বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিগত ১২ মাসে দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যাও ১ কোটির অধিক বেড়েছে। মঙ্গলবার বিটিআরসি প্রকাশিত জুলাই মাস পর্যন্ত মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। বিটিআরসির প্রকাশিত পরিসংখ্যান বলছে, ২০১৫ সালের জুলাই মাসের শেষ নাগাদ দেশে ইন্টারনেটের গ্রাহক সংখ্যা ছিল ৫ কোটি ৭ লক্ষ ৭ হাজার। গত বছর একই সময়ে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ৩ কোটি ৯৩ লক্ষ। সেই হিসেবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিটিআরসির হিসাব অনুসারে, চলতি বছরের জুলাই শেষ নাগাদ দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লক্ষ। একই সময়ে গত বছর ছিল ১১ কোটি ৬৮ লক্ষ। এর মধ্যে মোবাইল অপারেটর গ্রামীণফোনের গ্রাহক ৫ কোটি ৩৯ লক্ষ ও বাংলালিংকের ৩ কোটি ২৪ লক্ষ। অন্যদিকে, রবির ২ কোটি ৭৯ লক্ষ, এয়ারটেলের ৯০ লক্ষ, সিটিসেলের ১১ লক্ষ ৬১ হাজার ও রাষ্ট্রায়ত্ত টেলিটকের গ্রাহক ৪২ লক্ষ ২১ হাজার।
---------------------------primenewsbd

No comments:
Post a Comment