Saturday, March 28, 2015

Education Link BD: নকিয়া ১১০০ এন্ড্রয়েড হিসেবে বাজারে আসছে !!

Education Link BD: নকিয়া ১১০০ এন্ড্রয়েড হিসেবে বাজারে আসছে !!: নকিয়া ১১০০ এন্ড্রয়েড হিসেবে বাজারে আসছে !! জনপ্রিয় ফিচার ফোন নকিয়া ১১০০ এবার নতুন স্মার্টফোনরূপে বাজারে আসছে। গুগলের অ্যান্ড্রয়েড...

নকিয়া ১১০০ এন্ড্রয়েড হিসেবে বাজারে আসছে !!




জনপ্রিয় ফিচার ফোন নকিয়া ১১০০ এবার নতুন স্মার্টফোনরূপে বাজারে আসছে। গুগলের অ্যান্ড্রয়েড ৫.০ বা ললিপপ অপারেটিং সিস্টেম থাকবে ফোনটিতে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, জনপ্রিয় ১১০০ মডেল নাম দিয়ে একটি স্মার্টফোন বাজারে আনছে নকিয়া, যাতে কোয়াড কোর প্রসেসর থাকবে আর থাকবে ললিপপ অপারেটিং সিস্টেম। সম্প্রতি নকিয়া ১১০০ মডেলের ফোনটি বেঞ্চমার্ক তালিকায় দেখা গেছে। নকিয়া পাওয়ার ইউজার নামের একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিকবেঞ্চ ব্রাউজার বেঞ্চমার্কের ফলাফলে এই মডেলটির তথ্য পেয়েছে। এই ফোনটিতে ৫১২ মেগাবাইটের র‌্যাম ও মিডিয়াটেকের প্রসেসর (এমটি৬৫৮২) যুক্ত রয়েছে। ২০১৬ সাল নাগাদ এই ফোনটি বাজারে আনতে পারে নকিয়া। বর্তমানে নকিয়ার মোবাইল ফোন বিভাগটি মাইক্রোসফটের অধীনে। টেক জায়ান্ট মাইক্রোসফট ফিনল্যান্ডের নকিয়ার কাছ থেকে গত বছরে মোবাইল ফোন বিভাগ অধিগ্রহণ করে। চুক্তি অনুযায়ী ২০১৬ সালের আগ পর্যন্ত কোনো স্মার্টফোন ব্র্যান্ড বাজারে আনতে পারবে না নকিয়া। গতবছর নকিয়া মাইক্রোসফটের আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে নকিয়া এন ওয়ান ট্যাবলেট তৈরি করে। নকিয়া একে ‘প্রথম নকিয়া ব্র্যান্ডেড অ্যান্ড্রয়েড ট্যাবলেট’ দাবি করে। চলতি বছরের প্রথম প্রান্তিকে নকিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফক্সকন এটাকে চীনের বাজারে ছাড়ে। নকিয়া ১১০০ বাজারে আসে২০০৩ সালে। বিশ্বে ২৫০ মিলিয়নের বেশি মানুষ ফোনটি ব্যবহার করে। নকিয়ার দাবি, এটাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফোন।
Source:ICT News
প্রিয়জন কে তার জন্মদিনে আপনার উপহার দিতে visit করুন ...

Friday, March 27, 2015

আপনার ফেসবুকে পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করতে পারেন যারা

আপনার ফেসবুকে পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করতে পারেন যারা:-




আপনি কি জানেন যে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়াই কয়েকজন মানুষ প্রবেশ করতে পারেন। ফেসবুকের কয়েকজন কর্মকর্তার এ অধিকার রয়েছে। তবে কাস্টমার সাপোর্ট সেট-আপ দেওয়ার জন্যেই এ ব্যবস্থা রাখা হয়েছে। যদি কোনো কর্মকর্তা এর অপব্যবহার করেন, তবে সঙ্গে সঙ্গেই তার চাকরি যাবে। ভেঞ্চার বিট এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। আরো বলা হয়, ফেসবুক ব্যবহারকারীদের নানা সেবা দিতে কয়েকজন কর্মকর্তা পাসওয়ার্ড ছাড়াই সরাসরি যেকোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। খুব কঠিন নিরাপত্তার মাঝে এ কাজ করা হয়। যারা এর দায়িত্বের রয়েছেন, নিরাপত্তার সঙ্গে যাবতীয় কাজ করা তাদের চাকরির দায়িত্বের মধ্যে পড়ে। তবে তারা কি করছেন, তা পর্যবেক্ষণ করা হয়। ফেসবুকের এক মুখপাত্র জানান, অ্যাকাউন্টের সন্দেহজনক আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুই ভাগে কাজ ভাগ করে নেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে এই পদ্ধতি সম্পর্কে রিপোর্ট জমা পড়ে। নিরাপত্তা ব্যবস্থাপনার পুরোপুরি স্বাধীন দুটো দল এই রিপোর্ট পর্যবেক্ষণ করে। অপব্যবহারের ক্ষেত্রে কঠিন ব্যবস্থা গ্রহণের ব্যবস্থাও রাখা হয়েছে। তবে যেহেতু কারো অ্যাকাউন্টে কেউ না কেউ প্রবেশ করতে পারছেন, কাজেই তার গোপনীয়তা কতখানি গোপন থাকলো, সে প্রশ্নটা থেকেই যায়।
 সূত্র : হিন্দুস্তান টাইমস


প্রিয়জন কে তার জন্মদিনে আপনার উপহার দিতে visit করুন ...


দেশের বাহিরে উচচশিক্ষার জন্য যারা আগ্রহী তাদের প্রয়োজনীয় তথ্য পেতে visit করুনঃ





Education Link BD: আউটসোর্সিং কর্মশালার আয়োজন করছে জবসবিডি.কম

Education Link BD: আউটসোর্সিং কর্মশালার আয়োজন করছে জবসবিডি.কম: আউটসোর্সিং কর্মশালার আয়োজন করছে জবসবিডি.কম: ইন্টারনেট ব্যবহার করে আয় রোজগারের উপায় নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে জবপোর্টাল...

আউটসোর্সিং কর্মশালার আয়োজন করছে জবসবিডি.কম

আউটসোর্সিং কর্মশালার আয়োজন করছে জবসবিডি.কম:




ইন্টারনেট ব্যবহার করে আয় রোজগারের উপায় নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে জবপোর্টাল জবসবিডি.কম। কাজ পাওয়ার নিশ্চিত পদ্ধতি, কি ধরনের কাজ পাওয়া সম্ভব সহ আউটসোর্সিং এর নানা বিষয় শেখানো হবে কর্মশালায়। এছাড়া ঘরে বসে দৈনিক ৪ থেকে ৫ ঘন্টা কাজ করে একজন আউটসোর্সার তার দক্ষতা আর অভিজ্ঞতা অনুযায়ী প্রতি মাসে আয় করতে পারে তা নিয়ে আলোচনা করা হবে। কর্মশালায় মূল বক্তা হিসেবে থাকবেন দেশের আউটসোর্সিং খাতের জনপ্রিয় ব্যাক্তিত্ব আইসিটি কনসালটেন্ট গোলাম কিবরিয়া। গুগল অ্যাডসেন্স, ওডেস্ক, লেজিটিমেট, স্ক্যাম ফ্রি অনলাইন মানি আর্নিং সিস্টেম, ডেটা এ্যান্ট্রি, আর্টিক্যাল রাইটিং, বিডিং, ব্যাংক অ্যান্ড ওয়্যার ট্রান্সফারসহ আরও অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে কর্মশালায়। কম্পিউটার মৌলিক ধারনা সম্পন্ন যেকেউ কর্মশালায় অংশ নিতে পারবে। অংশগ্রহণে ইচ্ছুকরা ১৫০০টাকা দিয়ে নিবন্ধনের সুযোগ পাচ্ছে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। আগামি ১৪ ও ১৫ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মিলনায়তনে অনুষ্ঠিত হবে উক্ত কর্মশালা।
Source: ICT News

প্রিয়জন কে তার জন্মদিনে আপনার উপহার দিতে visit করুন ...

Education Link BD: ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দিতে ইল্যান্স-ওডেস্ক ও ...

Education Link BD: ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দিতে ইল্যান্স-ওডেস্ক ও ...: ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দিতে ইল্যান্স-ওডেস্ক ও এডুমেকার এর চুক্তি ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেয়ার লক্ষ্য নিয়ে এক হয়ে কাজ করার ...

Education Link BD: Education In Bangladesh: Free E-book Download

Education Link BD: Education In Bangladesh: Free E-book Download: Education In Bangladesh: Free E-book Download : C lick on Download & get free E-book of the following subjects: ‪‎ Graphics   Design ‪...

ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দিতে ইল্যান্স-ওডেস্ক ও এডুমেকার এর চুক্তি

ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দিতে ইল্যান্স-ওডেস্ক ও এডুমেকার এর চুক্তি



ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেয়ার লক্ষ্য নিয়ে এক হয়ে কাজ করার ক্ষেত্রে সমঝোতা চুক্তি করেছে ইল্যান্স-ওডেস্ক ও এডুমেকার। চুক্তির আওতায় আউটসোসিং মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সারদের আরও দক্ষ করার নানামূখী কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠান দুটি।
ফ্রিল্যান্সারদের সরাসরি প্রশিক্ষণ দিতে বাংলাদেশে অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্স-ওডেস্কের এমন কার্যক্রম অন্যতম। আর এজন্য এডুমেকারকে সবচেয়ে প্রফেশনাল এবং কার্যকর প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার রাজধানীর পান্থপথস্থ এডুমেকার কার্যালয়ে এক অনুষ্ঠানে ইল্যান্স-ওডেস্কের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান এবং এডুমেকারের কো-অর্ডিনেটর ফারাহ নিশাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সাইদুর মামুন খান জানান, আমাদের দেশে প্রতিদিন প্রচুর মানুষ ফ্রিল্যান্স ক্যারিয়ারে যুক্ত হলেও অনেকেই কমিউনিকেশন স্কিলের জন্য পিছিয়ে যাচ্ছে। আবার অনেকে সফলভাবে কাজ করলেও উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে গিয়ে টিম ম্যানেজমেন্ট, লিডারশিপ ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতার অভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে।
এডুমেকার ও ইল্যান্স-ওডেস্ক এই জায়গাটির ডেভেলপমেন্টে একসাথে কাজ করবে বলে জানান তিনি।
সাইদুর বলেন, ‘আমরা ফ্রিল্যান্সারদের সফট স্কিলে আরও দক্ষ করার জন্য খুব শীঘ্রই বেশ কিছু ফ্রি সেমিনার এবং ওয়ার্কশপের মতো কার্যক্রম পরিচালনা করবো। যার মাধ্যমে আমরা দেশের ফ্রিল্যান্সারদের আরও উন্নত অবস্থানে যাওয়ার বিষয়ে সহায়তা করতে পারবো।’
ফারাহ নিশাত বলেন, ‘আউটসোর্সিংয়ে সফলতা পেতে করণীয় বিষয়গুলো হাতে কলমে শেখাবে এডুমেকার। ইল্যান্স-ওডেস্কের মাধ্যমে এখানে সবচেয়ে সেরা ও সঠিক প্রশিক্ষণই পাবেন ফ্রিল্যান্সাররা।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেভসটিমের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন কবির, এডুমেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী।
Source:ICT News

প্রিয়জন কে তার জন্মদিনে আপনার উপহার দিতে visit করুন ...

Education In Bangladesh: Free E-book Download

Education In Bangladesh: Free E-book Download: C lick on Download & get free E-book of the following subjects: ‪‎ Graphics   Design ‪ Web   Design Web  Development ‪ NCTB Down...

Free E-book Download

Click on Download & get free E-book of the following subjects:
‪‎Graphics Design
Web Design
Web  Development
NCTB



Download


Education In Bangladesh: রাশিয়া সরকারের শিক্ষাবৃত্তি

Education In Bangladesh: রাশিয়া সরকারের শিক্ষাবৃত্তি: রাশিয়া সরকারের শিক্ষাবৃত্তি: বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে উচ্চশিক্ষার জন্য আবেদন আহ্বান করেছে রুশ সরকার। পূর্ণকালীন শিক্ষাবৃত্তিসহ ...

রাশিয়া সরকারের শিক্ষাবৃত্তি


বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে উচ্চশিক্ষার জন্য আবেদন আহ্বান করেছে রুশ সরকার। পূর্ণকালীন শিক্ষাবৃত্তিসহ রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ ২০১৫। বৃত্তি ও বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে: রুশ সাংস্কৃতিক কেন্দ্র, ৪২, ভাষা সৈনিক এম এ মতিন সড়ক, ধানমন্ডি, ঢাকা। মুঠোফোন: ০১৮১৭২৯৪৫৯৫



Education In Bangladesh: আউটসোর্সিং

Education In Bangladesh: আউটসোর্সিং: ও ডেস্কে যেসব প্রশ্নের উত্তর দিতে হয়: অনলাইনে আউটসোর্সিংয়ের কাজ দেওয়ার-নেওয়ার জনপ্রিয় ওয়েবসাইটে অনেক সময় কাজদাতাদের কাছে স্প্যাম ও কপি-পে...

তিন মাসেই অন্য সাব্বির

Education In Bangladesh: তিন মাসেই অন্য সাব্বির: সাব্বির মাস তিনেক আগেও তো জানতেন না বিশ্বকাপে খেলবেন...’, মুঠোফোনে এটুকু বলার পরই থামিয়ে দিলেন সাব্বির রহমান, ‘দাঁড়ান, দাঁড়ান, আমি আর...

তিন মাসেই অন্য সাব্বির

মাস তিনেক আগেও তো জানতেন না বিশ্বকাপে খেলবেন...’, মুঠোফোনে এটুকু বলার পরই থামিয়ে দিলেন সাব্বির রহমান, ‘দাঁড়ান, দাঁড়ান, আমি আরেকটু আগে থেকে বলি...।’ তিন মাস নয়, সাব্বির শুরু করলেন তারও দু-এক মাস পেছনে গিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে গত নভেম্বর-ডিসেম্বরের হোম সিরিজ থেকেই যে একটু একটু করে বদলে যেতে থাকে জীবনের রং! কাল রাজশাহী থেকে বলছিলেন, ‘বিশ্বকাপ কেন, আমি তো এটাও জানতাম না যে জিম্বাবুয়ে সিরিজে খেলব। সেখানে ভালো খেলে বিশ্বকাপের দলে সুযোগ পাব। পাঁচ-ছয় মাস আগেও আমার চিন্তায় জাতীয় দল, আন্তর্জাতিক ক্রিকেট ছিল না।’ তবে জীবনের মোড়টা যে বিশ্বকাপই ঘুরিয়ে দিয়েছে, মানছেন সেটাও, ‘এটা ঠিক, গত তিন মাসেই জীবনটা বেশি বদলে গেছে।’ জাতীয় দলের অন্য ক্রিকেটারদের মতো সাব্বিরকেও এই উপলব্ধি দিয়েছে বিশ্বকাপ। সুদূর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের গ্যালারিতে লাল-সবুজের ঢেউ প্রাণে জাগিয়েছে দেশাত্মবোধের স্পন্দন। বড় মঞ্চে ভালো খেলা আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে অনেক। এনে দিয়েছে খ্যাতি। সাব্বিরের কাছে এসবই ‘নতুন অভিজ্ঞতা’। এমন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন দেশে এসেও। ২২ মার্চ দেশে ফিরে ওই রাতেই বিমানবন্দর থেকে রওনা হন রাজশাহীর উদ্দেশে। নাটোর পর্যন্ত সঙ্গী সতীর্থ তাইজুল ইসলাম। বাহন কিনা অ্যাম্বুলেন্স! অবরোধের মধ্যে যেন নাশকতার শিকার না হতে হয় সে জন্যই ওই ‘ছদ্মবেশ’। তাইজুলকে নাটোরে ছেড়ে ভোর চারটার দিকে রাজশাহীর বালিয়াপুকুর এলাকার বাড়িতে পৌঁছায় সাব্বিরের অ্যাম্বুলেন্স। চমক অপেক্ষা করছিল সেখানে। পরিবারের সদস্যরা তো ছিলেনই, ভিড় লেগে ছিল পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদেরও। ‘বিশ্বকাপ-নায়ক’কে বরণ করে নিতে ভোররাত পর্যন্ত সবাই অপেক্ষায়। সেই থেকে জীবনটা যেন কাটছে ঘোরের মধ্যে। সাব্বিরই বলছিলেন, ‘যেখানেই যাচ্ছি, সবাই জেঁকে ধরছে। অনেক দূর থেকেও ছোট ছোট বাচ্চারা বাসায় চলে আসছে আমার সঙ্গে দেখা করতে, অটোগ্রাফ নিতে। তাদের ভালোবাসাই সবচেয়ে বড় পাওয়া।’ এ তো গেল অপরিচিত ভক্তদের কথা। নানা রকম দাবি মেটাতে হচ্ছে কাছের মানুষদেরও, ‘সবাই খুবই খুশি। আমি যা-ই খেলেছি, বাংলাদেশ দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে, এটাই তাদের কাছে বড়। সেলিব্রেট করতে বন্ধুদের খাওয়াতেও হচ্ছে।’ উল্টো দিক থেকে পাচ্ছেন সাব্বিরও। পরশু রাজশাহীর জিরো পয়েন্টে যেমন সাংসদ ফজলে হোসেন বাদশার উদ্যোগে হয়ে গেল বিশাল সংবর্ধনা। সাব্বির জানালেন, ‘১০-১২ হাজারের মতো লোক হয়েছিল। বড় বড় মানুষ ছিলেন। সবাই খুব ভালো ভালো কথা বললেন। জীবনে প্রথম সংবর্ধনা পেলাম।’ প্রথম, তবে শেষ নয়। দু-চার দিনের মধ্যে রাজশাহীতে নাকি তাঁর আরও কয়েকটা সংবর্ধনা হবে। দেশে ফিরে যে শুধু অটোগ্রাফ দিচ্ছেন আর সংবর্ধনা নিচ্ছেন, তা নয়। সাব্বির এর মধ্যে খেলে ফেলেছেন একটি ম্যাচও! গত মঙ্গলবার রাজশাহী ক্রিকেট লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ ছিল টাউন ক্লাব আর প্রভাতী সংঘের মধ্যে। অনেকের অনুরোধে এই ম্যাচে টাউন ক্লাবের হয়ে খেলেন সাব্বির, ধরে রাখেন বিশ্বকাপের পারফরম্যান্সের ধারাবাহিকতা। ব্যাট হাতে অপরাজিত ১৩৩ রান, শিরোপা জিতেছে সাব্বিরের দলই। ওই ম্যাচের আগে সাব্বির সংবর্ধনা পান টাউন ক্লাবের পক্ষ থেকেও। তবে তাঁর কাছে এসব সংবর্ধনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বাবা মোস্তাফিজুর রহমানের তৃপ্তি। বাবার আশা ছিল ক্রিকেটার ছেলেকে একদিন বিশ্বকাপে খেলতে দেখবেন। ‘আব্বুর ইচ্ছাটা পূরণ হয়েছে। বিশ্বকাপে আমার যেটুকুই অর্জন সেটা আমি তাঁকেই উৎসর্গ করেছি’—ছেলের কণ্ঠে আবেগ। তা বাড়ি ফেরার পর কী কথা হলো বাপ-ছেলেতে? আশ্চর্য, বিশ্বকাপে পরিস্থিতির দাবি মেটাতে যে সাব্বিরের ব্যাট পরিণত হতো ধারালো তলোয়ারে, সহজ-সরল এই প্রশ্নে সেই সাব্বিরই কিনা কুঁকড়ে গেলেন! কেন? সাব্বিরের মুখ থেকেই শুনুন, ‘আব্বুকে আমি খুব ভয় পাই। ওনার সঙ্গে ওভাবে কথা বলি না। আব্বু যে আমার খেলা দেখে খুশি হয়েছেন সেটা আম্মার কাছে শুনেছি। বিশ্বকাপে আমরা ম্যাচ জেতার পর অনেকেই নাকি আব্বুর কাছ থেকে এটা-ওটা উপহার নিয়ে গেছে।’ জীবনের কত গল্পই বদলায়, বদলায় না ঘরের কোণের একান্ত গল্পগুলো। বিশ্বকাপ সাব্বিরের জীবনের রং বদলে দিলেও বাবার সঙ্গে তাঁর যুগল ছবিটা আছে আগের মতোই।

আউটসোর্সিং

ডেস্কে যেসব প্রশ্নের উত্তর দিতে হয়:
অনলাইনে আউটসোর্সিংয়ের কাজ দেওয়ার-নেওয়ার জনপ্রিয় ওয়েবসাইটে অনেক সময় কাজদাতাদের কাছে স্প্যাম ও কপি-পেস্ট করা কভার লেটার চলে যায়। এগুলোর হাত থেকে বাঁচতে এবং মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) দক্ষতা যাচাই করতে কাজ দেওয়ার সময় কিছু প্রশ্ন রেখে দেওয়ার ব্যবস্থা আছে। প্রশ্নগুলোর উত্তর দেখেই কাজদাতা বা ক্লায়েন্ট বুঝতে পারে কাজটি কারা করতে পারবে। নতুন ফ্রিল্যান্সাররা অনেক সময় প্রশ্নগুলো বুঝতে পারেন না। তাই তাঁরা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারেন না, ফলে কাজ পান না। ওডেস্ক জব পোস্টে সাধারণত যে ধরনের প্রশ্ন থাকে—
 ১. প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য আপনার কোনো সাজেশন আছে কি?
 ২. এই কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো ওডেস্ক টেস্ট কি দিয়েছেন এবং সেগুলোতে কি ভালো করেছেন? 
৩. এই কাজের কোন অংশটুকু আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হচ্ছে?
 ৪. ঠিক এ রকম কোনো প্রজেক্টে কি আগে কাজ করার অভিজ্ঞতা আছে, যদি থাকে তবে কেন কাজটি করেছিলেন? 
৫. প্রজেক্টের কোন অংশটি সম্পন্ন করতে সবচেয়ে বেশি সময় লাগবে বলে আপনার মনে হয়? 
৬. এই প্রজেক্ট নিয়ে কোনো প্রশ্ন আছে কি? এখানে এমন কোনো প্রশ্ন নেই যা সহজে বোঝা যায় না। যারা কাজটি ভালোভাবে বুঝবেন এবং করতে পারবেন তাঁরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। যাঁরা কাজটি ভালোভাবে বুঝতে পারেননি বা করতে পারবেন না তাঁরা হয়তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন না। তাই আপনার যদি কাজ জানা থাকে তাহলে কভার লেটার লিখতে এবং কাজ পেতে কোনো সমস্যা হবে না।


এবার আকাশ ছোঁয়ার স্বপ্ন

ধ্রুপদী পুরাণে ‘অ্যাকুইলা’ হচ্ছে জুপিটার দেবতার বজ্রবাহী ইগল। বর্তমানে সামাজিক যোগাযোগের সেবাদাতা প্রতিষ্ঠান ফেসবুক ‘অ্যাকুইলা’ নামটিকে তাদের ইন্টারনেট ড্রোন প্রকল্পের কোড নাম হিসেবে বেছে নিয়েছে। এই ড্রোনের মাধ্যমে বিশ্বের ৫০০ কোটি মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছে ফেসবুক কর্তৃপক্ষ। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ইংরেজি ‘ভি’ আকৃতির মানববিহীন এই যানটির পাখার দৈর্ঘ্য বোয়িং ৭৬৭-এর সমান। এর ওজন ছোট একটি গাড়ির সমান। এই চালকবিহীন বিমানের সাহায্যেই ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছাতে চাইছে ফেসবুক। সৌরশক্তিচালিত এই যানটি আকাশে ওড়ার সময় ইন্টারনেট বিম ছাড়বে। একই সঙ্গে এক হাজারের বেশি ড্রোন আকাশে ছেড়ে একটি নেটওয়ার্ক তৈরিরও পরিকল্পনা রয়েছে ফেসবুকের।
ইতিমধ্যে প্রযুক্তি জগতের বড় বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইন্টারনেটের বাজারে দখল নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। গুগল ইতিমধ্যে বেলুনের মাধ্যমে আকাশ থেকে ইন্টারনেট সেবা, দ্রুতগতির ফাইবার নেটওয়ার্ক স্থাপন করতে কাজ করছে। আমাজন ডেটা সেন্টার, পণ্য পৌঁছে দেওয়ার ড্রোন প্রভৃতি নিয়ে কাজ শুরু করেছে। ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠান পিছিয়ে থাকবে কেন? অন্য প্রযুক্তিপ্রতিষ্ঠানের মতো নতুন কিছু করে দেখানোর চাপ ছিল ফেসবুকের ওপর। তাই সরাসরি কোনো পণ্য বা সেবার বদলে আরও উচ্চাভিলাষী প্রকল্প গ্রহণ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ফেসবুক, গুগল, আমাজনের গৃহীত এই ধারণাগুলো মধ্যে যেকোনো একটি সফল হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক এড লাজোস্কা বলেন, ‘ফেসবুক, গুগল, আমাজন সম্পূর্ণ নতুন জিনিস নিয়ে কাজ করছে যা মানুষের জীবন পাল্টে দিতে পারে। হিউলেট-প্যাকার্ড (এইচপি) বা আইবিএমের মতো প্রতিষ্ঠানও আছে কিন্তু তারা এত বড় প্রকল্প নিয়ে ভাবছে না।’
সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত একটি সম্মেলনে মার্ক জাকারবার্গ তাঁর প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা কথা তুলে ধরেন। ফেসবুক কীভাবে অন্য প্রতিষ্ঠানগুলোকে মেসেঞ্জারের কোড খুলে দিচ্ছে সে বিষয়ে ব্যাখ্যা দেন। মোবাইল কম্পিউটিংয়ের ক্ষেত্রে তাঁর এই পদক্ষেপ কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সে বিষয়ে কথা বলেন তিনি। মানুষের মধ্যে ফেসবুকের প্রভাব বাড়াতে ভবিষ্যতে ইন্টারনেট ড্রোন, ভারচুয়াল রিয়েলিটিযুক্ত চশমা, কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্র তৈরি করবে ফেসবুক সে তথ্যও জানান তিনি।
সম্মেলনে ফেসবুকের মোবাইল মেসেজিং অ্যাপ যেভাবে ৫০ টিরও বেশি অ্যাপ সমর্থন করবে সে তথ্য জানান তিনি। জাকারবার্গ ডেভেলপারদের উদ্দেশ্যে বলেন, ‘এতদিন আমরা কেবল মেসেঞ্জারের সব ফিচার নিজেরাই তৈরি করে মেসেঞ্জারকে উন্নত করতে কাজ করেছি। এখন আমরা এই প্ল্যাটফর্ম উন্মুক্ত করার মাধ্যমে অ্যাপ নির্মাতাদের সৃজনশীলতাকে তুলে আনতে চাই।
ফেসবুকের ড্রোন
আরও পড়ুন:
গত বছরে অ্যাসেন্টা নামের একটি প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করেছিল ফেসবুক। ওই প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের নিয়ে তৈরি হয়েছে ফেসবুকে ড্রোন টিম। এই টিমটি সৌরশক্তিচালিত ড্রোন তৈরি করবে যা একটানা তিন মাস আকাশ থেকে (৬০ হাজার থেকে ৯০ হাজার ফুট) দ্রুত গতির লেজার বিম নিক্ষেপ করে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা দিতে পারবে। এ বছরেই এই ড্রোনের পরীক্ষা চালানো হবে। তবে, বাণিজ্যিক ভিত্তিতে এই ড্রোন চালু করতে আরও কয়েক বছর লেগে যাবে।
ফেসবুক কানেকটিভিটি ল্যাবের প্রধান ইয়েল ম্যাগুয়ার বলেন ‘আমরা বিশ্বের প্রতিটি মানুষকে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিতে চাই। আমরা কী এমন একটি জায়গায় যেতে পারব যেখানে বিশ্বের সব মানুষ একই সময়ে একই বার্তা পাবে? আমি সেই দিনটির অপেক্ষায় আছি। সেই দিনটি পেতে হয়তো অনেক দূরের পথ পাড়ি দিতে হবে।’


Source:P.Alo

ICC Cricket World Cup-2015

ICC Cricket World Cup 2015
Live on http://adf.ly/1Br8JB


Education In Bangladesh: Famous Schools in Bangladesh(Bangla & English medi...

Education In Bangladesh: Famous Schools in Bangladesh(Bangla & English medi...: দেশের সেরা ইংলিশ ও বাংলা medium স্কুল এর অফিসিয়াল website পেতে visit করুনঃ

Famous Schools in Bangladesh(Bangla & English medium)


Education In Bangladesh: বাংলাদেশ -এ IT উপরscholarship পেতে যেখানে যেখানে আ...

Education In Bangladesh: বাংলাদেশ -এ IT উপরscholarship পেতে যেখানে যেখানে আ...: বাংলাদেশ -এ IT উপরscholarship পেতে যেখানে যেখানে আপনাকে apply করতে হবে জানতে visit করুনঃ
দেশের নামকরা কলেজ/ মেডিকেল কলেজ এবং পলিটেকনিক্্যাল Institute সংক্রান্ত সকল information জানতে  visit 

বাংলাদেশের  সরকারিএবং বেসরকারি university সংক্রান্ত সকল  information পেতেvisit করুনঃ


বাংলাদেশ -এ IT উপরscholarship পেতে যেখানে যেখানে আপনাকে apply করতে হবে জানতে visit করুনঃ