Thursday, September 17, 2015

ঘড়ির কারণে গ্রেপ্তার আহমেদ মোহাম্মেদকে হোয়াইট হাউজে আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ১৪ বছর বয়সী এক মুসলিম কিশোরকে স্কুলে বোমা আনার ভুল অভিযোগে পুলিশ গ্রেপ্তার করার পর তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আহমেদ মোহাম্মেদ নামের ঐ কিশোর একটি ঘড়ি তৈরি করে স্কুলে আনলে শিক্ষকরা সেটি দেখে বোমা বলে সন্দেহ করেন। এক টুইটারবার্তায় মি. ওবামা আহমেদের ঘড়িটিকে ‘দারুণ’ হিসেবে উল্লেখ করে বলেন, তার মতো আরো বেশি শিশু-কিশোরদের বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠা উচিত। টেক্সাস সময় সোমবার সকালে নিজের বানানো একটি ডিজিটাল ঘড়ি নিয়ে স্কুলে উপস্থিত হয় আহমেদ মোহাম্মেদ। তবে তার শিক্ষকরা ঐ যন্ত্রটি দেখার পর উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সেটিকে একটি বোমা মনে করে পুলিশে খবর দেয়। এর কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদের জন্য হাতে হাতকড়া পরিয়ে পুলিশ তাকে স্কুল থেকে নিয়ে যায়। যুক্তরাষ্ট্রে মুসলিম অধিকার নিয়ে কাজ করে এমন একটি সংগঠন বলছে, আহমেদ মোহাম্মদ মুসলিম হবার কারণেই তার সাথে এমন আচরণ করা হয়েছে। পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হলেও তার গ্রেপ্তারের কড়া সমালোচনা চলছে এবং অনেকেই তার প্রতি সমর্থন জানাচ্ছেন। এরই মধ্যে তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। "আমি এক শিক্ষককে দেখানোর জন্য আমার ঘড়িটি নিয়ে স্কুলে গিয়েছিলাম। কিন্তু পরে পুলিশ আসে এবং আমাকে গ্রেপ্তার করে। ওরা আমাকে বলেছিল যে, আমি নাকি একটি নকল বোমা বানানোর অপরাধ করেছি।” এক সংবাদ সম্মেলনে বলেন আহমেদ মোহাম্মেদ। আহমেদের বাবা মোহাম্মেদ এলহাসান এসেছেন সুদান থেকে। তিনি অভিযোগ করেন, নামের কারণেই তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে #IstandwithAhmed লিখে নাসার বিজ্ঞানীসহ অনেকেই আহমেদের প্রতি সমর্থন জানিয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রেসিডেন্ট ওবামা ছাড়াও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও তাকে ফেসবুক সদর দপ্তরে আমন্ত্রণ জানিয়েছেন।

Friday, September 11, 2015

মাস্টার্স শেষ পর্ব (প্রাইভেট) রেজিস্ট্রেশন ৯ সেপ্টেম্বর শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের (প্রাইভেট) রেজিস্ট্রেশন কাল (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। এই রেজিস্ট্রেশন চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার ওই তথ্য জানানো হয়েছে।

Wednesday, September 9, 2015

মাস্টার্স শেষ পর্ব রেজিস্ট্রেশন শুরু ৯ সেপ্টেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব প্রাইভেট রেজিস্ট্রেশন আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর তা চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info/mf) থেকে জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়।

Monday, September 7, 2015

ভারতে বৃহত্তম হোটেল নেটওয়ার্ক বানাচ্ছেন একুশ বছরের রিতেশ

এক রাতে দিল্লীর একটি ভবনে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকতে ব্যর্থ হয় আঠারো বছরের রিতেশ আগরওয়াল। ছোট্ট এই অঘটনটি তার জীবনই বদলে দেয়। ওই রাতে একটি হোটেলে থাকতে বাধ্য হয় সে এবং এমন অভিজ্ঞতার মুখে পড়ে যে অভিজ্ঞতা এর আগেও ভারতের বিভিন্ন হোটেলে থাকতে গিয়ে হয়েছে তার। 'অভ্যর্থনাকারীকে দেখি ঘুমিয়ে আছে। রুমের সকেটগুলো কাজ করছে না। তোষক ছেড়া। বাথরুমের কল থেকে পানি পড়ছে। আর সবশেষে দেখলাম তারা ক্রেডিট কার্ড নিচ্ছে না। আমি ভাবলাম, এগুলোতে যদি আমার সমস্যা হয় তাহলে অন্যদেরও সমস্যা হচ্ছে। ভারতে কেন অল্প খরচে ভাল হোটেল পাওয়া যাবে না'? বলছিলেন মি. আগরওয়াল। চার বছর পর মি. আগরওয়ালের বয়স যখন একুশ তখন তিনি অয়ো রুমস নামের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। এটি ৩৫টি শহরজুড়ে এক হাজার হোটেলের একটি নেটওয়ার্ক যার মাসিক আয় ৩৫ লাখ ডলার। এই প্রতিষ্ঠানটি মূলত: ছোটছোট নামগোত্রহীন হোটেলগুলোর সেবামান উন্নত করে, কর্মীদের প্রশিক্ষণ দেয় এবং অয়ো'র নাম ব্যবহার করতে দেয় এবং বদলে অয়ো রুমস ওই হোটেলটির আয়ের অংশীদার হয়। ব্যবসার অংশ হিসেবে মি. আগরওয়াল একটি অ্যাপ তৈরি করেছেন যেটি ব্যবহার করে অতিথিরা হোটেলের কামরা বরাদ্দ নিতে পারবেন, হোটেলে যাবার পথ নির্দেশনা পাবেন এবং হোটেলে পৌঁছে রুম সার্ভিসের মতো সেবাগুলোও এই অ্যাপের মাধ্যমে পাবেন। রিতেশ আগরওয়ালের এখন ইচ্ছে বিদেশেও তার এই সেবা পৌঁছে দেয়া।

গৃহকর্মী নির্যাতন : ক্রিকেটার শাহাদাত বাড়ি থেকে পালিয়েছেন!

হ্যাপি নামের ১১ বছর বয়সি এক শিশুকে উদ্ধার করেছে মিরপুর ২ নম্বরের স্থানীয় বাসিন্দারা। শিশুটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন। চোখ ফোলা। শিশুটির অভিযোগ, সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় গৃহকর্মী ছিল। শাহাদাত ও তার স্ত্রী তার ওপর নির্যাতন করেছে। এ ঘটনায় মিরপুর থানার ওসি মাহবুব হোসেন জানান, ‘ক্রিকেটার শাহাদাত রোববার দুপুরের দিকে থানায় এসে কাজের মেয়ে নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করেছেন। এর কয়েক ঘণ্টা পর ওই গৃহকর্মী উদ্ধার হলে, ওই গৃহকর্মী পুলিশের কাছে অভিযোগ করেন শাহাদাত হোসেন ও তার স্ত্রী তার উপর নির্যাতন চালাতেন ‘। ওসি আরও জানান, এ ঘটনার পর শাহাদতের মিরপুরের বাসায় পুলিশ গেলে তাকে সেখানে পাওয়া যায়নি, সে বাসা থেকে পালিয়েছে। তিনি আরও জানান, রাতে শাহাদাতের বাসায় আবারও অভিযান চালানো হবে। পুলিশ সূত্রে আরও জানা যায়, হ্যাপিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ওসি মাহবুব হোসেন আরো জানান, এ বিষয়ে একটি মামলা করার প্রস্তুতি চলছে, শাহাদাতকে গ্রেপ্তারে অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে। এ ব্যাপারে শাহাদাত হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। সুত্র : প্রিয়.কম 

Sunday, September 6, 2015

পরীক্ষা ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি প্রক্রিয়া ১ অক্টোবর থেকে শুরু হবে। পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়,ভর্তি শিক্ষার্থীদের ক্লাস ১ ডিসেম্বর থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য শিক্ষার্থীদর ভর্তি নির্দশিকা ও ওয়েব সাইট-এর মাধ্যমে যথাসময়ে জানানা হবে।

বুয়েট যেখানে সেরা- প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্রে এবং দ্বিতীয় পর্যায়ে যুক্তরাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে এল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি দল। তারা অর্জন করল ‘বেস্ট এডুকেশনাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ এবং এক হাজার ডলার প্রাইজমানি।

আবারও প্রমাণ মিলল বাংলাদেশের তরুণেরা সুযোগ পেলে বিশ্বের সামনে তুলে ধরতে পারেন নিজেদের মেধা, সঙ্গী হতে পারেন দেশের গৌরবের। প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় পর্যায়ে যুক্তরাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎকৌশল বিভাগের শিক্ষার্থীদের একটি দল। ‘আইইইই ইন্টারন্যাশনাল ফিউচার এনার্জি চ্যালেঞ্জ (আইএফইসি)-২০১৫’ শীর্ষক প্রতিযোগিতায় চীন, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ৩০টি দলকে পেছনে ফেলে বুয়েটের এই দলটি জিতে নিল ‘বেস্ট এডুকেশনাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ এবং এক হাজার ডলার প্রাইজমানি। বুয়েট দলের সদস্যরা হলেন জাহিন মুস্তাকিন, রিফাত কায়সার, হাসান মনির, তারিকুল ইসলাম, সৈয়দ ইমাম হাসান, রাফিউল আমিন, অনিক চৌধুরী, সৈয়দ আসহাব উদ্দীন, আবুল আল আরাবি, খালেদ বিন মইনুদ্দীন, রাকিবুল ইসলাম চৌধুরী ও শরিফুল ইসলাম ফয়সাল। বরাবরের মতো এবারও আইএফইসি ২০১৫ সালের আয়োজক ছিল ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইই), পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি। কয়েকটি ধাপে আয়োজিত এবারের প্রতিযোগিতার প্রথম ধাপ সম্পন্ন হয় যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লোটে। আর দ্বিতীয় ধাপ সম্পন্ন হয় যুক্তরাজ্যের দক্ষিণ ইয়র্কশায়ারের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে। দলের প্রতিনিধি হিসেবে জাহিন মুস্তাকিন ও রিফাত কায়সার অংশ নেন যুক্তরাষ্ট্রে এবং জাহিন মুস্তাকিন অংশ নেন যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্বে। বুয়েটের এই দলটিই পেয়েছে আইএফইসি ‘বেস্ট এডুকেশনাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’আগস্টের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরলে বুয়েট ক্যাম্পাসে কথা হয় জাহিন মুস্তাকিন ও দলের অন্য সদস্যদের সঙ্গে। জাহিনের কাছে আমরা প্রশ্ন রাখি, কী ছিল সেই উদ্ভাবন, যার জন্য অর্জিত হলো এই গৌরব? উত্তরে জাহিন বলেন, ‘আমরা একটা ইনভার্টার তৈরি করেছি, যা একই সঙ্গে গ্রিড থেকে শুধু ব্যাটারি চার্জই করে না বরং ব্যাটারি থেকে শক্তি গ্রিডেও সরবরাহ করে। এ জন্যই এটাকে আমরা বলছি, “সিঙ্ক্রোনভার্টার”, যেটা অনেকটা সিঙ্ক্রোনাস জেনারেটরের মতো কাজ করে। এই ইনভার্টার ডিজাইনের জন্যই আমরা পেয়েছি পুরস্কারটি।’ যোগ করেন রিফাত কায়সার, ‘পৃথিবীব্যাপী নবায়নযোগ্য শক্তি এবং এর কার্যকর ব্যবহার নিয়ে অনেক কাজ হচ্ছে। কিন্তু আমাদের দেশে এ ধরনের উদ্যোগ সীমিত। প্রতিযোগিতার জন্য আমরা তাই এমন একটা যন্ত্র বানাতে উদ্যোগী হই, যা কিনা একই সঙ্গে বিদ্যুৎ সংরক্ষণ করবে এবং প্রয়োজনের সময় সরবরাহ করবে।’ জাহিন মুস্তাকিন জানান, ‘প্রতি দুই বছর অন্তর আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো উইন্ড টারবাইনের মতো পরিবর্তনশীল উৎস থেকে স্থিতিশীল শক্তি সরবরাহ করার জন্য একধরনের ইনভার্টার ডিজাইন করা, যা মূলত অধিক শক্তি উৎপাদনের সময় উদ্ধৃত শক্তি সঞ্চয় করে রাখবে এবং উৎপাদনের ঘাটতির সময় তা সরবরাহ করবে, যেন পাওয়ার গ্রিডে সব সময় সুষম শক্তির সরবরাহ নিশ্চিত হয়।’ দলের অন্যতম সদস্য হাসান মনির বলেন, ‘বর্তমানে বাংলাদেশের বৈদ্যুতিক সমস্যার কারণে প্রায় সব বাসাতেই ইনভার্টার ব্যবহার করা হয়। যেখানে বাজারে প্রচলিত সাধারণ ৫০০ ওয়াটের ইনভার্টারগুলোর খরচ পড়ে ৩০ হাজার টাকার বেশি, সেখানে আমাদের তৈরি ইনভার্টারে খরচ হবে অর্ধেকের মতো। সম্পূর্ণ প্রকল্পটি বাণিজ্যিকভাবে চালু করা সম্ভব হলে খরচ আরও কমে আসবে।’
-----------------------------Source: Prothom Alo

Thursday, September 3, 2015

বিসিএস-এ সেরা ফেনীর ছেলে কাশেম

বাংলাদেশ সিভিল সার্ভিস’র (বিসিএস) মেধা তালিকায় প্রথম হয়েছেন সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামের এম ওয়ালিদ বিন কাশেম। সম্প্রতি প্রকাশিত ৩৪তম বিসিএস’র শ্রেষ্ট স্থান দখল করা কাশেম প্রিলিমিনারি পরীক্ষায় পাসই করতে পারেননি। মতিঝিল সরকারি বয়েজ হাইস্কুল থেকে ২০০৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন ওয়ালিদ। ২০০৫ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এ প্লাসের স্বপ্ন ভঙ্গ হয় তার। এইচএসসিতে জিপিএ-৪.৭০ পান ওয়ালিদ বিন কাশেম। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছে থকলেও সুযোগ হয়নি। পরে তাই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আহসানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিনুয়েবল এনার্জি বিভাগে মাস্টার্সে ভর্তি হন। সেখান থেকেই বৃত্তি পেয়ে উড়াল দেন জাপানে। ৩৪তম বিসিএসের মৌখিক (ভাইভা) পরীক্ষা তিনি জাপান থেকেই এসে দিয়ে গেছেন। বাবা মো. আবুল কাশেম। তিনি ছিলেন প্রশাসনে বিসিএস ক্যাডার। বর্তমানে অবসর জীবন যাপন করছেন। ওয়ালিদের বড় আপা বাংলাদেশ মেডিকেল কলেজ ও হসপিটালের সহকারী অধ্যাপক, ছোট আপা ব্যাংকার। মা জোসনেয়ারা কাশেম গৃহিণী। সার্ক এর নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ দলের সদস্য হিসেবেও কাজ করেছেন ওয়ালিদ। তিনি বিয়ে করেছেন ২০১২ সালে। ২ মাস কম দুই বছর বয়সী সাবিরা বিনদে ওয়ালিদ নামে ফুটফুটে মেয়েও আছে তার। ওয়ালিদ বিন কাশেম বলেন, আমি মোটেও মেধাবী নই, একটিভ। আমি সব সময় সব বিষয়ে একটিভ ছিলাম। ধৈর্য্য এবং প্রাকটিসই আমার সাফল্যের চাবিকাঠি। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু প্রথম হয়ে যাবো, এমনটা ভাবিনি, এটা অবিশ্বাস্য। বলতে পারেন আমি ভাগ্যবান।

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে

বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিগত ১২ মাসে দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যাও ১ কোটির অধিক বেড়েছে। মঙ্গলবার বিটিআরসি প্রকাশিত জুলাই মাস পর্যন্ত মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। বিটিআরসির প্রকাশিত পরিসংখ্যান বলছে, ২০১৫ সালের জুলাই মাসের শেষ নাগাদ দেশে ইন্টারনেটের গ্রাহক সংখ্যা ছিল ৫ কোটি ৭ লক্ষ ৭ হাজার। গত বছর একই সময়ে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ৩ কোটি ৯৩ লক্ষ। সেই হিসেবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিটিআরসির হিসাব অনুসারে, চলতি বছরের জুলাই শেষ নাগাদ দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লক্ষ। একই সময়ে গত বছর ছিল ১১ কোটি ৬৮ লক্ষ। এর মধ্যে মোবাইল অপারেটর গ্রামীণফোনের গ্রাহক ৫ কোটি ৩৯ লক্ষ ও বাংলালিংকের ৩ কোটি ২৪ লক্ষ। অন্যদিকে, রবির ২ কোটি ৭৯ লক্ষ, এয়ারটেলের ৯০ লক্ষ, সিটিসেলের ১১ লক্ষ ৬১ হাজার ও রাষ্ট্রায়ত্ত টেলিটকের গ্রাহক ৪২ লক্ষ ২১ হাজার। 
---------------------------primenewsbd

Wednesday, September 2, 2015

Mashrafe to receive honourary police post

Captain Courageous of Bangladesh Mashrafe Mortaza will receive a ‘honourary post’ in Bangladesh police very soon, as the law enforcing authorities decided to honor his World Cup’s heroics in Australia and New Zealand. After taking into account of his recent performance in World Cup 2015 where he led the Tigers to the quarterfinals for the first time ever, police authorities of the country have taken the decision to honor him. S M Moniruzzaman, the Deputy Inspector General (DIG) of police of Khulna range, recently revealed to the media that the steps were underway in this regard to offer an honorary post of Bangladesh Police to the cricket hero. He, however, did not clarify what post will be given to the cricket boss. In the meantime, Mashrafe Bin Mortaza, the leader of Bangladesh cricket, however, reportedly agreed to receive the honorary post as well. According to sources, captain of Bangladesh T20 and ODI team Mashrafe Mortaza and India’s ex skipper Mahendra Singh Dhoni had something in common in their childhood. In their school-boy’s dreams, they both wanted to be an active member of the armed forces, a daring and dashing hero in uniform!

----------------------The Bangladesh Today

মাদ্রাসায় বিজ্ঞান প্রযুক্তি বিষয় পড়ানো হবে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসাগুলোতে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির বিষয়গুলোও পড়ানো হবে। যেন এখান থেকে ডিগ্রিধারীরা বিজ্ঞ আলেম হওয়ার পাশাপাশি দক্ষ প্রযুক্তিবিদও হতে পারেন। আজ রোববার ঢাকার ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, আলেম সমাজের শত বছরের দাবির পরিপ্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ইসলামের তথাকথিত ধারক বাহক পাকিস্তানি শাসকেরা তাদের দুই যুগের শাসনামলে আলেম সমাজের এই যৌক্তিক দাবির প্রতি সম্মান দেখায়নি। এমনকি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইসলাম চলে যাবে বলে দেশের যেসব রাজনৈতিক দল অপপ্রচার চালায়, তারাও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেনি। শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মুনিরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এ এম বাহাউদ্দীন, মহাসচিব শাব্বির আহামদ মোমতাজী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলালউদ্দিন, এ এস মাহমুদ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম সাইফুল্লাহ আলোচনায় অংশ নেন।
-----------------Prothom Alo

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১ অক্টোবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১ অক্টোবর থেকে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ নভেম্বর। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টেলিটক প্রিপেইড সংযোগ থেকে এসএমএসর মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রসঙ্গত, ২৭ নভেম্বর ২০১৫ শুক্রবার ‘খ’ ও ‘গ’ ইউনিট এবং ২৮ নভেম্বর শনিবার ‘ঘ’ ও ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংশ্লিষ্ট যাবতীয় তথ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (barisaluniv.edu.bd) থেকে জানা যাবে। ---------------------------ঢাকাটাইমস