Wednesday, February 1, 2017

ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ রাসেল


টি-২০ ক্রিকেটে এক পরিচিত নাম ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। কিন্তু এ পেস বোলিং অলরাউন্ডারকে এক বছর দেখা যাবে না বাইশ গজে। টানা তিনটি ডোপ টেস্টে না থাকায় ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। নিষিদ্ধ দ্রব্য সেবন করেছেন কিনা তা যাচাইয়ের জন্য আন্দ্রে রাসেলকে ডোপ টোস্ট দিতে বলেছিলো জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন। কিন্তু বারো মাসে টানা তিনটি পরীক্ষা দেননি রাসেল। এ কারণে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির নীতিমালা অনুযায়ী ক্যারিবিয়ান এ অলরাউন্ডারের নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও এ নিষেধাজ্ঞা জারি থাকবে। রাসেলের ওপর এ নিষেধাজ্ঞার কারণে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি বিপাকে পড়তে হবে ঘরোয়া টি-২০ লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোকেও। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন দল ইসলামাবাদ ইউনাইটেডের জার্সি গায়ে খেলার কথা ছিলো রাসেলের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে নিয়মিত খেলে থাকেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে তিনি খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এবারের বিগ ব্যাশ থেকে নিজেকে প্রত্যাহার করেছেন তিনি। ২০১৬ সালের মার্চে জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন আন্দ্রে রাসেলের বিরুদ্ধে অভিযোগ তুলে। ২০১৫ সালের ১লা জানুয়ারি, ১লা জুলাই ও ২৫ শে জুলাই পরীক্ষা দেওয়ার তারিখ হলেও রাসেল একটিতেও ছিলেন না। তাকে এ ব্যাপারে জানানো হলেও টনক নড়েনি তার। প্রায় সব দেশের টি-২০ লিগেই দেখা মিলে আন্দ্রে রাসেলের। এখন পর্যন্ত ২৩২ টি টি-২০ ম্যাচ খেলেছেন এ ক্যারিবিয়ান।
......................Source>BDCRICTEAM

No comments:

Post a Comment