Saturday, July 4, 2015

গ্রহের মর্যাদা ফিরে পাবে প্লুটো?

Education Link BD: গ্রহের মর্যাদা ফিরে পাবে প্লুটো?: গ্রহ হিসেবে মর্যাদা হারানো প্লুটোর ভাগ্য খুলতে পারে। গ্রহের ‘সম্মান’ ফিরতে পারে প্লুটোর। দুই দশক পরে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ...

গ্রহের মর্যাদা ফিরে পাবে প্লুটো?

গ্রহ হিসেবে মর্যাদা হারানো প্লুটোর ভাগ্য খুলতে পারে। গ্রহের ‘সম্মান’ ফিরতে পারে প্লুটোর। দুই দশক পরে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পাঠানো নিউ হরাইজন্স ১৪ জুলাই প্লুটোর কাছে পৌঁছাচ্ছে। গবেষকেরা আশা করছেন, শিগগিরই প্লুটো গ্রহের মর্যাদা পাওয়ার যোগ্য কিনা— এক দশকের বেশি সময় ধরে চলা এ বিতর্কের অবসান হবে। ২০০৫ সালে বিজ্ঞানী মাইক ব্রাউনের নেতৃত্বে একদল গবেষক গ্রহ হিসেবে প্লুটোর মর্যাদা কেড়ে নেন। কারণ ওই সময় একদল গবেষক প্লুটোর চেয়ে বড় একটি বরফাবৃত বস্তুর সন্ধান পান। তাঁরা এর নাম দেন এরিস। এরিসও সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে। গবেষকেরা দাবি করেন, প্লুটোকে যদি গ্রহের মর্যাদা দেওয়া হয় তবে এরিসকেও দিতে হবে। তা না হলে প্লুটোর গ্রহের মর্যাদা কেড়ে নিতে হবে। গবেষকেরা এরিসকে বামন গ্রহ হিসেবে মর্যাদা দিলে প্লুটোও তার মর্যাদা হারায়। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের (আইএইউ) গবেষকেদের ঘোষণা করা গ্রহের অফিশিয়াল সংজ্ঞার শর্ত পূরণ হয়নি প্লুটোর। এআইইউয়ের গ্রহের সংজ্ঞার পার্ট সিতে বলা হয়েছে, গ্রহ হবে মহাকাশীয় বস্তু যা এর চারপাশের কক্ষপথের প্রতিবেশীদের দূর করতে পেরেছে। জ্যোতির্বিদেরা বলেন, এই শর্ত অনুযায়ী এরিস প্লুটোর কক্ষপথে প্রতিবেশী হিসেবে আছে। আবার এরিসের দিক থেকে প্লুটোও তাই। প্লুটোকে কী আবার গ্রহ বলা যাবে? এ প্রসঙ্গে নাসার সাবেক বিজ্ঞানী ফিল মেটগার বলেন, ‘প্লুটোকে গ্রহ বলতে এখনো কোনো বাধা নেই। প্লানেটারি সায়েন্স কমিউনিটি প্লুটোকে কখনো গ্রহের বাইরে কিছু বলেনি। প্লুটোর যা বৈশিষ্ট্য তাকে গ্রহ বলে মর্যাদা দেওয়াই যায়। বিজ্ঞানী ফিল আরও বলেন, এভাবেই বিজ্ঞানের অগ্রগতি হতে থাকে। এক সময় মানুষ একটি সত্য জানে এবং তা মেনে নিতে বাধ্য হয়। প্লুটোর নতুন আবিষ্কার নিয়ে নানা জল্পনা কল্পনা করছেন বিজ্ঞানীরা। নিউ হরাইজন্স তাঁদের সামনে প্লুটো রহস্যের বা আমাদের সৌরজগতের মধ্যে এলিয়েন রহস্যের সমাধান আনবে বলেই আশা করছেন তাঁরা। (ফিউশন, ওয়াশিংটন পোস্ট, স্পেস ডটকম)

বাংলাদেশ -এ IT উপর scholarship পেতে যেখানে যেখানে আপনাকে apply করতে হবে জানতে visit করুনঃ Education Link BD

Thursday, July 2, 2015

প্রযুক্তির খেলায় মেতে উঠল ৪০ বিদ্যালয়ের শিক্ষার্থীরা


গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতা গতকাল রোববার নাটোর, নেত্রকোনা ও বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রযুক্তির খেলায় মেতে উঠেছিল এই তিন জেলার ৪০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম আলোর সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো খবর:
আই-জেননাটোর: গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সকাল সাড়ে আটটার মধ্যেই প্রতিযোগীরা হাজির হয় শহরের একটি চায়নিজ রেস্তোরাঁয়। সঙ্গে আসেন তাদের শিক্ষক ও অভিভাবকেরাও। ১৫টি স্কুলের ১২৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। তিন পর্বে মেধা যাচাইয়ের পর সেরা স্কুল নির্বাচিত হয় নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ের নয়জন প্রতিযোগীর মধ্যে শোয়াইব আহম্মেদ, ইমতিয়াজ ইসলাম, মুহতা মিম উজ্জামান, সাদমান সাকিব ও আবু সাঈদ আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। শোয়াইব আহম্মেদ সর্বোচ্চ ২১ নম্বর পেয়ে প্রথম হয়।
নেত্রকোনা: শহরের নাগড়া এলাকার আয়েশা কমিউনিটি সেন্টারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থী এমসিকিউ পরীক্ষা, গেম জোন ও দলীয় উপস্থাপনায় অংশ নেয়। এতে দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা স্কুল নির্বাচিত হয় নেত্রকোনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ ছাড়া ওই স্কুল থেকে নির্বাচিত হয় পাঁচজন শিক্ষার্থী। তারা হলো ফাতিমা জাহান তৃপ্তি, চিত্রা পাল, শুভ্রা বিশ্বাস তিথি, নুসরাত জাহান শিখামণি ও সাদিয়া ইসলাম। পরে চ্যাম্পিয়ন দলের হাতে আই-জেন ইয়েস কার্ড তুলে দেন অনুষ্ঠানের বিচারক শিক্ষাবিদ মতীন্দ্র সরকার ও নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা।
বান্দরবান: শহরতলির পর্যটন মোটেল মিলনায়তনে সকাল আটটা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সমবেত হয়। নয়টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নয়টি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। বান্দরবান সরকারি মহিলা কলেজের কম্পিউটার বিভাগের শিক্ষিকা ফারজানা ও বন্ধুসভার দুজন বিচারক ছিলেন। প্রতিযোগিতায় আল-ফারুক ইনস্টিটিউট প্রথম ও বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দ্বিতীয় হয়।
আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। আই-জেনে জেলা পর্যায়ে অংশ নিচ্ছে এক হাজার স্কুল দল। প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে বিদ্যালয়ের বিজয়ী দলগুলো অংশ নিচ্ছে।

To get more educational info

Wednesday, July 1, 2015

বাংলাদেশ ক্রিকেটারদের যার যত বেতন

গেলো বছরের নানা রকম ব্যর্থতার কারণে বাংলাদেশ ক্রিকেটারদের বেতন বাড়েনি এখনো পর্যন্ত। নতুন বছরে বেতন না বাড়লেও বিসিবির চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বাড়ছে। ২০১৪ সালে চুক্তিকৃত খেলোয়াড়ের সংখ্যা ছিল ১২। কিন্তু এবার তা বাড়িয়ে করা হচ্ছে ১৪ জন করা হয়েছে। চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার আবদুর রাজ্জাক, রবিউল ইসলাম ও সোহাগ গাজী। নতুন ঢুকছেন অভিজ্ঞ ইমরুল কায়েস ও শফিউল ইসলাম। তরুণদের মধ্যে থেকে স্পিনার তাইজুল ইসলাম, পেসার আল আমিন ও স্পিনার আরাফাত সানি। যাদের মধ্যে তাইজুল,আল আমিন ও আরাফাত সানী বেতন পাবেন ‘ডি’ক্যাটাগরিতে। ‘ডি’ক্যাটাগরিতে খেলোয়াড়দের বেতন ৬০ হাজার টাকা। ইমরুল, রুবেল হোসেন, নাসির হোসেন ও শফিউল পাবেন ‘বি’ক্যাটাগরিতে বেতন ১ লাখ ২০ হাজার টাকা। তবে মুমিনুল হক আর এনামুল হক বিজয়ের উত্তরণ ঘটবে ‘সি’শ্রেণীতে। ‘সি’ ক্যাটাগরিতে বেতন ৯০ হাজার টাকা। রাজ্জাক বাদ পড়ায় ‘এ’শ্রেণীতে থাকবেন শুধু মাহমুদউল্লাহ যেখানে বেতন ১ লাখ ৭০ হাজার টাকা বিসিবির প্রথম ‘এ+’ক্যাটাগরিতে থাকবেন আগের চার ক্রিকেটারই। তারা হলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ওয়ানডে সহ-অধিনায়ক সাকিব আল হাসান, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও টেস্ট সহ-অধিনায়ক তামিম ইকবাল। তারা পাবেন ২ লাখ টাকা বেতন। এছাড়া দলের দায়িত্ব ভাতা হিসেবে অধিনায়ক পান বাড়তি ২০ হাজার টাকা এবং সহ-অধিনায়ক পান ১০ হাজার টাকা করে। নতুন বছরেও ক্রিকেটারদের চুক্তির শ্রেণী বিন্যাস একই থাকছে বলে মনে করা হচ্ছে। তবে এসব বিষয় নিয়ে আরও বিস্তর আলোচনা হবে। বোর্ডের সভায় বেশ কিছু এজেন্ডা রয়েছে। আর ক্রিকেটারদের বেতন বাড়বে কি বাড়বে না, সে বিষয়েও বোর্ড সভায় আলোচনা হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

Education Link BD
a student information portal