠক সম্পর্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিদেশে বাংলাদেশ ব্র্যান্ডিং ও বৈঠক জরুরি। সেই লক্ষ্য নিয়ে অ্যাসোসিও এবং থাইল্যান্ড সরকার আয়োজিত এ বৈঠকে বাংলাদেশ অংশগ্রহণ করে। আমরা পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক উন্নয়নে নানা আলোচনা করেছি। সেখানকার সায়েন্স ও সফটওয়্যার পার্কে বাংলাদেশি কোম্পানিকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদানের প্রস্তাবনা দিয়েছি। বিপরীতে আমাদের কালিয়াকৈর হাইটেক পার্কে তাদেরকেও সমান সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান বলেন, ইতোমধ্যেই থাইল্যান্ডের ও মায়ানমারের কয়েকটি কোম্পানি বাংলাদেশি বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। শিগগিরই বাংলাদেশি আরো কিছু কোম্পানির সাথে বিটুবি বৈঠকে অংশগ্রহণের জন্য তারা বাংলাদেশে আসবে।

ফেসবুকে আসছে ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ এবার ফেসবুকেই। বিজনেস ইনসাইডার সূত্রে জানা গেছে, একটি নতুন অ্যাপ বাজারে আনছে ফেসবুক। এখনও প্রাথমিক পর্যায়ে আছে অ্যাপটির নির্মাণ প্রক্রিয়া। তবে অ্যাপটিতে নোটিফিকেশন পাওয়ার জন্য পছন্দের সংবাদমাধ্যম নির্দিষ্ট করে দিতে পারবেন ব্যবহারকারীরা। শুধু সংবাদমাধ্যম নয়, সংবাদের মূল বিষয়বস্তুও আগে থেকেই নির্দিষ্ট করে দেওয়া যাবে। ওই বিষয়ে যখনই কোনও ‘ব্রেকিং নিউজ’ আসবে, সর্বোচ্চ একশো’ অক্ষরের পুশ নোটিফিকেশন চলে যাবে ব্যবহারকারীর স্মার্টফোনে। নির্দিষ্ট কয়েকটি প্রকাশনা সংস্থা ফেসবুকের সঙ্গে এই প্রকল্পে অংশ নেবে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। তবে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি আইওএস আর অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য ‘ব্রেকিং নিউজ ট্যাব’ নামে নতুন একটি ফিচার চালু করেছে ফেসবুকের প্রাক্তন শীর্ষ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান টুইটারও। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, এখনও পরীক্ষামূলক ‘আলফা’ পর্যায়ে আছে অ্যাপটি। এটি আদৌ সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে কি না, হলে এর নাম কী হবে সেটি নিশ্চিত করতে পারেনি মার্কিন সাইটটি। 
----------------------------------------------------------------------------------ঢাকাটাইমস

১৩ সেপ্টেম্বর ইবির ভর্তি ফরম বিতরণ শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফরম ১৩ সেপ্টেম্বর বিতরণ শুরু হবে। ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক শেষে এই তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার ফরম পাওয়া যাবে। এ বছর মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহের আবেদন করতে হবে। আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে বলে জানা গেছে। ভর্তি পরীক্ষার ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা ও সার্ভিস চার্জ ৫০ টাকা। এ ছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।
-----------------------------------------------ঢাকাটাইমস 

Tuesday, August 25, 2015

মাস্টার্স পরীক্ষার সময়সূচি পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২৯ আগস্টের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২৯ আগস্টের পরিবর্তে ওই দিনের পরীক্ষা ৩০ আগস্ট দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। তবে শেষ পর্বের অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে। 
----------------------------------------------------------------------------------------------ঢাকাটাইমস

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ৬ সেপ্টেম্বর শুরু

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। এ বছর চারটি ইউনিটের ১৫টি বিভাগে মোট ৭৮৫টি আসনের জন্য এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৭ ও ২৮ নভেম্বর ভর্তি পরীক্ষা নেয়া হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.mbstu.ac.bd থেকে জানা যাবে। ---------------------------------------------------------ঢাকাটাইমস 

ঢাবিতে ভর্তি পরীক্ষা একবারই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি হওয়ার জন্য দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়ে করা আবেদন আপিল বিভাগেও খারিজ হয়ে গেছে। অর্থাৎ চূড়ান্ত রায়ে ঢাবিতে একবারই ভর্তি পরীক্ষা দেয়া যাবে। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ সংক্রান্ত রিটে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখেন। আইনজীবীরা জানয়েছেন, এর ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র সদ্য উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীরাই ঢাবিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় একবার অকৃতকার্য হলে দ্বিতীয়বার আর পরীক্ষায় অংশ নেওয়া যাবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন একটি সিদ্ধান্তের পর তার বিরোধীতা করে ওই রিটটি দায়ের করা হয়। মিনারা বেগম ও রুহুল আমিন নামে দুই অভিভাবকসহ মোট ২৬ জন মিলে ওই রিটটি দায়ের করেন উচ্চ আদালতে। পরে গত ৮ জুলাই হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত সঠিক বিবেচনা করে রিটটি খারিজ করে দেন। ------------------------------------------------------------------------------------------------------ঢাকাটাইমস

পোল্যান্ডের পথে বাংলাদেশের রোবট

মহাশূন্যে অভিযানে নভোচারীর সঙ্গী হয়ে যাবে রোবট। নাম তার ‘মার্স রোভার’। এ রোবটের বৈশিষ্ট্য হতে হবে অনন্য। এটি হবে বিশেষ ক্ষমতাসম্পন্ন, উন্নত প্রযুক্তিনির্ভর ও টেকসই। বিশেষ ধরনের এই রোবটগুলোর নকশা তৈরির রোমাঞ্চকর কাজটা করছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মার্স রোভারের নকশা সংগ্রহের জন্য বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় ‘রোভার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা। এসবের মধ্যে সবচেয়ে বড় আয়োজন ‘ইউরোপীয় রোভার চ্যালেঞ্জ (ইআরসি)’। আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো পোল্যান্ডে হবে এ প্রতিযোগিতা। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ৩৪টি দল এ প্রতিযোগিতায় লড়বে। এতে অংশ নিচ্ছে বাংলাদেশি রোবট নির্মাতাদের দুটি দল। প্রতিযোগী দলগুলো সেখানে মঙ্গল গ্রহের আদলে তৈরি কৃত্রিম পরিবেশে রোবট চালাবে, কাজ দেখাবে। বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘আইইউটি মার্স রোভার’ দল এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘বুয়েট ইন্টারপ্লানেটারস’ দল। যা থাকবে প্রতিযোগিতায় প্রতিযোগিতার বিষয়টি এবং প্রতিযোগিতা দুটিই ভিন্ন রকমের। মঙ্গল গ্রহের আবহে একটি কৃত্রিম গ্রহ থাকবে। সেখানকার সবকিছুই থাকবে মঙ্গলপৃষ্ঠের মতো। এবড়োখেবড়ো ভূমি, উঁচু-নিচু পথ—এসবই পাড়ি দেবে রোভার রোবট। প্রতিযোগিতার স্থান থেকে ৫০০ মিটার দূরত্বে থাকবে একটি স্টেশন (পৃথিবী) থাকবে। রোভার রোবট মঙ্গল গ্রহে (তৈরি করা) নামবে, চারদিকে ঘুরবে, মঙ্গলপৃষ্ঠের মাটি সংগ্রহ করবে। সেখানের মাটি পর্যবেক্ষণ করে পৃথিবীতে সংকেত ও প্রয়োজনীয় তথ্য পাঠাবে। প্রতিযোগীরা তাঁদের নির্মিত রোবট নিয়ে এমনই প্রতিযোগিতায় নামবেন। রোবটগুলোয় থাকবে টেলিমেটরি সুবিধা। এগুলো হবে স্বনিয়ন্ত্রিত। সঙ্গে থাকবে চারপাশের পরিবেশ দেখার ক্যামেরা, মাটি খোঁড়া ও নমুনা সংগ্রহের সুযোগ, তাপমাত্রা পরিমাপ, তাৎক্ষণিক মাটি পরীক্ষা ও তারহীন যোগাযোগ ব্যবস্থা। আইইউটি মার্স রোভার আইইউটির ​মার্স রোভার রোবটসেপ্টেম্বরের ১ তারিখে পোল্যান্ড যাবেন আইইউটি মার্স রোভার দলের সদস্যরা। এখন তাঁরা মার্স রোভারকে চূড়ান্ত পর্বের জন্য পরীক্ষা করে দেখছেন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সবকিছু ঠিক আছে কি না, সে বিষয়ে নিশ্চিত হয়ে নিচ্ছেন এ দলের সদস্যরা। কিছু কাজের হালনাগাদ করছেন। রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এ দলের সদস্যরা গত বছরের ডিসেম্বর মাস থেকেই কাজ শুরু করেছেন। এরপর কয়েকটি ধাপে অনলাইনে রোবটের বিস্তারিত উপস্থাপনের মাধ্যমে প্রতিযোগিতায় নিবন্ধিত হয়েছেন। দলের সদস্য জায়েদ আহমেদ বলেন, ‘বেশ কিছু প্রতিবন্ধকতা অতিক্রম করেই আমরা রোবটটা বানিয়েছি। এটি একেবারে বিশ্বমানের না হলেও প্রতিযোগিতায় টিকে থাকার মতো।’ এ দলের অন্য সদস্যরা হলেন আরাফ ফারায়েজ, টি এম মনিরুজ্জামান, মাহমুদুল আলম, আবু সাইদ, ফাহরিয়াল আলম, মো. ইনতিসার নূর, মির্জা মুনতাসির, নাজমুস সাকিব, রায়হানুল ইসলাম, মিনহাজ-উস-সালেকীন, মো. উসামা ইসলাম ও আসিফ ইকবাল। বুয়েট ইন্টারপ্লানেটারস ইন্টারপ্লানেটারস দলের সদস্যরা ২ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন। ইন্টারপ্লানেটারস রোবটের নির্মাণকাজ শুরু করে মাস তিনেক আগে। তাড়াহুড়ো থাকায় দলের পুরো কাজ এখনো শেষ হয়নি, কিছু কারিগরি কাজ বাকি আছে। পোল্যান্ড রওনা হওয়ার আগেই সব কাজ শেষ হবে, এমনই প্রত্যাশা দলের সদস্যদের। অনলাইনে কয়েকটি ধাপে রোবটের বিস্তারিত উপস্থাপনের মাধ্যমে প্রতিযোগিতায় নিবন্ধিত হয়েছেন তাঁরা। বুয়েট ইন্টারপ্লানেটারস দলের সদস্য আবুল-আল আরবি বলেন, ‘চ্যাম্পিয়ন হবই, এমন না! অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারছি, এটাই বড় পাওয়া।’ এ দলের অন্য সদস্যরা হলেন এস এম শায়াক ইবনে ফারুকী, ফজলে এলাহী খান, নওয়াব মো. আমিনুল হক, খালেদ বিন মঈনউদ্দিন, মেহেদী হাসান, মুহাইমিন রহমান, আসিফ রেজা চৌধুরী, আশিক-ই-রাসুল, শওমিক ইসলাম, শাহ জামান অনু, তানভীর আলম, কুমার দীপায়ন তূর্য, নাবিদ মুস্তফা, রেজা রশিদ, আবু আশরাফ ও সাখাওয়াত হোসেন।
-------------------------------------------------------------------------------------------prothom-alo

মাদ্রাসায় বিজ্ঞান প্রযুক্তি বিষয় পড়ানো হবে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসাগুলোতে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির বিষয়গুলোও পড়ানো হবে। যেন এখান থেকে ডিগ্রিধারীরা বিজ্ঞ আলেম হওয়ার পাশাপাশি দক্ষ প্রযুক্তিবিদও হতে পারেন। আজ রোববার ঢাকার ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, আলেম সমাজের শত বছরের দাবির পরিপ্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ইসলামের তথাকথিত ধারক বাহক পাকিস্তানি শাসকেরা তাদের দুই যুগের শাসনামলে আলেম সমাজের এই যৌক্তিক দাবির প্রতি সম্মান দেখায়নি। এমনকি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইসলাম চলে যাবে বলে দেশের যেসব রাজনৈতিক দল অপপ্রচার চালায়, তারাও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেনি। শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মুনিরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এ এম বাহাউদ্দীন, মহাসচিব শাব্বির আহামদ মোমতাজী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলালউদ্দিন, এ এস মাহমুদ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম সাইফুল্লাহ আলোচনায় অংশ নেন।
----------------------------------------------------------------------------prothom-alo

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি-প্রক্রিয়া শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন-প্রক্রিয়া আজ সোমবার থেকে শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.du.ac.bd/admission.php) ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। এ বছর ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ১০ সেপ্টেম্বর। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ সেপ্টেম্বর বিকেল তিনটা থেকে পরীক্ষার দিন সকাল নয়টা পর্যন্ত। ক ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর, খ ইউনিটের ৯ অক্টোবর, গ ইউনিটের ১৬ অক্টোবর, ঘ ইউনিটের ৬ নভেম্বর এবং চ ইউনিটের সাধারণ জ্ঞান অংশ ১০ অক্টোবর ও অঙ্কন অংশ ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এবার ক ইউনিটে আসন এক হাজার ৬৬০, খ ইউনিটে দুই হাজার ২৫০, গ ইউনিটে এক হাজার ১৭০, ঘ ইউনিটে এক হাজার ৪৪০ এবং চ ইউনিটে ১৩৫। চলতি শিক্ষাবর্ষে তিনটি নতুন বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে ওই বিভাগ তিনটির আসনসংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। তাই মোট আসন আরও কিছুটা বাড়বে। আবেদনের যোগ্যতা: ক ইউনিটের অধীনে ভর্তি-ইচ্ছুকদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৮, খ ইউনিটের ৭, গ ইউনিটের ৭ দশমিক ৫ প্রয়োজন। ঘ ইউনিটের পরীক্ষার ক্ষেত্রে মানবিক বিভাগ থেকে ৭, বিজ্ঞান থেকে ৮, ব্যবসায় শিক্ষা থেকে ৭ দশমিক ৫ প্রয়োজন। ঘ ইউনিটে কোনো একটি বিষয়ে বি গ্রেড বা জিপিএ-৩-এর কম থাকলে আবেদন করা যাবে না। চ ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএর যোগফল ৬ দশমিক ৫ এবং কোনো পরীক্ষায় জিপিএ-৩-এর কম পেলে আবেদন করতে পারবে না।
----------------------------------------------------------------------------------------------------prothom-alo

Monday, August 24, 2015

গুগলে যুক্ত হচ্ছে বাংলা খবর

সারা বিশ্বে প্রতিনিয়তই বেড়ে চলেছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। আর এসকল ব্যবহারকারীর একটি বড় অংশই অনলাইনে খবর পড়ার ক্ষেত্রে গুগল নিউজ ব্যবহার করে থাকে। আর তাই বিভিন্ন ভাষাভাষী এসকল ব্যবহারকারীর কথা মাথায় রেখে গুগল নিউজে যুক্ত হচ্ছে বাংলা ভাষাসহ আরও সাতটি ভাষা। আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এসকল ভাষায় খবর পড়া যাবে বলে গুগল নিউজ ব্লগে জানানো হয়েছে। নতুন যুক্ত হওয়া ভাষাগুলোর মধ্যে আছে বাহাসা ইন্দোনেশিয়া, বুলগেরিয়ান, লাটভিয়ান, লিথুয়ানিয়ান, রোমানিয়ান এবং থাই। নতুন এই ভাষাগুলো যুক্ত করার ফলে আরও প্রায় ২৬ কোটি মানুষ এখানে নিজের ভাষায় খবর পড়তে সক্ষম হবে। বর্তমানে ৪৫ দেশের ২৮টি ভাষা সমর্থন করে গুগল নিউজ। শীঘ্রই আরও নতুন নতুন ভাষা যুক্ত করা হবে বলেও জানিয়েছে গুগল।

চবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে আবেদন করতে পারবেন। ১ থেকে ৯ নভেম্বর পর্যন্ত চবিতে প্রথম বর্ষ অনার্স (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ভর্তি আবেদনের যোগ্যতায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এবারের এইচএসসি ফলাফল বিপর্যয়ের কারণে পূর্বে যে যোগ্যতা ছিল তা শিথিল করে সব ইউনিটের দশমিক ২৫ পয়েন্ট কমানো হয়েছে। তবে ভর্তির আবেদনের ৪৭৫ টাকা অপরিবর্তিত রয়েছে। এবার বেশকিছু বিভাগে আসন সংখ্যা এবং প্রতিবন্ধী কোটা বৃদ্ধি করা হবে বলে জানান তিনি। ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে। ---------------------------------------------------------------------------ঢাকাটাইমস

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া আজ সকাল ১০টায় উদ্বোধন করা হবে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে আবেদনের উদ্বোধন করবেন ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকা নির্ধারিত হয়েছে। এর আগের সভার সিদ্ধান্ত অনুযায়ী খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ১০ অক্টোবর শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা অংকন ১৭ অক্টোবর শনিবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। আবেদনের যোগ্যতা : ক-ইউনিটের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৮.০ পয়েন্ট।খ-ইউনিটের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৭.০ পয়েন্ট। গ-ইউনিটের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৭.৫ পয়েন্ট। চ-ইউনিটের অধীনে পরীক্ষায় ৪র্থ বিষয়সহ যেকোনো একটি ন্যূনতম জিপিএ ৩.০ এবং উভয় পরীক্ষার জিপিএ’র যোগফল ন্যূনতম ৬.৫ পয়েন্ট।ঘ-ইউনিটের মানবিক শাখায় থেকে আগতদের ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৭ পয়েন্ট। বিজ্ঞান থেকে আগতদের ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৮ পয়েন্ট। ব্যবসায় শিক্ষা থেকে আগতদের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ’র যোগফল অন্তত ৭.৫ পয়েন্ট। উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কোনো বিষয়েই লেটার গ্রেড-বি (গ্রেড পয়েন্ট-৩) এর নিচে নয়। 
-------------------------------------------------------------------------------------------------ঢাকাটাইমস

Sunday, August 23, 2015

আবর্জনা দিন, ওয়াইফাই নিন

এই ব্যস্ত সময়ে ইন্টারনেট ছাড়া একটা দিন কাটানো অনেকের কাছেই বেশ অসুবিধাজনক। এই ভাবনাকে কাজে লাগিয়েই প্রতিবেশি ভারতের দুই যুবক এক অভিনব ব্যবস্থা চালু করলেন। একাধারে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ইন্টারনেটের সুবিধা দেওয়ার জন্য 'ওয়াইফাই ট্র্যাশ বিন' নিয়ে এলেন। যেখানে আবর্জনা ফেললেই ওয়াইফাই ব্যবহারের জন্য একটি চিরকুট বেরিয়ে আসবে। এই সময় জানিয়েছে, মুম্বইয়ের বাসিন্দা প্রতীক আগরওয়াল এবং তার বন্ধু রাজ দেশাই, যিনি আবার নিজে নিজেই কম্পিউটার প্রোগ্রামিং শিখে নিয়েছেন, এরা দু' জন মিলেই এই উদ্যোগ শুরু করেছেন। প্রতীক বলেন, 'ফিনল্যান্ড, ডেনমার্ক, সিঙ্গাপুর প্রভৃতি দেশে গিয়ে আমরা এটা দেখেছি যে পরিবেশ পরিষ্কার রাখার জন্য মানুষ কতটা সচেতন। তবে এ দেশে তেমনটা নয়। এই ভাবনা থেকেই আমরা ঠিক করি এমন কিছু করব যাতে লোকজন নিজেদের বাড়ি এবং তার আশেপাশের জায়গা পরিষ্কার রাখেন। তাই এই ট্র্যাশ বিন চালু করি।' এই ট্র্যাশ বিনে যখনই কেউ আবর্জনা ফেলবেন, তখনই বিন থেকে একটা চিরকুট বেরিয়ে আসবে, যেখানে ওয়াইফাইয়ের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজনীয় কোড দেওয়া থাকবে। এর পিছনেও খানিকটা ইতিহাস রয়েছে। দুই বন্ধু মিলে একবার এনএইচ সেভেন উইকেন্ডার মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিলেন। বহু মানুষের সমাগম হওয়ার সেখানে যেমন ছিল প্রচুর স্টল, তেমনই প্রচুর আবর্জনাও জমা ছিল চারদিকে। তার ওপর ছিল না কোনও নেটওয়ার্ক। ফলে প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় বাকি বন্ধুদের খোঁজ করতে পেরেছিলেন তাঁরা। প্রতীকের কথায়, 'সে দিন অসহায় লাগছিল। আজকের যুগে একটা ছোট্ট জায়গায় বন্ধুদের খোঁজ করতে ৬ ঘণ্টা লেগে গিয়েছিল শুধুমাত্র নেটওয়ার্ক না থাকার কারণে।' এর পরই এই ডাস্টবিনের উদ্ভাবন। এই উদ্যোগে মোবাইল নেটওয়ার্ক সংস্থা এমটিএসও তাদের সঙ্গে হাত মিলিয়েছে। 

১ অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি প্রক্রিয়া শুরু

২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরিচালনা কমিটির এক সভা আজ বেলা ২:০০ টায় জাতীয় বিশ্ববিদ্যলয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ১লা অক্টোবর ২০১৫ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু এবং ১ ডিসেম্বর ২০১৫ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়

Saturday, August 22, 2015

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা সোমবার থেকে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকে। সারাদেশের ৮৯টি কেন্দ্রে একযোগে সর্বমোট ১১৭টি কলেজের ১ লাখ ২৭ হাজার ৮৩১ পরীক্ষার্থী অংশ নেবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোট ৩১টি বিষয়ে শিক্ষার্থীরা স্নাতকোত্তর শেষ করছেন। প্রতিদিন দুপুর ২টা থেকে পরীক্ষা শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন। 

ছেলে MBA পাস করেছে আর.....

ছেলে MBA পাস করেছে,আর সমাবর্তনে তার গ্রাম্য,সহজ,সরল মাকে নিয়ে উপস্থিত ছিল।এই অনুষ্ঠানে তাকে নিয়ে এসে হয়তো গর্ভধারিনীর ঋন কিছুটা পরিশোধের চেষ্টা। আধুনিক উচ্চ বিত্ত সমাজে ও আকাশ সংস্কৃতির যুগে এই " মা" হয়ত সকলের সাথে বড়ই বেমানান, কিন্তু তার উপস্থিতি সকলকে আর ও একবার দেখিয়ে দিলো " মা" ই শ্রেষ্ঠ শিক্ষক, যিনি সন্তানকে দিতে পারেন সঠিক শিক্ষা।
-----------------------------------------(সংগৃহীত)

Friday, August 21, 2015

গুগলের চেয়েও কার্যকর সার্চ ইঞ্জিন তৈরি করেছে ১৬ বছরের বালক!

ভারতীয় বংশোদ্ভূত ১৬ বছর বয়সী এক কানাডীয় বালক আনমল টাকরেল এমন একটি সার্চ ইঞ্জিন তৈরি করেছে যা গুগলের চেয়েও ৪৭ শতাংশ বেশি কার্যকর বলে সে দাবি করেছে। দশম গ্রেড পার করে আসা বালক টাকরেলের এই সার্চ ইঞ্জিন গুগলের বিজ্ঞান মেলায় নির্বাচিত হয়েছে। সে জানায়, এই সার্চ ইঞ্জিনের ডিজাইন করতে তার সময় লেগেছে প্রায় দুই মাস আর এর কোড লিখতে সময় লেগেছে ৬০ ঘণ্টার মত। সে জানায়, "আমি পারসোনালাইজড সার্চ সেবায় কিছু করার চিন্তা করছিলাম। কিন্তু যখন আমার মনে হলো যে গুগল তো ইতোমধ্যেই কাজটি করে ফেলেছে, তখনই ভাবলাম এটাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করা যাক।" টাকরেল দাবি করেছে, তার এই সার্চ ইঞ্জিন একজন ব্যবহারকারীর বিভিন্ন আগ্রহের দিকে খেয়াল রেখেই তার সামনে ফলাফল হাজির করে। আর এজন্য এতে শক্তিশালী অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে বলেও সে জানায়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়তে আগ্রহী টাকরেল জানায়, সে এই প্রযুক্তি ব্যবহার করে একটি নিউজ অ্যাগ্রিগেটর তৈরি করতে চায়। তবে বর্তমানে সে টাকোক্যাট কম্পিউটার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক। 
-----------------------------------------------------------------------------------------------------------------------------
টাইমস অফ ইন্ডিয়া অবলম্বনে


Cristiano Meets Gta

It appears to be a match made in heaven: One extremely talented footballer and one revolutionary video game that have both been embroiled in controversy ever since bursting onto the scene, Cristiano Ronaldo meets Grand Theft Auto. Although not his first appearance in a video game, it certainly is one the most entertaining. As Cristiano Ronaldo, you can cruise down the road in the game's variant of any exotic sportscar or, more traditionally, go on a rampage and finish with Ronaldo's Superman celebration in front of the police. The possibilities are endless.

জগন্নাথে ভর্তি আবেদন শুরু ২৯ আগস্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম ২৯ আগস্ট থেকে শুরু হচ্ছে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ আগস্ট দুপুর ১২টা থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছুরা এসএমএস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। টেলিটকের প্রিপেইড নাম্বার থেকে এ আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯ অক্টোবর ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদভুক্ত), ১৬ অক্টোবর ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত), ৩০ অক্টোবর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত), ৬ নভেম্বর ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত) এবং ১৩ নভেম্বর ‘ই’ ইউনিটের (ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ ও ফাইন আর্টস বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ----------Education Link BD
====================================================
Source--Dhaka Times

গণবিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১১ সেপ্টেম্বর

গণবিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর(শুক্রবার)বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সাভারে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কেবলমাত্র অধূমপায়ী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ফরম ও প্রসপেক্টাস ৫০০ টাকায় সংগ্রহ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ফরম সংগ্রহ করা যাবে। ০৯ সেপ্টেম্বরের মধ্যে ওই স্থানেই তা জমা দিতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে। ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে সিজিপিএ ২.৫ পয়েন্ট থাকতে হবে। গণবিশ্ববিদ্যালয় বৎসরে দুইবার শিক্ষার্থী ভর্তি করে থাকে। এ ছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.gonouniversity.edu.bd) পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। ------------------(ঢাকাটাইমস 

Rahul, Kohli revive India in SL

Lokesh Rahul hit a century as India overcame early shocks to post 319-6 on the opening day of the second Test against Sri Lanka in Colombo on Thursday. Rahul scored 108, his second Test century in four Tests, and shared a third-wicket stand of 164 with skipper Virat Kohli (78) after the tourists had slumped to 12-2 by the fifth over of the match. Both batsmen fell on either side of the tea break, but Rohit Sharma boosted the total with a typically aggressive 79 that contained three sixes and five boundaries. Sharma was leg-before to Sri Lankan captain Angelo Mathews off what became the last ball of the day, leaving Wriddhiman Saha unbeaten on 19. The 23-year-old Rahul, who hit a century against Australia in Sydney in only his second Test earlier this year, made amends for scores of seven and five in the first Test with delightful strokeplay. Dropped at gully by Jehan Mubarak off Dushmantha Chameera when he was on 11, Rahul hit 13 boundaries and a six before a loose shot cost him his wicket after tea. Rahul top-edged a hook off Chameera and the ball ballooned in the air before landing safely in the hands of wicket-keeper Dinesh Chandimal. ‘It is very disappointing to get out to a shot I love to play the most,’ Rahul said. ‘It’s a good lesson for me. ‘It’s my favourite shot and I won’t stop playing it, but I will discipline myself and see what is the right line and length to pull. That’s what I need to work on. Some 6,000 home fans at the P. Sara Oval applauded warmly when Sri Lanka’s batting great Kumar Sangakkara was welcomed on to the field in his last Test with a guard of honour by young children holding raised bats. India, seeking a series-levelling win after losing the first Test in Galle by 63 runs, were in for a rude shock after Kohli won the toss and elected to bat on a moisture-laden pitch. Opener Murali Vijay, who replaced the injured Shikhar Dhawan in one of the three changes made by India, was trapped leg-before by Dhammika Prasad off the fourth ball of the innings, before he had scored. Prasad struck again in his third over when Ajinkya Rahane drove at a wide ball and edged an easy catch to Dimuth Karunaratne at third slip. But Rahul and Kohli settled in to deny Sri Lanka another wicket till late in the afternoon session when the captain departed against the run of play.

-----------------------------------------------------------------------------------------------------newagebd

১২০ নম্বর পেলেই মেডিকেলে ভর্তির সুযোগ

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির শর্ত শিথিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি বছর মোট ১২০ নম্বর পেলেই শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। তবে ১০০ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষায় বাধ্যতামূলকভাবে ৪০ নম্বর পেতেই হবে। গত বছর স্বাস্থ্য মন্ত্রণালয় মোট ২০০ নম্বরের মধ্যে (এসএসসি ও এইচসি পরীক্ষার প্রাপ্ত মোট নম্বরের ওপর ১০০ ও ভর্তি পরীক্ষা ১০০) ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরসহ মোট ১৪০ নম্বর পাওয়ার বাধ্যবাধকতা বেঁধে দিয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে গত বছর বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের অনেক আসন শূন্য ছিল। সম্প্রতি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) মোট নম্বর কমিয়ে দেয়ার আবেদন করলে স্বাস্থ্য মন্ত্রণালয় মোট নম্বর ১৪০ থেকে কমিয়ে ১২০ নম্বর নির্ধারণ করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী ১৮ সেপ্টেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে ১০০ নম্বরের অভিন্ন প্রশ্নপত্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনু্ষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় ২ অক্টোবর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক এ বি এম আবদুল হান্নান জাগো নিউজকে জানান, ওই সময় ঈদুল আজহার ছুটি পড়ে যাওয়ায় তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। তিনি জানান, বুধবার থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। ১ সেপ্টেম্বর পর্যন্ত (রাত ১১টা ৫৯ মিনিট) আবেদনপত্র জমা দেয়া ও ২ সেপ্টেম্বর পর্যন্ত (রাত ১১টা ৫৯ মিনিট) আবেদনের টাকা অনলাইনে গ্রহণ করা হবে। ১৪ সেপ্টেম্বর থেকে প্রবেশপত্র বিতরণ শুরু হবে। চলতি বছর ভর্তির শর্ত হিসেবে বলা হয়, ২০১২ ও ২০১৩ সালে এসএসসি ও ২০১৪ ও ২০১৫ সালে এইচএসসি বা সমমানের (পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানসহ) পরীক্ষায় পাস করেছেন তারা ভর্তির আবেদন করার যোগ্য হবেন। দুটি পরীক্ষায় জিপিএ-৮ পেতে হবে তবে কোনো পরীক্ষায় তিন দশমিক পাঁচ এর কম হলে আবেদনের যোগ্য হবেন না। সকল উপজাতীয় ও পার্বত্য এলাকার অউপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসিও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ-৭ থাকতে হবে। এককভাবে কোনো পরীক্ষায় তিন এর কম পেলে চলবে না। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিরতদের কেউ চলতি বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে তাদের পাঁচ নম্বর কেটে নেয়া হবে। পরীক্ষা ফিসের টাকা প্রিপেইড টেলিটকের মাধ্যমে ৭৫০ টাকা জমা দিতে বলা হয়েছে। দেশে বর্তমানে ২৯ সরকারি মেডিকেল কলেজে তিন হাজার ১৬২টি আসন ও প্রাইভেট মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩২৫টি আসন রয়েছে। এছাড়া সরকারি ৯টি সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে বিডিএস কোর্সে ৫৩২টি ও ২৪ প্রাইভেট ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে।
---------------------------------- এমইউ/বিএ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষা শুরু শনিবার


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষা আগামী ২২ আগস্ট শনিবার থেকে সারাদেশে অনুষ্ঠিত হবে। ৬১টি কেন্দ্রে একযোগে ৮০টি কলেজের ৮৩ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী ২৯টি বিষয়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে। পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত নীতিমালা অনুযায়ী দুই বছর মেয়াদি ডিগ্রি (পাস) ও তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী শিক্ষার্থীগণ ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এলএলবি প্রথম পর্ব ও ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবে। 

এ লক্ষ্যে অনলাইন ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। 

Thursday, August 20, 2015

শীর্ষ দশে সৌম্য সরকার

প্রতিভাবান ব্যাটসম্যান সৌম্য সরকারকে বাংলাদেশ ক্রিকেটের নতুন সৌন্দর্য বললে একটুও ভুল হবে না। আত্মবিশ্বাস, ব্যাটিং স্টাইল দিয়ে দিন দিন নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়। ওয়ানডে ক্রিকেটের ২০১৫ সালে এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ দশে ওঠে এসেছেন টাইগার এই ব্যাটসম্যান। সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশে আছেন কেন উইলিয়ামসন (১২৭০), মার্টিন গ্যাপটিল (১১৪৯) রস টেইলর (১০৪১) তিলকারাত্নে দিলশান (১০০৩) হাশিম আমলা (৯২১) কুমার সাঙ্গাকারা (৮৬২) গ্রান্ট ইলিয়ট (৮২৬) ডি ভিলিয়ার্স (৭৪০) ব্রেন্ডন ম্যাককালাম (৭০৯) ও সৌম্য সরকার (৬৭২)। ১ ডিসেম্বর ২০১৪-তে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত হওয়া সৌম্য সরকার এ পর্যন্ত ১৬ ওয়ানডেতে ৪৯.৪২ গড়ে রান করেছেন ৬৯২, যেখানে আছে একটি সেঞ্চুরি এবং ৪টি হাফসেঞ্চুরি।

সাইবার অপরাধ দমনে বিটিআরসির নতুন সংস্থা

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাইবার অপরাধের ওপর নজরদারি জোরদার, সংঘটিত ঘটনা তদন্ত ও দোষীদের শনাক্তকরণে সংশ্লিষ্ট সব সংস্থা ও দফতরের সমন্বয়ে একটি কেন্দ্রীয় সংস্থা গঠন করছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোশ্যাল মিডিয়াসহ সাইবার অপরাধের ওপর নজরদারি জোরদার, সংঘটিত ঘটনা তদন্ত ও দোষীদের শনাক্ত করে এ সংক্রান্ত অপরাধ দমনে দেশের সংশ্লিষ্ট সব সংস্থা ও দপ্তরের সমন্বয়ে একটি কেন্দ্রীয় সংস্থা গঠনের প্রস্তাব প্রস্তুত করেছে বিটিআরসি। প্রস্তাবটি শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিটিআরসি`র পাশাপাশি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন দফতর এবং নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিজস্ব অধিক্ষেত্র ও ক্ষমতা অনুসারে সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করে থাকে। নতুন পরিকল্পনা অনুযায়ী, সাইবার অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা বাড়াতে বিটিআরসি আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আরো নিবিড় যোগাযোগ ও সমন্বয় করে কাজ করার সার্বিক উদ্যোগ গ্রহণ করেছে। ফেসবুক ও টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিটিআরসি নিয়ন্ত্রণ করে না। এছাড়া ওই সব মাধ্যমের সঙ্গে বিটিআরসি বা অন্য কোনো সংস্থার কোনো ধরনের সমঝোতা স্মারক বা চুক্তি না থাকলেও তাদের নিজস্ব নিয়মকানুন অনুসারে জনস্বার্থে প্রয়োজনমতো বিটিআরসি তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
--------------------------------------------------------------------------------------------------------------------------
Source:Jagonews24

Google Introduces Router

Google has made a Wi-Fi router that aims to provide better Internet connections that make it easier for people to use its digital services and see more of its online advertising. Preorders for the $200 wireless router, called OnHub, could be made beginning on Tuesday at Google’s online store, as well as Amazon.com and Walmart.com. The cylindrical device will go on sale in stores in the United States and Canada in late August or early September. The search giant said its wireless router would be sleeker, more reliable, more secure and easier to use. And its software will be regularly updated, according to Google. The company said most people would be able to set up OnHub in three minutes or less. Google collaborated with the networking device maker TP-Link to build OnHub.

Source: The New York Times

Hindi


गूगल यह आसान लोगों को अपने डिजिटल सेवाओं का उपयोग करें और अपने ऑनलाइन विज्ञापन के और अधिक देखने के लिए करते हैं कि बेहतर इंटरनेट कनेक्शन प्रदान करना है कि एक वाई-फाई राउटर बना दिया है। OnHub बुलाया $ 200 वायरलेस रूटर के लिए Preorders, Amazon.com और Walmart.com, साथ ही गूगल की ऑनलाइन स्टोर पर मंगलवार को शुरुआत बनाया जा सकता है। बेलनाकार डिवाइस अगस्त के अंत या सितंबर के शुरू में संयुक्त राज्य अमेरिका और कनाडा में दुकानों में बिक्री पर जाना होगा। खोज विशाल अपने वायरलेस रूटर, sleeker और अधिक विश्वसनीय, अधिक सुरक्षित और प्रयोग करने में आसान हो जाएगी। और अपने सॉफ्टवेयर नियमित रूप से गूगल के अनुसार, अद्यतन किया जाएगा। कंपनी ज्यादातर लोगों को तीन मिनट या उससे कम में OnHub स्थापित करने में सक्षम हो जाएगा। गूगल OnHub का निर्माण करने के लिए नेटवर्किंग उपकरण निर्माता टी.पी.-लिंक के साथ सहयोग किया है।