রাখাইন রাজ্যে সেনা অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে মিয়ানমার। দেশটির সরকারি কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত বছরের ৯ অক্টোবর রাখাইন সীমান্তে একাধিক পুলিশ ফাঁড়িতে হামলা হয়। হামলায় পুলিশের ৯ সদস্যসহ ১৪ জন নিহত হন। হামলার পর রাখাইনে সহিংস অভিযান শুরু করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। তাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের ধরপাকড়, হত্যা, নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, রাখাইনে দমন-পীড়নের মুখে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংস দমন-পীড়ন চালিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়ে মিয়ানমার।.....Source:ProthomAlo
Thursday, February 16, 2017
রাখাইনে সেনা অভিযান বন্ধের ঘোষণা মিয়ানমারের
রাখাইন রাজ্যে সেনা অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে মিয়ানমার। দেশটির সরকারি কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত বছরের ৯ অক্টোবর রাখাইন সীমান্তে একাধিক পুলিশ ফাঁড়িতে হামলা হয়। হামলায় পুলিশের ৯ সদস্যসহ ১৪ জন নিহত হন। হামলার পর রাখাইনে সহিংস অভিযান শুরু করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। তাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের ধরপাকড়, হত্যা, নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, রাখাইনে দমন-পীড়নের মুখে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংস দমন-পীড়ন চালিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়ে মিয়ানমার।.....Source:ProthomAlo
Saturday, February 11, 2017
শারজিল-লতিফ:ফিক্সিংয়ের সন্দেহে সাময়িক নিষিদ্ধ
দুবাইয়ে গতকাল শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে দুজনই খেলছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গতকাল প্রথম ম্যাচে মাঠে নেমেছেন শারজিল খান, খালিদ লতিফ অবশ্য খেলেননি। তবে আজ দুজনকেই সাময়িক নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুজনের অপরাধ কি তা এখনো জানা যায়নি। তবে এবারের পিএসএলকে ঘিরে আন্তর্জাতিক চক্রের দুর্নীতির ষড়যন্ত্রের আভাস পেয়েছে পিসিবি। ধারণা করা হচ্ছে, সেটি স্পট ফিক্সিং ঘটিত ব্যাপার। আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে সঙ্গে নিয়ে সেটির তদন্তেও নেমেছে পিসিবি। এই তদন্তের স্বার্থেই সাময়িক নিষিদ্ধ করা হয়েছে শারজিল ও লতিফকে। বিবৃতিতে পিসিবি লিখেছে, ‘শারজিল ও লতিফকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। খেলাটির সততা রক্ষার স্বার্থে আইসিসির সাহায্য নিয়ে পিসিবি বৃহৎ পরিসরে যে তদন্ত করছে, সেটি চলতে থাকবে।’ পিএসএলের চেয়ারম্যান নাজাম শেঠি অবশ্য এখনই বিস্তারিত কিছু বলতে রাজি হননি, ‘ব্যাপারটির খুঁটিনাটি নিয়ে এখন মন্তব্য করা ঠিক হবে না। তবে আমরা কোনো ধরনের দুর্নীতি মেনে নেব না। আর তদন্ত চলার সময়ে কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে হলে সেটি নিতেও বিন্দুমাত্র দ্বিধা করব না।’ এএফপি।
Wednesday, February 8, 2017
Education Link: We better follow Bangladesh- Imran Khan
Education Link: We better follow Bangladesh- Imran Khan: The Pakistan Cricket Legend has praised Bangladesh Cricket in a seminar. He also expressed his fear for his team saying is Pakistan Cri...
Sunday, February 5, 2017
We better follow Bangladesh- Imran Khan
The Pakistan Cricket Legend has praised Bangladesh Cricket in a seminar. He also expressed his fear for his team saying is Pakistan Cricket finished ? The all-rounder demanded the answer from the Pakistan Cricket Board- PCB. He said, the way we are playing currently is not the way Cricket should be played. Instead it seems very much like circus. Imran Khan is very much disappointed about Pakistan Cricket and he doubts his team will be able to qualify directly for the ICC Cricket World 2019. Recently Pakistan toured New Zealand and Australia. The tour turned out to be a disaster for the Men In Green, who toured with much expectation of fans and also were the number one team as well. But unfortunately failed to win any test match throughout the tour, as a result had to demote in the ICC Test Rankings as well. That is why Imran thinks if this continues the Pakistan Cricket will soon see its end. He said this in a Cricket seminar on Thursday. The former World Cup winning captain advised the Pakistan government to employ them in the Pakistan Cricket Board- PCB who love their country. Otherwise the Pakistan Cricket shall be ruined. It is not possible to improve Cricket with Corrupted officials. He also questioned the patriotism of his cricketers. He then went on to praise Bangladesh Cricketers. Imran praised the progress Tigers have made in recent year due to proper planning by the Bangladesh Cricket Board- BCB. Pakistan who won the ICC Cricket World Cup also lost to Bangladesh in their last Bilateral One Day International series 3/0 in the three match series.........................................Spource:BDCricteam
Saturday, February 4, 2017
মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা সেই শিশুটি এখন যাচ্ছে স্কুলেও!
ধুলা-ময়লা মাখা নগ্ন শীরের আপাদমস্তক চরম অপুষ্টির চিহ্ন। হাড্ডিসার সেই শরীর যে তখনও বেঁচে, বুকের খাঁচার ধুকপুকানি তা জানান দিচ্ছিল। আর কয়েক ঘণ্টা এভাবে পড়ে থাকলে, হয়তো মারাই যেত শিশুটি।একবছর আগের শিশুটিকে উদ্ধারের সেই ছবি ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি করেছিল। ছবিতে দেখা যায়, এক শেতাঙ্গ নারী অপার স্নেহে শিশুটিকে পানি খাওয়াচ্ছেন। একহাতে মুখে ধরা মিনারেল ওয়াটারের বোতল, অন্য হাতে খাবারের প্যাকেট। এক বছর আবারও ইন্টারনেটে পোস্ট হয়েছে সেই একই ধরনের ছবি। মুখে ধরা পানির বোতল। কিন্তু, তার মধ্যেই আমূল পরিবর্তন। এক বছর আগের নাইজেরিয়ার সেই শিশুটিই যে সে, না-বললে, শুধু দেখে চেনার উপায় নেই। অপুষ্টির আর ছিটেফোঁটাও চিহ্ন নেই শরীরে। অন্য পাঁচটা সুস্থ-স্বাভাবিক শিশুর মতো এখন সে স্কুলেও যাচ্ছে। আফ্রিকায় কর্মরত যে ডেনিশ এনজিও কর্মী শিশুটিকে উদ্ধার করেছিলেন, সেই আনিয়া রংগ্রেন লভেনই ছবিটি পোস্ট করেছেন। বাচ্চাটির নাম রাখা হয়েছে হোপ।........Source:Kaler Kantha
প্রশ্ন শ্রীশান্তের আমি কি জঙ্গি,
আইপিএলে স্পট-ফিক্সিংয়ের দায়ে জেল খেটেছেন শান্তাকুমারন শ্রীশান্ত। দুই বছর বয়ে বেড়িয়েছেন সে কালিমা। আদালতের রায়ে এখন নিষ্পাপ প্রমাণিত হলেও সেই স্মৃতি কি আর চাইলেই ভুলতে পারছেন! সে ঘটনার আগে পরের স্মৃতিগুলোও তো কম দাগ কাটেনি ভারতীয় এই পেসারের মনে। এখন সেসব স্মৃতি হাতড়াতে গিয়েই জানালেন, তাঁর সঙ্গে পুলিশ ঠিক জঙ্গির মতো আচরণ করেছে! রাজস্থান রয়্যালের দুই সতীর্থ অজিত চান্দিলা ও অঙ্কিত চাভানের সঙ্গে ২০১৩ সালে আইপিএল চলাকালীন সময়ে গ্রেপ্তার করা হয়েছিল শ্রীশান্তকে। পুলিশ জানিয়েছিল, মদ্যপ অবস্থায় ধরা পড়া শ্রীশান্ত ভেবেছিলেন সে কারণেই তাঁকে ধরা হয়েছিল সেদিন। কিন্তু সম্প্রতি ডেনিস ফ্রিডম্যানের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে সে অভিযোগ অস্বীকার করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার, ‘সেদিন কোনোভাবেই মাতাল ছিলাম না। আমি তখন চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে ছিলাম। পুলিশ পুরো গল্পটা বানিয়েছে। তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল না। এটাকে তাই পুলিশ দ্বারা অপহরণও বলা যায়। আমাকে বলা হলো দিল্লিতে প্রশ্ন করার জন্য নিচ্ছে, বেটিংয়ের প্রসঙ্গও তোলেনি।’ তাঁকে নাকি উল্টো তদন্তকাজে সহযোগিতার কথা বলেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল, ‘তারা বলেছিল কয়েকজনের ব্যাপারে কিছু তথ্য আছে তাদের কাছে। সে বিষয়টা পরিষ্কার হতেই আমার সাহায্য প্রয়োজন। এটা কোনো স্বাভাবিক গ্রেপ্তার ছিল না।’ ব্যাপারটা যে উল্টো সেটা বুঝতে পারেন দিল্লিতে গিয়েই। সাজ সাজ রব, ভাবগম্ভীর আবহাওয়া, কমান্ডোতে এলাকা ভারী দেখেই শ্রীশান্ত ‘অন্য কিছুর গন্ধ’ পান, ‘দিল্লিতে যাওয়ার পরই বুঝলাম পরিস্থিতি কতটা খারাপ। যখন নামলাম, যদি মাতাল হতাম তাহলে কি হচ্ছে কিছুই বুঝতাম না। আমার মোবাইল যে আমার থেকে নিয়ে নেওয়া হলো সেটা বুঝতেই পারিনি। আমার আশপাশে প্রায় ৬০-৭০ জন কমান্ডো ছিল। আমাকে বুলেট-প্রুফ গাড়িতে তোলা হলো। এমন আচরণ করা হচ্ছিল যেন আমি একজন জঙ্গি।’ এরপর তো জেলেও যেতে হলো তাঁকে। একজন ক্রিকেটারের জন্য সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা! প্রায় এক মাস সাধারণ কয়েদির মতো জেলে থাকতে হয়েছে শ্রীশান্তকে, ‘১২ দিন পর আমাকে তিহার জেলে পাঠানো হলো। ৪৫০ জন অপরাধীর সঙ্গে এক ডরমিটরিতে রাখা হয়েছে। ২৭ দিন জেলে ছিলাম, ভয়ংকর অভিজ্ঞতা। তাঁরা মানি লন্ডারিং এবং ইব্রাহিম দাউদের প্রসঙ্গও তুলেছিল। কিন্তু আমার বিপক্ষে কিছুই পায়নি তারা, ২৭তম দিনে জামিন পেয়েছি আমি।’ উপযুক্ত প্রমাণের অভাবে দুই বছর পর বাকি দুই সতীর্থের সঙ্গে দায়মুক্তি হয়েছে শ্রীশান্তের। কিন্তু ঘটনার ভয়াবহতা মনে হয় না এত দ্রুত কাটাতে পারছেন। সূত্র: জি নিউজ।
টি-২০ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা সাব্বির-মুস্তাফিজুর
ভারত-ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ শেষে টি-২০ র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সর্বশেষ র্যাঙ্কিং অনুসারে ব্যাটিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের ভিরাট কোহলি ও বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ব্যাটিংয়ে সাব্বির রহমান ও বোলিংয়ে মুস্তাফিজুর রহমান সবার উপরে রয়েছেন। ভারত বনাম ইংল্যান্ডের তিন ম্যাচের সিরিজে দারুণ পারফর্ম করেছেন জো রুট। ১২৬ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। এ পারফরম্যান্সে দুই ধাপ এগিয়ে সাত থেকে পাঁচে এসেছেন তিনি। এছাড়া চার ধাপ এগিয়েছেন রুটের সতীর্থ ইয়ন মরগান (বর্তমান অবস্থান ১১) ও দুই ধাপ এগিয়েছেন জস বাটলার (বর্তমান অবস্থান ১৮) । ভারতের লোকেশ রাহুল (বর্তমান অবস্থান ১৫) এক লাফে এগিয়েছেন ১৫ ধাপ। র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করা ভিরাট কোহলির রেটিং ৭৯৯। দ্বিতীয় অবস্থানে থাকা অ্যারন ফিঞ্চের রেটিং ৭৭১। ফিঞ্চ থেকে ৮ রেটিং কম নিয়ে তৃতীয় অবস্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। টেবিলের চারে কেন উইলিয়ামসন (৭৫৮), পাঁচে জো রুট (৭৪৩), ছয়ে মার্টিন গাপটিল (৭০৯), সাতে মোহাম্মদ শাহজাদ (৭০৩), আটে ফাফ ডু প্লেসিস (৬৯৭), নয়ে এলেক্স হেলস (৬৬৪) ও দশে রয়েছেন হ্যামিলটন মাসাকাদজা (৬৫৬)।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন সাব্বির রহমান। ৬৪৩ রেটিং নিয়ে ১২ নম্বরে রয়েছেন তিনি। তার পেছনে রয়েছেন ক্রিস গেইল ও ডেভিড ওয়ার্নার। বোলিংয়ে সবচেয়ে লম্বা লাফ দিয়েছেন যুবেন্দ্র চাহাল। ভারতের এ স্পিনার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ছয় উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে এক বিশাল পদোন্নতি পেয়েছেন। ৯২ ধাপ এগিয়ে বর্তমানে র্যাঙ্কিংয়ের ৮৬ নম্বরে রয়েছেন চাহাল। এছাড়া ৯ ধাপ এগিয়ে ১৭ নম্বরে রয়েছেন পেসার ক্রিস জর্ডান, ২ ধাপ এগিয়ে ২৪ নম্বরে আছেন আশিষ নেহরা, ১১ ধাপ এগিয়ে ২৬ নম্বরে রয়েছেন নুয়ান কুলাসেকারা ও ৪৯ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে আছেন ইংল্যান্ডের মঈন আলি। র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির (৭৬৮)। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের পেসার জাসপ্রিত বুমরাহর রেটিং ৭৬৪। তিনে থাকা স্যামুয়েল বদ্রী জাসপ্রিত থেকে পিছিয়ে আছে ৪১ রেটিং। পাকিস্তানের ইমাদ ওয়াসিম (৭১৮) রয়েছেন চার নম্বরে। এছাড়া পাঁচ থেকে দশ নম্বরে রয়েছে যথাক্রমে রশিদ খান (৭০১), জেমস ফকনার (৬৭২), সুনীল নারাইন (৬৫২), রবিচন্দ্রন অশ্বিন (৬৪৪), মুস্তাফিজুর রহমান (৬৪৩) ও সাকিব আল হাসান (৬৩৬)। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন নয়ে থাকা মুস্তাফিজুর। এছাড়া সাকিব দশে ও আল-আমিন হোসেন পঁচিশ নম্বরে রয়েছেন।
মুমিনুলও ভাবছেন জয়ের কথা
একমাত্র টেস্ট খেলতে ভারতে রওনা হওয়ার আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলে গেছেন, বাংলাদেশ খেলবে জয়ের জন্য। কাল হায়দরাবাদে মুমিনুল হকের মুখেও শোনা গেল একই কথা। কোহলিদের সঙ্গে জয়ের লক্ষ্যেই খেলবেন তাঁরা। দেশের মাঠে টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ কখনো জিততে পারেনি। ৮ টেস্টের ৬টিতে হার, বাকি দুটি বৃষ্টির সৌজন্যে ড্র। ভারতের মাটিতে বাংলাদেশ কি পারবে দুর্দান্ত কিছু করতে? মুমিনুল অবশ্য আশাবাদী, ‘অসাধারণ সব খেলোয়াড় আছে তাদের। তারা শক্তিশালী এক দল। এই মুহূর্তে টেস্টে তারা এক নম্বর। তবে আমরা চেষ্টা করব ভালো খেলতে। আমরা খেলব জয়ের জন্য।’ টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছরের মধ্যে ভারতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। দুই দলের এই ম্যাচ নিয়ে মুমিনুল খানিকটা রোমাঞ্চিত, ‘আমাদের দলের জন্য এটা রোমাঞ্চকর। অন্যদের মতো আমিও এখানে কখনো খেলিনি (টেস্ট)। এখানে আমাদের আরও শিখতে হবে, ভালো খেলতে হবে। ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খুব বেশি খেলা আমাদের হয় না। যেটা আমরা চাই।’ ভারতে গিয়েও বাংলাদেশকে পিছু ছাড়ছে না নিউজিল্যান্ড সফরের ব্যর্থতা। তবে কিউইদের বিপক্ষে টানা ব্যর্থ হলেও অনেক প্রাপ্তি খুঁজে পাচ্ছেন মুমিনুল, ‘প্রতিটা সিরিজই ভালো।
নিউজিল্যান্ডে কী হয়েছে সেটি ভাবতে চাই না। আমরা আপাতত এই সিরিজেই চোখ রাখছি। তবে সেখানে সাকিব ভাই ডাবল সেঞ্চুরি করেছে, মুশফিক ভাই ১৫০ রান করেছে। এটা আমাদের অনুপ্রাণিত করছে। আশা করি, তারা এখানেও ভালো করতে পারবে।’ ভারতের বিপক্ষে একটিই টেস্ট খেলেছেন মুমিনুল। ২০১৫ সালের জুনে ফতুল্লা টেস্টে খুব একটা ভালো করতে পারেননি বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান, করেছিলেন ৩০ রান। এবার নিশ্চয়ই পুরোনো ব্যর্থতা পুষিয়ে দিতে চাইবেন। যদিও ব্যক্তিগত লক্ষ্য নিয়ে কিছু বলতে চান না মুমিনুল, ‘আমার কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই। তবে অনেক দিন ধরে লম্বা ইনিংস খেলতে পারছি না। এবার চেষ্টা করব বড় স্কোর করতে। আমার প্রমাণেরও কিছু নেই।
তবে প্রতিদিনই আরও উন্নতি করে যেতে চাই।’ মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, হায়দরাবাদ টেস্ট শেষে তিনি দেখা করবেন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে। মুমিনুলেরও এমন একটা ইচ্ছে আছে। তিনি চান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে কথা বলতে, ‘সে দুর্দান্ত। চেষ্টা করব তার সঙ্গে কথা বলতে। তার আক্রমণাত্মক ব্যাটিং ভালো লাগে। যদি আক্রমণাত্মক হন কারও কাছে আপনি হারবেন না।’ টিম হোটেল থেকে রাজীব গান্ধী স্টেডিয়ামে যেতে কাল বাংলাদেশের লেগেছে এক ঘণ্টা। হায়দরাবাদের যানজট দেখে খেলোয়াড়দের হয়তো ঢাকার কথা মনে পড়েছে। অনুশীলন বিকেল ২টা থেকে শুরু হলেও বাংলাদেশ দল রওনা দেয় বেলা সাড়ে ১১টায়। জুমার নামাজ আর দুপুরের খাবার খেতে একটু আগেভাগেই বের হওয়া। ৬টা পর্যন্ত অনুশীলন করে মুশফিকরা হোটেলে ফিরেছেন সন্ধ্যা ৭টায়।
----------------------------------------------------------------------------------Source:Prothomalo
নিউজিল্যান্ডে কী হয়েছে সেটি ভাবতে চাই না। আমরা আপাতত এই সিরিজেই চোখ রাখছি। তবে সেখানে সাকিব ভাই ডাবল সেঞ্চুরি করেছে, মুশফিক ভাই ১৫০ রান করেছে। এটা আমাদের অনুপ্রাণিত করছে। আশা করি, তারা এখানেও ভালো করতে পারবে।’ ভারতের বিপক্ষে একটিই টেস্ট খেলেছেন মুমিনুল। ২০১৫ সালের জুনে ফতুল্লা টেস্টে খুব একটা ভালো করতে পারেননি বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান, করেছিলেন ৩০ রান। এবার নিশ্চয়ই পুরোনো ব্যর্থতা পুষিয়ে দিতে চাইবেন। যদিও ব্যক্তিগত লক্ষ্য নিয়ে কিছু বলতে চান না মুমিনুল, ‘আমার কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই। তবে অনেক দিন ধরে লম্বা ইনিংস খেলতে পারছি না। এবার চেষ্টা করব বড় স্কোর করতে। আমার প্রমাণেরও কিছু নেই।
তবে প্রতিদিনই আরও উন্নতি করে যেতে চাই।’ মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, হায়দরাবাদ টেস্ট শেষে তিনি দেখা করবেন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে। মুমিনুলেরও এমন একটা ইচ্ছে আছে। তিনি চান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে কথা বলতে, ‘সে দুর্দান্ত। চেষ্টা করব তার সঙ্গে কথা বলতে। তার আক্রমণাত্মক ব্যাটিং ভালো লাগে। যদি আক্রমণাত্মক হন কারও কাছে আপনি হারবেন না।’ টিম হোটেল থেকে রাজীব গান্ধী স্টেডিয়ামে যেতে কাল বাংলাদেশের লেগেছে এক ঘণ্টা। হায়দরাবাদের যানজট দেখে খেলোয়াড়দের হয়তো ঢাকার কথা মনে পড়েছে। অনুশীলন বিকেল ২টা থেকে শুরু হলেও বাংলাদেশ দল রওনা দেয় বেলা সাড়ে ১১টায়। জুমার নামাজ আর দুপুরের খাবার খেতে একটু আগেভাগেই বের হওয়া। ৬টা পর্যন্ত অনুশীলন করে মুশফিকরা হোটেলে ফিরেছেন সন্ধ্যা ৭টায়।
----------------------------------------------------------------------------------Source:Prothomalo
Friday, February 3, 2017
জিমেইল চলবে না জিমেইল পুরোনো ব্রাউজারে
পুরোনো এক্সপি ও ভিস্তা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ও ক্রোম ব্রাউজারে জিমেইল সমর্থন করবে না। বুধবার গুগল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এক ব্লগ পোস্টে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের শেষ নাগাদ পুরোনো ক্রোম সংস্করণ থেকে জিমেইলের সমর্থন সরিয়ে নেওয়া হবে। এ ছাড়া যাঁরা এখনো এক্সপি ও ভিস্তা অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন তাঁদের ওপরও প্রভাব পড়বে। ক্রোম ৫৩ সংস্করণ বা এর আগের সংস্করণ থেকে জিমেইল ব্যবহার করতে গেলে তা জিমেইলের এইচটিএমএল সংস্করণে নিয়ে যাবে। গুগল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ক্রোমের ৫৫ সংস্করণটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্যাঁচ হালনাগাদ করা হয়েছে। ৮ ফেব্রুয়ারির পর থেকে পুরোনো সংস্করণের ক্রোম ব্যবহারকারীরা তাঁদের জিমেইলের ওপরে একটি ব্যানার দেখতে পাবেন। এ ছাড়া মাইক্রোসফট যেহেতু এক্সপি ও ভিস্তা থেকে সমর্থন সরিয়ে নিয়েছে তাই এ দুটি অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের আরও নিরাপদ অপারেটিং সিস্টেম ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল। গুগল কর্তৃপক্ষ বলছে, জিমেইলের নিরাপত্তার কারণে তাঁদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
-----------------------তথ্যসূত্র: এনডিটিভি
ফেসবুক ব্যবহারকারী কত?
মাসিক সক্রিয়তার হিসেবে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা ১৮৬ কোটি পেরিয়েছে। গত বুধবার গত বছরের শেষ প্রান্তিকের আয় ঘোষণার সময় ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করেছে।ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, গত প্রান্তিকে মাসিক হিসেবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৭ শতাংশ বেড়ে ১৮৬ কোটি হয়েছে। গত বছরের ২ নভেম্বর বছরের তৃতীয় প্রান্তিকের আয় ঘোষণার সময় ফেসবুক কর্তৃপক্ষ বলেছিল, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৭৯ কোটি। অর্থাৎ, বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট আছে।ইন্টারনেট নজরদারির ওয়েবসাইট ইন্টারনেট লাইভ স্ট্যাটসের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাস পর্যন্ত হিসেবে ধরলে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩৪২ কোটি। অর্থাৎ, বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৫২ শতাংশই প্রতি মাসে অন্তত একবার ফেসবুকে ঢোকেন।
ফেসবুকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, প্রতি মাসে মোবাইল যন্ত্র থেকে ফেসবুকে ঢোকার হার গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। প্রতি মাসে মোবাইল থেকে অন্তত একবার ফেসবুকে ঢোকেন ১৭৪ কোটি মানুষ। বর্তমানে ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ১২৩ কোটি যা গত বছরের চেয়ে ১৮ শতাংশ বেশি। মোবাইলে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১১৪ কোটি ৯০ লাখ যা গত বছরের চেয়ে ২৩ শতাংশ বেশি। উল্লেখ্য, ফেসবুকের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে দুই কোটি ৪০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন। গত প্রান্তিকের ফল অনুযায়ী এশিয়ার বাজারে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ঘটেছে ফেসবুকের। এরমধ্যে শেষ প্রান্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার ছিল ভারত।
তবে এখনো চীনে ফেসবুক ঢোকার অনুমতি পায়নি। বিশ্লেষকেরা প্রশ্নের জবাবে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, ‘বিশ্বে সবাইকে সংযোগের আওতায় আনার লক্ষ্য আমাদের। চীনের এক শ কোটির বেশি মানুষকে বাদ দিয়ে ওই লক্ষ্য পূরণ সম্ভব নয়।’ জাকারবার্গ বলেন, ২০১৬ সালে আমাদের ব্যবসা ভালো হয়েছে। কিন্তু সব মানুষকে একসঙ্গে আনার ক্ষেত্রে সামনে আমাদের আরও কাজ বাকি আছে। এখন আমাদের সব মানুষকে একজায়গায় আনার লক্ষ্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।-------------------------------------------- তথ্যসূত্র: এএফপি
বাংলাদেশের টানা তৃতীয় জয়
অন্ধদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের কাছে বড় হারের স্বাদ পেলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা ও নেপালকে বড় ব্যবধানে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা তিন জয় তুলে নিয়েছে ;লাল-সবুজরা। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ দল দুই বল বাকি থাকতে আট উইকেট হাতে রেখেই জয়ের বন্দর পৌঁছে যায়। এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি ঘটেছে বাংলাদেশের। চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
টসে জিতে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে দারুণ সূচনা এনে দেন কেভিন আন্দ্রে ডগলাস। তার ঝড়ো সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করায় ক্যারিবিয়ানরা। ৬৫ বলে ১১২ রান করে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। এছাড়া হাফসেঞ্চুরির দেখা পান গ্রেগরি লি স্টেওয়ার্ড। কেভিনের ১১২ ও গ্রেগরির ৫৭ রানে ভর করে ১৯৫ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।
বল হাতে বাংলাদেশের আব্দুল্লাহ জবির ও মাহমুদ রশিদ একটি করে উইকেট নেন। জবাবে তানজিলুর রহমানের ৪৯ বলে অপরাজিত ৯০ রানের ঝড়ো ইনিংস ও মাহবুবুল হাসান ইমনের ৫২ রানে ১৯.৪ বলে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে লাল-সবুজরা। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তানজিলুর রহমান। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৪ তারিখ অস্ট্রেলিয়া, ৫ তারিখ ইংল্যান্ড, ৭ তারিখ পাকিস্তান, ৮ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনাল খেলবে। ১০ ও ১১ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ১২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।
-----------------------------------------------------------------------------------------source:priyo.com
নতুন ওষুধ উদ্ভাবন দুই বাংলাদেশির-হেপাটাইটিস–বি চিকিৎসায়
জাপানপ্রবাসী দু’জন বাংলাদেশি বিজ্ঞানী হেপাটাইটিস-বি চিকিৎসায় নতুন ওষুধ উদ্ভাবন করেছেন। বাংলাদেশে ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার করা হলেও অাইনি জটিলতায় এটি এখনও আনুষ্ঠিানিকভাবে ব্যবহার করা যাচ্ছে না। তবে কার্যকারিতা প্রমাণের পর কিউবায় ওষুধটির ব্যবহার শুরু হয়েছে। ‘নাসভ্যাক’ নামের এই ওষুধটি উদ্ভাবন করেছেন জাপানের তোশিবা জেনারেল হাসপাতালের মেডিকেল সায়েন্সেস বিভাগের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. শেখ মোহাম্মদ ফজলে আকবর। শুক্রবার দৈনিক প্রথম অালোতে ‘হেপাটাইটিস–বি চিকিৎসায় নতুন ওষুধ’ শিরোনামের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বাংলাদেশে ওষুধটির পরীক্ষামূলক ব্যবহারের দায়িত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মামুন আল মাহতাব।
তিনি বলেন, পরীক্ষায় দেখা গেছে ‘নাসভ্যাক’ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়ে হেপাটাইটিস-বি ভাইরাস নিয়ন্ত্রণে রাখে। মামুন আল মাহতাব বলেন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সফলতার পর ২০১২ সালে একই হাসপাতালে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয়। এই পর্যায়ে দীর্ঘদিন হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত ১৫১ জন রোগীকে নিয়ে পরীক্ষা চালানো হয়। এই রোগের চিকিৎসায় বাজারে প্রচলিত অন্য ওষুধের সঙ্গে এর কার্যকারিতা তুলনা করা হয়। তাতে দেখা যায়, নতুন ওষুধ বেশি কার্যকর। এই ওষুধ বেশি দিন ধরে কাজে দেয়। এর পার্শ্বপ্রতিক্রিয়া কম। শেখ মোহাম্মদ ফজলে আকবর ও মামুন আল মাহতাব জানিয়েছেন, ইতোমধ্যে
নতুন এই ওষুধ নিয়ে বেশ কয়েকটি দেশের গবেষণা প্রতিষ্ঠান ও ওষুধ কোম্পানি আগ্রহ দেখিয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চীন, তাইওয়ান, হংকং, ফিলিপাইন, ভারত ও থাইল্যান্ডে মাল্টি-সেন্টার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে বা হচ্ছে। একটি ফরাসি ওষুধ কোম্পানি ইউরোপের বাজারের জন্য এই ওষুধের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে। ওষুধটি
বাংলাদেশে ব্যবহার প্রসঙ্গে ফজলে আকবর বলেন, ‘নতুন ওষুধ নিয়ে দুবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে সভা করেছেন। অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যমান আইনে এই ওষুধ বাংলাদেশে ব্যবহারের সুযোগ নেই।’ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সালাউদ্দীন বলেন, যুক্তরাষ্ট্রের ইউএসএফডিএ বা যুক্তরাজ্যের এমএইচআরএ বা যুক্তরাজ্যের বিএনএফের নিবন্ধন পাওয়া ওষুধই বাংলাদেশের সাধারণ মানুষের ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এ ছাড়া যেসব ওষুধ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, জাপান ও অস্ট্রেলিয়া—এই সাতটি দেশের যেকোনো একটিতে ব্যবহারের অনুমতি পায়, সেসব ওষুধকেও বাংলাদেশে ব্যবহার করতে দেওয়া হয়। নতুন ওষুধটির এই ধরনের অনুমোদন নেই।.................................Source:Priyo.com
সিনেমায় রমিজ, সঙ্গে ক্যাটরিনা-সঞ্জয় দত্ত!
রুপালি পর্দার জগতে অভিষেক হতে চলেছে রমিজ রাজার। তবে পর্দার সামনে নন, তিনি থাকবেন পেছনে। ক্রিকেট আর সন্ত্রাসবাদ নিয়ে সিনেমা বানানোর খুব ইচ্ছা ছিল এই ধারাভাষ্যকারের। সেই ইচ্ছাটাই তিনি পূরণ করতে চলেছেন প্রযোজক হিসেবে। সিনেমায় বেশ জোরালো বক্তব্য থাকলেও তা রোমান্টিক ধাঁচের গল্প নিয়েই বানাবেন রমিজ। তাও আবার ‘এক ফুল দো মালি’, মানে ত্রিভুজ প্রেমের কাহিনি। দুই নায়িকার চরিত্রে থাকতে পারেন ক্যাটরিনা কাইফ ও মাহিরা খান। মাহিরা সম্প্রতি শাহরুখের সঙ্গে রইস-এ অভিনয় করে খ্যাতি পেয়েছেন। আর নায়কের ভূমিকায় থাকার কথা সঞ্জয় দত্তের। ‘মুন্না ভাই’-য়ের সঙ্গে রমিজের নাকি চূড়ান্ত কথাবার্তাও নাকি বেশ এগিয়ে গেছে। রমিজ মনে করেন, ভারত-পাকিস্তানের দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের মূল বাধা হলো সন্ত্রাসবাদ। আর দুই দেশের সম্পর্কের সেতু হলো ক্রিকেট। তিনি ক্রিকেটের গল্প দিয়ে সন্ত্রাসবাদকে পাল্টা জবাব দিতে চান। এর ওপরেই সাজিয়েছেন কাহিনি। পাকিস্তানের জিয়ো নিউজকে রমিজ বলেছেন, সঞ্জয় মূল নায়কের চরিত্রে অভিনয় করবেন তা প্রায় নিশ্চিত। তবে নায়িকাদের ব্যাপারে এখনো চূড়ান্ত কিছু হয়নি, ‘মাহিরা খান আর ক্যাটরিনা কাইফ তো অসাধারণ প্রতিভাময়ী দুজন অভিনেত্রী। আমার ইচ্ছা ওদের দুজনকেই এই ছবিতে নেব।’------------------------------------ Prothom Alo
সমকামী বিয়েকে অবৈধ ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের!
সমকামী বিয়েকে অবৈধ ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের! নির্বাহী আদেশের খসড়া ফাঁস বিয়ে-বহির্ভূত সম্পর্ক এবং সমকামী বিয়েকে অবৈধ ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের! ট্রাম্পবিয়েবহির্ভূত যৌন সম্পর্ক এবং সমকামী বিয়েকে অবৈধ ঘোষণা করে নির্বাহী আদেশ দেওয়ার পরিকল্পনা করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাঁস হওয়া এক নথির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট খবরটি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নেশন-এ সর্বপ্রথম ওই সম্ভাব্য নির্বাহী আদেশের খসড়াটি ফাঁস হয়। অবশ্য, আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যদি এ আদেশ দেন তবে তা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর (এস্টাবলিমমেন্ট ক্লজ) লঙ্ঘন হবে। ফাঁস হওয়া নথিকে উদ্ধৃত করে ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, প্রচলিত কিছু ধর্মীয় বিশ্বাসের সুরক্ষা নিশ্চিত করতে নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় বিয়েবহির্ভূত যৌন সম্পর্ক এবং সমকামী বিয়ের বিরুদ্ধে যে ধারণা প্রচলিত রয়েছে সেগুলো বাস্তবায়িত করিবেন তিনি। ‘ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন’ হিসেবে দাবি করা ওই নির্বাহী আদেশের খসড়ায় প্রচলিত রক্ষণশীল খ্রিস্টান ও ক্যাথলিক ধর্মীয় বিশ্বাসকে প্রতিফলিত করা হচ্ছে।
যদি আদেশটিতে স্বাক্ষর করা হয়, এ ধরনের কর্মকাণ্ডে লিপ্তদের বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে। বৈষম্য থেকে বাঁচতে যে এলজিবিটি বা তৃতীয় লিঙ্গের মানুষরা লড়াই করে আসছেন তারাও এ আদেশের কারণে ক্ষতিগ্রস্ত হবেন। তাছাড়া যেসব প্রতিষ্ঠান সমকামী বিয়ে ও বিয়েবহির্ভূত যৌন সম্পর্কের বিরুদ্ধে কাজ করে তাদেরকে করমুক্ত সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে ওই আদেশে।
এছাড়া অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় কর্মীদেরকে কোম্পানির পক্ষ থেকে জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত যে স্বাস্থ্যবীমা সুবিধা দেওয়া হয় তার বিরোধিতাকারীদের নিষ্কৃতি দেওয়ার জন্য ওই নির্বাহী আদেশে বলা আছে। অবশ্য এ ব্যাপারে ইন্ডিপেনডেন্টের পক্ষ থেকে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসারের কাছে জানতে চাওয়া হলে তিনি নিশ্চিত করে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তার দাবি, এ ধরনের আদেশ জারি হতেও পারে নাও হতে পারে। তিনি বলেন, ‘এখন এ নিয়ে আমাদের কিছুই বলার নেই’। আইন বিশেষজ্ঞরা দ্য নেশনকে বলেন, বলছেন, যদি এ আদেশ দেন তবে তা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর (এস্টাবলিমমেন্ট ক্লজ) লঙ্ঘন হবে। রাষ্ট্র ও চার্চকে বিচ্ছিন্ন করে সংবিধানের ওস্টাবলিশমেন্ট ক্লজ দেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নেশন-এ সর্বপ্রথম ওই সম্ভাব্য নির্বাহী আদেশের খসড়াটি ফাঁস হয়। অবশ্য, আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যদি এ আদেশ দেন তবে তা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর (এস্টাবলিমমেন্ট ক্লজ) লঙ্ঘন হবে। ফাঁস হওয়া নথিকে উদ্ধৃত করে ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, প্রচলিত কিছু ধর্মীয় বিশ্বাসের সুরক্ষা নিশ্চিত করতে নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় বিয়েবহির্ভূত যৌন সম্পর্ক এবং সমকামী বিয়ের বিরুদ্ধে যে ধারণা প্রচলিত রয়েছে সেগুলো বাস্তবায়িত করিবেন তিনি। ‘ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন’ হিসেবে দাবি করা ওই নির্বাহী আদেশের খসড়ায় প্রচলিত রক্ষণশীল খ্রিস্টান ও ক্যাথলিক ধর্মীয় বিশ্বাসকে প্রতিফলিত করা হচ্ছে।
যদি আদেশটিতে স্বাক্ষর করা হয়, এ ধরনের কর্মকাণ্ডে লিপ্তদের বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে। বৈষম্য থেকে বাঁচতে যে এলজিবিটি বা তৃতীয় লিঙ্গের মানুষরা লড়াই করে আসছেন তারাও এ আদেশের কারণে ক্ষতিগ্রস্ত হবেন। তাছাড়া যেসব প্রতিষ্ঠান সমকামী বিয়ে ও বিয়েবহির্ভূত যৌন সম্পর্কের বিরুদ্ধে কাজ করে তাদেরকে করমুক্ত সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে ওই আদেশে।
এছাড়া অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় কর্মীদেরকে কোম্পানির পক্ষ থেকে জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত যে স্বাস্থ্যবীমা সুবিধা দেওয়া হয় তার বিরোধিতাকারীদের নিষ্কৃতি দেওয়ার জন্য ওই নির্বাহী আদেশে বলা আছে। অবশ্য এ ব্যাপারে ইন্ডিপেনডেন্টের পক্ষ থেকে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসারের কাছে জানতে চাওয়া হলে তিনি নিশ্চিত করে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তার দাবি, এ ধরনের আদেশ জারি হতেও পারে নাও হতে পারে। তিনি বলেন, ‘এখন এ নিয়ে আমাদের কিছুই বলার নেই’। আইন বিশেষজ্ঞরা দ্য নেশনকে বলেন, বলছেন, যদি এ আদেশ দেন তবে তা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর (এস্টাবলিমমেন্ট ক্লজ) লঙ্ঘন হবে। রাষ্ট্র ও চার্চকে বিচ্ছিন্ন করে সংবিধানের ওস্টাবলিশমেন্ট ক্লজ দেওয়া হয়েছিল।
Thursday, February 2, 2017
ছাত্রলীগ নেতার লাথি শিক্ষার্থীর অস্ত্রোপচারের জায়গায় !
নিয়মিত কর্মসূচিতে অংশ না নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদদীন হলের এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ। তাঁরা ওই শিক্ষার্থীর পেটে লাথি মারে, যেখানে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। এ ছাড়া ছাত্র ইউনিয়নের এক নেতাকে এবং জগন্নাথ হলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাঁচ শিক্ষার্থীকেও মারধর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে। এর আগে বেশ কয়েকটি ঘটনা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দীর্ঘদিন মোটামুটি শান্ত থাকার পর হঠাৎ বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার চারুকলায় ক্যানটিনের সামনে ছাত্র ইউনিয়নের এক নেতাকে মারধর করেছে
ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। আহত রাজীব কুমার দাশ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমাজকল্যাণ সম্পাদক। ছাত্র ইউনিয়নের অভিযোগ, গত ২৬ জানুয়ারি সুন্দরবনের রামপালে কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে জাতীয় কমিটির হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে রাজীব চারুকলা অনুষদের ভেতরে আশ্রয় নিতে চান। ওই সময় তাঁকে চারুকলায় ঢুকতে বাধা দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ সময় তাঁদের সঙ্গে রাজীব ও কয়েকজন বিক্ষোভকারীর বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আজকের মারধরের ঘটনা। হামলার শিকার রাজীব সাংবাদিকদের বলেন, ‘চারুকলা অনুষদের ক্যানটিনে চা খেতে গেলে চারুকলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম আমাকে বের হয়ে যেতে বলে। কারণ জানতে চাইলে ছাত্রলীগের আফি আজাদের নেতৃত্বে নাজমুল, সুজন, রাইসুলসহ ৮-১০ জন নেতা-কর্মী আমার ওপর হামলা করে। চারুকলার গেটের সামনে তাঁরা সুন্দরবন রক্ষা আন্দোলনে আমার জড়িত থাকার কথা বলে মারধর করেন।’
ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাস অভিযোগ করেন, ‘বেশ কিছুদিন ধরেই ছাত্রলীগ আগের চেয়ে বেশি অসহিষ্ণু হয়ে উঠেছে। ধর্মঘট পালনের দিনও তারা আমাদের ওপর হামলা করেছে। এ ছাড়া, বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত দখলদারিত্বের চেষ্টা করে যাচ্ছে ছাত্রলীগ।’ জসীম উদ্দীন হলে মারধরের শিকার শিক্ষার্থীর নাম মো. রিফাত ইসলাম। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী। প্রথম বর্ষে পড়া ওইা শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, রাত নয়টার দিকে তাঁকে ছাত্রলীগের ‘বড় ভাইয়েরা’ ভর্তির পে-ইন-স্লিপ নিয়ে হলের ২১৫ নম্বর কক্ষে যেতে বলেন। পে-ইন-স্লিপ নিতে নিজের কক্ষে এলে তাঁর একাধিক সহপাঠী তাঁকে কর্মসূচিতে অনিয়মিত বলে গালিগালাজ করে।
এমন চলতে থাকলে হল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে মুখে ঘুষি মারে। ভয় পেয়ে রিফাত ইসলাম হল থেকে বেড়িয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে হলে ফিরলে তাঁকে আবার ২১৫ নম্বর কক্ষে ‘গেস্টরুম’ করতে ডেকে নেওয়া হয়। ‘গেস্টরুম’ ছাত্রলীগের একটি কর্মসূচি যেখানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন নিয়মকানুন শেখানো হয়। রিফাত অভিযোগ করেন, ‘গেস্টরুমে গিয়ে দেখি কয়েকজন আমার নামে বড় ভাইদের কাছে বিচার দিয়েছেন। আমি বলি, আমার পেটে কয়েক দিন আগে অস্ত্রোপচার হয়েছে। কর্মসূচিতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। তখন বড় ভাইদের নির্দেশে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রেজাউল করিম, বাংলা বিভাগের শাকিল আহম্মেদসহ কয়েকজন মিলে আমাকে মারধর করেন। একজন আমার পেটের ক্ষত স্থানের সেলাইয়ে লাথি দেয়। ঘুষি দিয়ে দাঁত ও মুখ দিয়ে রক্ত বের করে ফেলে।’ গেস্টরুমে ওই সময় সমাজকল্যাণ বিভাগের আবুল হোসেন, ভাষাবিজ্ঞানের শাওন আহমেদ, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সোহাগ আহমেদ, দর্শন বিভাগের তুহিন আহমেদ উপস্থিত ছিলেন। এঁরা সবাই হলের সাধারণ সম্পাদক শাহেদ খানের অনুসারী বলে জানা গেছে। যোগাযোগ করা হলে শাহেদ খান প্রথম আলোকে বলেন, ‘আমি হলে ছিলাম না। ঘটনা শোনার পর আমি রিফাতকে ডেকে বিষয়টির মীমাংসা করে দিয়েছি। এটা ওদের নিজেদের মধ্যে ঘটনা। রিফাতকে অন্য কক্ষে সরিয়ে নেওয়া হবে। আর যারা এমনটা ঘটিয়েছে, তাদের ডেকে সাবধান করে দিয়েছি যেন ভবিষ্যতে আর এমনটা না হয়।’
একই সময়ে জগন্নাথ হলে পূজা উদযাপন করতে গিয়ে আহত হন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাঁচ শিক্ষার্থী। আহতদের দাবি, তাঁরা লাইন ধরে ঘুরছিলেন আর নাচানাচি করছিলেন। একপর্যায়ে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাসের অনুসারীরা তাঁদের বাধা দেন ও উল্টো দিকে ফিরে যেতে বলেন। ছাত্রলীগকর্মীদের কথা না শুনে তাঁরা পাশ দিয়ে যেতে চাইলে তাঁদের মারধর করা হয়। সার্বিক বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘সবগুলো ঘটনাই আমি শুনেছি। জসীম উদ্দীন হলের ছেলেটার ব্যাপারে কী করা যায়, সেটা নিয়ে সবাইকে নিয়ে রাতে বসব। ঘটনা বিস্তারিত জেনে জড়িতদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে। আর জগন্নাথ হলের ঘটনার বিষয়ে হলের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাসসহ সাতজনকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে তালিকা পাঠানো হয়েছে। তাঁরা সিদ্ধান্ত নেবেন। আর আজ রাতের মধ্যে চারুকলার বিষয়ে সিদ্ধান্ত হবে।’ এদিকে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের বিরুদ্ধে স্ট্যাম্প দিয়ে প্রথম বর্ষের ছাত্রদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এক পক্ষের কর্মীদের মারধর করেন। এ
তে প্রথম বর্ষের অন্তত চারজন আহত হন। জিয়া হল ছাত্রলীগের একটি পক্ষের অভিযোগ, গভীর রাতে হলে গান শোনা নিয়ে পাশাপাশি দুটি গণ রুমের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় মোতাহার হোসেন তাঁর বিরোধী পক্ষের গণ রুমে ঢুকে এলোপাতাড়ি শিক্ষার্থীদের পেটান। জানতে চাইলে মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমিতে আসবেন। এর আগেই সকালে জিয়া হলের গণ রুমে দুই পক্ষ নিজেরা ঝামেলা করেছে। তিনি বলেন, ‘আমি রড দিয়ে ধাওয়া দিয়েছি। সবাইকে নিজের কক্ষে ফিরে যেতে বাধ্য করেছি। কিন্তু কাউকে মারধর করিনি।’
.................................................................................................Collected
‘ব্যবসায়ী’ আশরাফুলের নতুন ‘ব্যবসা শুরু
এবার ট্রাভেল এজেন্সির ব্যবসায় নামছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। যদিও 'ব্যবসায়ী' আশরাফুলের শুরুটা এবারই প্রথম নয়। ওয়ারীতে একটি রেস্টুরেন্ট রয়েছে তার। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক তার নতুন এই প্রতিষ্ঠানটির নাম রেখেছেন ‘অ্যাশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড’। শুক্রবার প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করা হবে। ছবি: সংগৃহীত আশরাফুলের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশরাফুল হলেও মূল ব্যবসা পরিচালনা করবেন তার বড় ভাই মুস্তাক আহমেদ। আশরাফুল নিজেও ক্রিকেটের পাশাপাশি ব্যবসার দিকেও খানিকটা মনোযোগ দেবেন । বিশেষ করে, যখন খেলা থাকবে না কিংবা যখন অবসরে যাবেন, তখন এদিকেই বেশি মনোযোগ দেবেন তিনি। জানিয়ে রাখা ভালো, ক্যারিয়ারের অন্যতম সেরা সময় তথা ২০১২ সালে নিজের প্রথম ব্যবসা প্রতিষ্ঠান তথা সিচুয়ান গার্ডেন শুরু করেন টেস্ট ক্রিকেটের এই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।............................collected
শফিউলের সঙ্গে ফিরলেন লিটনও
বিসিএলের সর্বশেষ ম্যাচে করেছেন ডাবল সেঞ্চুরি। এর আগে জাতীয় লিগের শেষ তিন ম্যাচে দুটি ফিফটিসহ ২১১ রান। ঘরোয়া দীর্ঘ পরিসরের ক্রিকেটের এই সাফল্যই আবার জাতীয় দলের দরজা খুলে দিল লিটন দাসের সামনে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের ১৫ জনের দলে আছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। দলে ফিরেছেন চোটের কারণে শেষ মুহূর্তে নিউজিল্যান্ড সফরের দলের বাইরে চলে যাওয়া পেসার শফিউল ইসলামও। মাত্রই নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলে এসেছে বাংলাদেশ দল। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হায়দরাবাদ টেস্টের দলে তাই বড় অদলবদলের সম্ভাবনা এমনিতেও ছিল না। শঙ্কা ছিল শুধু ঊরুর চোটে ভোগা ইমরুল কায়েসকে নিয়ে। শোনা যাচ্ছিল, তাঁকে দলে না নেওয়া গেলে সুযোগ হতে পারে লিটনের। তবে মিরপুরে কাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের ঘোষিত দলে আছেন দুজনই।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে থাকাদের মধ্য থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন, নুরুল হাসান ও নাজমুল হোসেন (শান্ত)। কলকাতা হয়ে হায়দরাবাদের উদ্দেশে আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। টেস্টের আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে ৫ ও ৬ ফেব্রুয়ারি একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে ৪৭ রান করে টেস্টে নিজের শুরুটা ভালোই করেছিলেন নুরুল হাসান। মুশফিকুর রহিমের পরিবর্তে উইকেটকিপিংয়েও দিয়েছেন আস্থার প্রতিদান। কিন্তু লিটন ফিরে আসায় এবং মুশফিকও আঙুলের চোট কাটিয়ে কিপিং করার মতো অবস্থায় চলে আসায় কপাল পুড়েছে তাঁর। ভারত সফরের দলে রাখা হয়নি নুরুলকে। তাঁকে ‘বেটার উইকেটকিপার’ স্বীকৃতি দিয়েই লিটনকে দলে নেওয়ার যুক্তি তুলে ধরলেন প্রধান নির্বাচক মিনহাজুল, ‘ও (লিটন) কিন্তু ইংল্যান্ড সিরিজের আগ থেকে আমাদের টেস্ট স্কোয়াডে ছিল। আর এখানে আমরা ব্যাটিংটাকে একটু বেশি প্রাধান্য দিচ্ছি।’ তিন টেস্ট খেলা লিটনের অভিষেকও হয়েছিল ভারতের বিপক্ষে। ২০১৫-এর জুনে ফতুল্লায় অভিষেক টেস্টে শুধু প্রথম ইনিংস ব্যাট করে রান করেছিলেন ৪৪। কিপিংয়ে এখনো নির্বাচকদের প্রথম পছন্দ মুশফিক। কোনো কারণে কিপিং করতে না পারলেও তাঁর ব্যাটিংটা মিস করতে চায় না বাংলাদেশ।
মিনহাজুল তো সরাসরিই বলে দিয়েছেন, ‘মুশফিকের ব্যাটিং না পেলে দল অনেক দুর্বল হয়ে যায়।’ চোট আর ফর্মের ঘাটতি মিলিয়েই মাঝখানে দল থেকে দূরে চলে যান লিটন। নির্বাচক কমিটি তাঁকে আবার কাছে টেনেছে ঘরোয়া ক্রিকেটের ওই পারফরম্যান্স দেখেই। প্রধান নির্বাচক বলছিলেন, ‘বিসিএলে একটা ডাবল সেঞ্চুরি পেয়েছে ও। আমরা চিন্তা করলাম উপমহাদেশে খেলা, সে এর আগে এই কন্ডিশনে টেস্ট খেলেছে। এ চিন্তা করেই ওকে নেওয়া হয়েছে এবং সোহানকে (নুরুল) বাইরে রাখা হয়েছে। তবে সে বিবেচনার বাইরে চলে যায়নি।’ কন্ডিশনের সঙ্গে দল নির্বাচনে প্রতিপক্ষের চেহারাটাও মাথায় রেখেছেন নির্বাচকেরা। মিনহাজুলের আশা, ‘ওরা আমাদের চেয়ে অনেক ভালো দল। তবে আমাদের খেলোয়াড়দেরও যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। ভারতে ওরা ভালো খেলবে আশা করছি।’ দলে মোস্তাফিজুর রহমান থাকবেন না, এটা জানাই ছিল। শেরেবাংলা স্টেডিয়ামে কাল দলের সঙ্গে অনুশীলন করলেও বাঁহাতি এই পেসারের নাম নেই ভারত সফরের দলে। মিনহাজুলের ভাষায় ‘স্কিল ফিটনেসে অসুবিধা’ আছে বলেই নেওয়া হয়নি মোস্তাফিজকে। আর রুবেলের বাদ পড়া ও শফিউলের ফেরার সমীকরণ অনেকটা লিটন-নুরুলের মতোই। শফিউল চোটে পড়াতেই নিউজিল্যান্ড সফরের দলে ঢুকেছিলেন রুবেল। ‘যেহেতু শফিউল ফিট আছে, ভালো আছে, সে চিন্তা করেই তাকে নেওয়া হয়েছে’—মিনহাজুলের ব্যাখ্যা। প্রস্তুতি ম্যাচের জন্য ১৫ জনের বাইরে তরুণ পেসার আবু জায়েদকেও নিয়ে যাওয়ার কথা। তবে কাল পর্যন্ত তাঁর ভিসার আবেদনই করা হয়নি।
ভারত সফরের বাংলাদেশ দল মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশিস রায়, শফিউল ইসলাম ও তাইজুল ইসলাম। দলে এসেছেন: লিটন দাস, শফিউল ইসলাম। বাদ পড়েছেন: নুরুল হাসান, রুবেল হোসেন, নাজমুল হোসেন (শান্ত)।
Wednesday, February 1, 2017
Bangla Medium
- Viquarunnisa Noon School & College
- Monipur High School
- National Ideal School
- Bir Shrestha Munshi Abdur Rouf Public College
- Mohammadpur Govt. Boys High School
- B.A.F. Shaheen School
- Holy Cross High School
- Willes Little Flower School
- Dhaka Residential Model School
- Government Laboratory High School
- Ideal School & College
- Kurmitola High School
- Jhenidah Cadet College
- Ispahani Public School,Comilla
- Cambrian School & College
- Ispahani School, Dhaka
- St. Joseph Higher Secondary School
- Tejgaon Government High School
- Monipur High School
- Comilla Zilla School
- Academia
- American International School
- Australian International School
- BAF Shaheen English Medium School
- Bangladesh International School
- Bangladesh International Tutorial
- Hurdco International School
- Aga Khan School
- Al-Arafah Islamic Int'l School
- Ecole Française Internationale de Dacca
- International School
- William Carey Academy
- Cordova international school & college
- SFX Greenherald International
- Scholastica (Pvt) Ltd
- Oxford Int'l School
- Mastermind school
- Maple Leaf International School
- Don Bosco School & College
English Medium
অনুমতি ছাড়া স্কুল-কলেজের পিকনিক অন্য জেলায় নয়
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন থেকে কোনো স্কুল বা কলেজ কর্তৃপক্ষ অন্য জেলায় পিকনিক করতে যেতে পারবে না। নিজ জেলাতেই করতে হবে। যেতে হলে আগে থেকেই জেলা প্রশাসক অথবা শিক্ষা অফিসারকে জানাতে হবে। এটি যদি কেউ না মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। যশোরের চৌগাছায় স্কুলের পিকনিকের বাস দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। আজ সোমবার দুপুর ১টার দিকে ঢামেক হাসপাতালে ঢোকেন তিনি। এরপর বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের দেখতে আসছিলাম। দুই শিক্ষার্থী অভি ও রিপা আইসিইউতে ও এক শিক্ষক সত্য কুমার নায়েক (৬০) এবং বাসচালক ইব্রাহীম (৩৫) নিউরোসার্জারিতে ভর্তি রয়েছে। আগের চেয়ে এখন তাদের অবস্থা ভালো। তিনি আরও বলেন, আপনারা জানেন সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন মারা গেছে। আহত হয়েছেন অনেকে। এটা খুবই মর্মান্তিক ঘটনা। গত ২৫ জানুয়ারি রাতে যশোর চৌগাছা থেকে দিনাজপুর স্বপ্নপুরী যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়।........................source:Kalerkontho
Education Link BD: নিজ বাড়িতে খাদিজা -চার মাস পর
Education Link BD: নিজ বাড়িতে খাদিজা -চার মাস পর: সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার বাড়ি ফিরেছেন। আজ বুধবার বেলা আড়াইটায় উড়োজাহাজে করে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁ...
নিজ বাড়িতে খাদিজা -চার মাস পর
সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার বাড়ি ফিরেছেন। আজ বুধবার বেলা আড়াইটায় উড়োজাহাজে করে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সেখান থেকে সিলেট সদর উপজেলার আউশা গ্রামে নিজ বাড়িতে যান। খাদিজার সঙ্গে তাঁর বড় ভাই শাহীন আহমদ ছিলেন। বিমানবন্দরে তাঁর বাবা মাসুক মিয়াসহ পরিবারের সদস্যরা ছিলেন। গত বছরের ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল।
ঘটনার পরপরই জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেন। সংকটাপন্ন অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর খাদিজার অবস্থার উন্নতি হলে গত ২৮ নভেম্বর তাঁকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) ভর্তি করা হয়। সেখান থেকে আজ তাঁকে সিলেট নিয়ে আসা হয়। বিমানবন্দরে খাদিজার ভাই শাহীন আহমদ সাংবাদিকদের জানান, এক সপ্তাহের জন্য তাঁকে সিলেট নিয়ে আসা হয়েছে। পরে আবারও চিকিৎসার জন্য সাভারের সিআরপিতে নিয়ে যাওয়া হবে। খাদিজার ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাটি সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন।
এ মামলার খাদিজার সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ ফেব্রুয়ারি তারিখ ধার্য রয়েছে। এ ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে খাদিজার ভাই বলেন, খাদিজার আদালতে হাজির হওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। চিকিৎসকদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। আদালত সূত্র জানায়, খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন। গত ৮ নভেম্বর আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। ১৫ নভেম্বর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।...............................source:Prothom Alo
Education Link BD: Once again Nasir Hosain is not in the squad for In...
Education Link BD: Once again Nasir Hosain is not in the squad for In...: Bangladesh Cricket Board (BCB) has announced 15-member Tigers squad for the one-off Test match against India on Wednesday. Two speedste...
Once again Nasir Hosain is not in the squad for India tour
Bangladesh Cricket Board (BCB) has announced 15-member Tigers squad for the one-off Test match against India on Wednesday. Two speedsters Mustafizur Rahman, Rubel Hossain alongside wicket-keeper batsman Nurul Hasan Sohan have been dropped from the squad for India tour. Bangladesh Test captain Mushfiqur Rahim who had been suffering finger injury and missed the last match of New Zealand series has made comeback in the squad. At the same time, other two cricketers, Imrul Kayes and Mominul Haque who were also ruled out of last match against New Zealand have been included in this squad. After smashing a double hundred in the BCL, Liton Das has finally made his way to return in the squad one more time. Tiger young speedster Shafiul Islam has also made a comeback in the squad after recovering from hamstring injury. [Read Also: Tickets of Bangladesh vs India historic Test available on online] To be noted, Tigers will fly to India on February 2 prior to this historic series. They will play a two-day warm-up match against India ‘A’ in Hyderabad on 5-6 February. After that, the long-awaited one-off historic Test match between Bangladesh and India will kick off from 9 February at Rajiv Gandhi International Cricket Stadium in Hyderabad.
Bangladesh squad of India tour: Mushfiqur Rahim (captain), Tamim Iqbal, Imrul Kayes, Liton Das, Shakib Al Hasan, Mahmudullah Riyad, , Soumya Sarkar, Sabbir Rahman, Mominul Haque, Mehedi Hasan Miraz, Taizul Islam, Subashis Roy, Shafiul Islam, Kamrul Hasan Rabbi and Taskin Ahmed.
-----------------------------------------Source bdcricteam
Private/Govt.Colleges
- Rajuk Uttara Model College
- Dhaka City College
- Dhaka College
- Viquarunnisa Noon School and College
- Holy Cross College
- Birshreshtha Munshi Abdur Rouf Public College
- Cambrian School & College
- Motijheel Ideal School & College
- Notre Dame College
- BAF Shaheen College
- Willes Little Flower School & College
- Begum Badrunnesa Girls College
- Dhaka Commerce College
- Chartered University College
- Dhaka Imperial College
- Dhaka Public College
- Dhaka Science College
- Eden Mohila College
- Education Board Laboratory College
- Govt Bangla College
- Govt Science College
- Govt Titumir College
- Habibullah Bahar College
- Ideal College
- Kobi Nazrul Govt College
- Lalmatia Mohila College
- Manarat International College
- Mirza Abbas Mohila College
- Mohammadpur Central College
- Residential Model College
- Siddheswari College
- Tejgaon College
- Trust College
- Dhaka Medical College
- Shaheed Suhrawardy Medical College
- Sir Salimullah Medical College
- Sylhet MAG Osmani Medical College
- Khulna Medical College
- Rajshahi Medical College
- Mymensingh Medical College
- Sher-E-Bangla Medical College
- Chittagong Medical College
- Comilla Medical College
- Cox's Bazar Medical College
- Rangpur Medical College
- Noakhali Medical College
- Pabna Medical College
- Jessore Medical College
- Kushtia Medical College
- Sirajganj Medical College
- Tangail Medical College
- Jamalpur Medical College
- Gazipur Medical College
- Armed Forces Medical College
- Bangabandhu Sheikh Mujib Medical University
- Government Homoeopathic Medical college
- Ibrahim Medical College
- Jahurul Islam Medical College & Hospital
- University of Asia Pacific
- University of Liberal Arts Bangladesh
- Victoria University of Bangladesh
- World University of Bangladesh
- Leading University
- Islamic University of Technology
- Asian University for Women
- Metropolitan University
- Dhaka Medical College
- Shaheed Suhrawardy Medical College
- Sir Salimullah Medical College
- Sylhet MAG Osmani Medical College
- Khulna Medical College
- Rajshahi Medical College
- Mymensingh Medical College
- Sher-E-Bangla Medical College
- Chittagong Medical College
- Comilla Medical College
- Cox's Bazar Medical College
- Rangpur Medical College
- Noakhali Medical College
- Pabna Medical College
- Jessore Medical College
- Kushtia Medical College
- Sirajganj Medical College
- Tangail Medical College
- Jamalpur Medical College
- Gazipur Medical College
- Armed Forces Medical College
- Bangabandhu Sheikh Mujib Medical University
- Government Homoeopathic Medical college
- Ibrahim Medical College
- Jahurul Islam Medical College & Hospital
- University of Asia Pacific
- University of Liberal Arts Bangladesh
- Victoria University of Bangladesh
- World University of Bangladesh
- Leading University
- Islamic University of Technology
- Asian University for Women
- Metropolitan University
Medical Colleges
Polytechnical Institutes
ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ রাসেল
টি-২০ ক্রিকেটে এক পরিচিত নাম ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। কিন্তু এ পেস বোলিং অলরাউন্ডারকে এক বছর দেখা যাবে না বাইশ গজে। টানা তিনটি ডোপ টেস্টে না থাকায় ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। নিষিদ্ধ দ্রব্য সেবন করেছেন কিনা তা যাচাইয়ের জন্য আন্দ্রে রাসেলকে ডোপ টোস্ট দিতে বলেছিলো জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন। কিন্তু বারো মাসে টানা তিনটি পরীক্ষা দেননি রাসেল। এ কারণে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির নীতিমালা অনুযায়ী ক্যারিবিয়ান এ অলরাউন্ডারের নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও এ নিষেধাজ্ঞা জারি থাকবে। রাসেলের ওপর এ নিষেধাজ্ঞার কারণে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি বিপাকে পড়তে হবে ঘরোয়া টি-২০ লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোকেও। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন দল ইসলামাবাদ ইউনাইটেডের জার্সি গায়ে খেলার কথা ছিলো রাসেলের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে নিয়মিত খেলে থাকেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে তিনি খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এবারের বিগ ব্যাশ থেকে নিজেকে প্রত্যাহার করেছেন তিনি। ২০১৬ সালের মার্চে জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন আন্দ্রে রাসেলের বিরুদ্ধে অভিযোগ তুলে। ২০১৫ সালের ১লা জানুয়ারি, ১লা জুলাই ও ২৫ শে জুলাই পরীক্ষা দেওয়ার তারিখ হলেও রাসেল একটিতেও ছিলেন না। তাকে এ ব্যাপারে জানানো হলেও টনক নড়েনি তার। প্রায় সব দেশের টি-২০ লিগেই দেখা মিলে আন্দ্রে রাসেলের। এখন পর্যন্ত ২৩২ টি টি-২০ ম্যাচ খেলেছেন এ ক্যারিবিয়ান।
......................Source>BDCRICTEAM
Subscribe to:
Comments (Atom)



















