অন্ধদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের কাছে বড় হারের স্বাদ পেলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা ও নেপালকে বড় ব্যবধানে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা তিন জয় তুলে নিয়েছে ;লাল-সবুজরা। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ দল দুই বল বাকি থাকতে আট উইকেট হাতে রেখেই জয়ের বন্দর পৌঁছে যায়। এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি ঘটেছে বাংলাদেশের। চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
টসে জিতে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে দারুণ সূচনা এনে দেন কেভিন আন্দ্রে ডগলাস। তার ঝড়ো সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করায় ক্যারিবিয়ানরা। ৬৫ বলে ১১২ রান করে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। এছাড়া হাফসেঞ্চুরির দেখা পান গ্রেগরি লি স্টেওয়ার্ড। কেভিনের ১১২ ও গ্রেগরির ৫৭ রানে ভর করে ১৯৫ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।
বল হাতে বাংলাদেশের আব্দুল্লাহ জবির ও মাহমুদ রশিদ একটি করে উইকেট নেন। জবাবে তানজিলুর রহমানের ৪৯ বলে অপরাজিত ৯০ রানের ঝড়ো ইনিংস ও মাহবুবুল হাসান ইমনের ৫২ রানে ১৯.৪ বলে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে লাল-সবুজরা। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তানজিলুর রহমান। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৪ তারিখ অস্ট্রেলিয়া, ৫ তারিখ ইংল্যান্ড, ৭ তারিখ পাকিস্তান, ৮ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনাল খেলবে। ১০ ও ১১ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ১২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।
-----------------------------------------------------------------------------------------source:priyo.com

No comments:
Post a Comment