Tuesday, January 31, 2017

রাজ্জাকের ৯০০ উইকেট


ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটাকে ডাবল সেঞ্চুরি বানাতে পারলেন না বিসিবি উত্তরাঞ্চলের ব্যাটসম্যান। ১৭৬ রান নিয়ে দিন শুরু করা নাঈম আউট হয়ে যান আর মাত্র ৯ রান যোগ করেই। নাঈম পারেননি, তবে তাঁকে বোল্ড করেই তিন সংস্করণের স্বীকৃত ক্রিকেট মিলিয়ে ৯০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের আবদুর রাজ্জাক। রাজ্জাক এর আগে কাল প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫০তম উইকেটটি পান তাইজুল ইসলামকে আউট করে। দুই মাইলফলকেই বাংলাদেশের প্রথম বোলার রাজ্জাক। সিলেটে তৃতীয় দিনেও শেষ হয়নি দুই দলের প্রথম ইনিংস। তবে বগুড়ায় তিন দিনের মধ্যেই জিতে গেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ওয়ালটন মধ্যাঞ্চলকে ৯ উইকেটে হারিয়েছে লিটন দাসদের দল। পূর্বাঞ্চলকে মাত্র ৫৬ রানের লক্ষ্য দিতে পারে দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে অলআউট মধ্যাঞ্চল। শুধু লিটনের উইকেট হারিয়ে ১৩.৪ ওভারেই লক্ষ্যটা পেরিয়ে যায় পূর্বাঞ্চল। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান এবার করেছেন মাত্র ৬ রান। তাঁর আগেই অবশ্য প্রথম শ্রেণিতে ৩ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন ৩৭তম ম্যাচ খেলা লিটন। সিলেটে নাঈম আউট হতেই ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল। ৯ উইকেট হারিয়ে দলটি তখন দাঁড়িয়ে ৪৯২ রানে। ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রাজ্জাক। কম যাচ্ছে না দক্ষিণাঞ্চলও। ৮০ ওভারে ৪ উইকেট হারিয়েই ২৯৪ রান তুলে ফেলেছে দলটি। সেঞ্চুরি পেয়ে গেছেন ওপেনার ফজলে রাব্বী। প্রথম শ্রেণিতে পঞ্চম সেঞ্চুরি করে ১২১ রানে অপরাজিত বরিশালের এই ব্যাটসম্যান। তাঁর ২১৩ বলের ইনিংসে চার ১৪টি, ছক্কা ২টি। শাহরিয়ার নাফীসের সঙ্গে রাব্বীরউদ্বোধনী জুটিতে আসে ৮০ রান। এরপর তুষার ইমরানকে নিয়ে তৃতীয় উইকেটে ৮৪, চতুর্থ উইকেটে মোহাম্মদ মিঠুনকে নিয়ে ৫৫ ও অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে মোসাদ্দেকেরসঙ্গে ৪৭ রান যোগ করেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস থেকে ১২ রান পেছনে থাকা রাব্বী। ৩৮ বলে ৩৪ রান করে অপরাজিত আছেন মোসাদ্দেক।
সংক্ষিপ্ত স্কোর মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল,
বগুড়া মধ্যাঞ্চল: ২২৪ ও ৭৭.৫ ওভারে ১৯৮ (শামসুর ৫১, মার্শাল ৩৫, রকিবুল ৩০, তানভীর ২৭*; সাকলাইন ৩/৩৯, হাসান ৩/৪২, ইবাদত ২/৪০, জায়েদ ২/৪৮)। পূর্বাঞ্চল: ৩৬৭ ও ১৩.৪ ওভারে ৫৭/১ (জাকির ৩৩*, মারুফ ১৪*; শামসুর ১/১৬)।

ফল: পূর্বাঞ্চল ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: লিটন দাস। উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল, সিলেট উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৮৯.৩ ওভারে ৪৯২/৯ ডি. (নাঈম ১৮৫, জহুরুল ৬৫, সোহরাওয়ার্দী ৫৭, ফরহাদ হোসেন ৪৩, আরিফুল ৪৩, নাসির ৩৯; রাজ্জাক ৫/১৮৫, সোহাগ ২/১০৫)। দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৮০ ওভারে ২৯৪/৪ (ফজলে রাব্বী ১২১*, তুষার ৪৭, শাহরিয়ার ৪২, মোসাদ্দেক ৩৪*, মিঠুন ৩০; তাইজুল ৩/৮১)।

মায়ের হাতে আঁকা বই দিয়ে স্কুলজীবন শুরু: সোলায়মান সুখন


আমাকে স্কুলে ভর্তি করলেও বইয়ের সংকট থাকায় মা নিজের হাতে এঁকে এঁকে তৈরি করেন প্রথম শ্রেণী শিক্ষার্থীর আমার বাংলা বই। মায়ের হাতে আঁকা বই নিয়ে স্কুলে গিয়ে বিপাকে পড়ে গেলাম। কারণ সহপাঠিরা ছাপার বই বাদ দিয়ে আমার মায়ের হাতে আঁকা বই নিয়েই বেশি ব্যস্ত ছিলো।’ সম্প্রতি প্রিয়.কমের সাথে আলাপকালে এভাবেই নিজের শিক্ষাজীবন শুরুর গল্প বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয় ব্যক্তিত্ব সোলায়মান সুখন। বয়স ৩৫ এর কোঠা পার হলেও চলনে বলনে কথাবার্তায় এখনো তরুণ সোলাইমান সুখন। ফেসবুকে নানা ধরনের অনুপ্রেরণামূলক স্ট্যাটাস, ছবি ও ভিডিওর পোষ্ট করার কারণে ইতিমধ্যেই তরুণদের কাছে জনপ্রিয়তার শীর্ষে আছেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি নিয়ম মেনে ফেসবুকে স্ট্যাটাস, ছবি ও ভিডিও পোষ্ট করি। আমার পোষ্টে লাইক দিলে আমি হয়তো বিখ্যাত করছে কিন্তু যারা লাইক দিচ্ছেন তারা যদি আমার লেখাগুলো বা আমি কী বোঝাতে চেয়েছি তা বুঝে নেন, নিয়মগুলো মেনে চলেন তাহলে তারাও নিজেদের জীবন পরিবর্তন করে উন্নতি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি।’ শুধুমাত্র ভার্চুয়াল জগতে নয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবগুলোর আমন্ত্রণে প্রেরণাদায়ী বক্তৃতা দিয়ে থাকেন সোলায়মান। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে নিজের জীবনের প্রত্যক্ষ ঘটনাগুলো শেয়ার করেন তিনি। তরুণদের মাঝে অনুপ্রেরণা জোগান, তাদের এগিয়ে চলতে শক্ত ও সামর্থ্যবান হওয়ার প্রেরণা দিয়ে থাকেন সোলায়মান সুখন। পরিবার পুরোনাম খন্দকার মোহাম্মদ সোলায়মান। ডাক নাম সুখন। ১৯৮০ সালের ২০ ফেব্রুয়ারি যশোর সেনানিবাসে জন্মগ্রহণ করেন সোলায়মান। সাবেক সেনা সদস্য বাবা আব্দুল ওয়াদুদ এবং অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মা সামসুন নাহার খন্দকারের ৩ ছেলে দুই মেয়ের মধ্যে তিনি মেঝো। বড় বোন সোহেলী পারভীন গৃহিণী, সেঝো ভাই খন্দকার রায়হান ডাইমেনসন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহকারি ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। আরেক বোন খন্দকার চামেলী পারভীন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি-বারিয়া সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছোট ভাই ওসমান ইমন বিজ্ঞাপন নির্মাতা। গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা স্ত্রী সায়রা বেগম ও স্ট্যান্ডার্ড ওয়ানে পড়ুয়া মেয়ে নাজলা ওয়াফাকে নিয়েই সোলায়মান সুখনের পরিবার। শিক্ষাজীবন বাবার চাকরিসূত্রে কোথাও থিতু হতে পারেননি সোলায়মান। জালালাবাদ সেনা নিবাস উচ্চ বিদ্যালয়ে শুরু হয় তার শিক্ষা জীবন। ১৯৯৫ সালে মুসলিম মডার্ন একাডেমি থেকে মাধ্যমিক এবং ১৯৯৭ সালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ২০০০ সালে বাংলাদেশ নেভাল একাডেমি থেকে কমিশন প্রাপ্ত হন ও ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।-----------------Source,,,,,,,,Priyo.com

Follow us on Facebook

২০০ হলো না নাঈমের



প্রথম শ্রেণির ক্যারিয়ারের সর্বোচ্চ রানটা পেয়ে গিয়েছিলেন কালই। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিপক্ষে তাঁর অপরাজিত ১৭৬ রানের ইনিংস দ্বিশতকের স্বপ্ন দেখাচ্ছিল নাঈম ইসলামকে। কিন্তু নাঈম পারেননি। পরেননি প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম দ্বিশতকের কীর্তি গড়তে। বাঁ হাতি স্পিনার আবদুর রাজ্জাকের বলে বোল্ড হয়ে তাঁর স্বপ্নের ইতি ঘটল। আউট হওয়ার আগে দ্বিতীয় দিনের সংগ্রহের সঙ্গে যোগ করতে পেরেছেন মাত্র ৯ রান। ডাবল সেঞ্চুরিটি না পেলেও তাঁর ব্যাটে ভর করে রানের পাহাড় গড়েছে উত্তরাঞ্চল। ৯ উইকেটে ৪৯২ রান করে ইনিংস ঘোষণা করে তারা। নাঈমের ১৮৫ রানের পাশাপাশি জহুরুল ইসলাম করেছেন ৬৫। পুরোদস্তুর ব্যাটসম্যান হয়ে ওঠা সোহরাওয়ার্দী শুভর ব্যাট থেকে এসেছে ৫৭। ৪৩ করেছেন দুজন—ফরহাদ হোসেন ও আরিফুল হক। ৩৯ রানে রাজ্জাকের বলেই আউট হয়েছেন নাসির হোসেন। ৮ টেস্টের বেশি খেলা হয়নি নাঈমের। ৩২ গড়ে তাঁর রান ৪১৬। একটি করে সেঞ্চুরি ও একটি ফিফটি আছে তাঁর সাফল্যের তালিকায়। ২০১২ সালের নভেম্বরে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন সর্বশেষ টেস্টটি। মজার ব্যাপার হচ্ছে ২০১২ সালের নভেম্বরেই, নির্দিষ্ট করে বললে একই সিরিজেই ঢাকায় ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি পেয়েছিলেন নাঈম। ১০৯ প্রথম শ্রেণির ম্যাচে তাঁর রান ৬ হাজার ৪শ ৪০ রান। সেঞ্চুরি আছে ১৮টি। ফিফটি ২৯টি। ৩৯.৫৮ গড়টাও কিন্তু বলে দিচ্ছে ডাবল সেঞ্চুরিটা তাঁর প্রাপ্যই ছিল। দুর্ভাগ্য নাঈমের।

Source------Prothom Alo

Monday, January 30, 2017


Public Universities


ইন্টারনেট ছাড়াই মোবাইলে যে গেম খেলবেন





সাবওয়ে সারফারস: টেম্পল রানের মতোই সাবওয়ে সারফার দৌড়ানোর গেম। অ্যান্ড্রয়েডে সবচেয়ে ডাউনলোড হওয়া গেমগুলোর একটি। পুলিশের তাড়া খেয়ে দৌড়াতে হয় এতে। যেকোনো সময় পুলিশ ধরে ফেলতে পারে। পুলিশকে পেছনে ফেলে দৌড়ানোর সময় কয়েন সংগ্রহের পাশাপাশি জেটপ্যাকস ও উপহার সংগ্রহ করা যায়।







অ্যাসফল্ট ৮ এয়ারবোর্ন: এ গেমটি ছাড়া অফলাইন মোবাইল গেমের কোনো তালিকা পূর্ণ হওয়ার নয়। অ্যান্ড্রয়েডে অন্যতম সেরা রেসিং গেম এটি। এতে চারটি নিয়ন্ত্রণ অপশন থাকে। অবশ্য গেমটি খেলতে মোবাইলে স্টোরেজ বেশি থাকা দরকার।

স্পেস অ্যাপস নেক্সট জেন জয়ী চার প্রকল্প



স্পেস অ্যাপস নেক্সট জেন প্রতিযোগিতার চারটি ভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে গতকাল শনিবার। ৩৬ ঘণ্টার আন্তর্জাতিক এই হ্যাকাথনে বিজয়ী প্রকল্পগুলো হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের ‘সার্চ বট’, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ‘ফ্লোটিং সিটি’, রেসিডেনসিয়াল মডেল কলেজের ‘অক্সোমাস্ক’ ও ফেনী সেন্ট্রাল হাই স্কুলের ‘ইকো ফ্রেন্ডলি সোর্স অব ইলেকট্রিসিটি এনার্জি’। স্পেস অ্যাপস নেক্সট জেন হচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার ওপেন ডেটানির্ভর ৩৬ ঘণ্টার একটি হ্যাকাথন। এটি পরিচালনায় সহায়তা করে নাসার সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ‘সেকেন্ড মিউজ’। তিনটি ভিন্ন বিভাগে (১ম-৪র্থ শ্রেণি, ৫ম-৮ম শ্রেণি, ৯ম, দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন করা হয়। জয়ী প্রতিটি দল পরবর্তী সময়ে পাঁচটি দেশে আয়োজিত হ্যাকাথনের বিজয়ীদের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ পাবে। চূড়ান্ত বিজয়ীরা সেকেন্ড মিউজের ওয়াশিংটন ডিসির প্রধান কার্যালয় থেকে সনদ ও পুরস্কার পাবে। বাংলাদেশে স্পেস অ্যাপস নেক্সট জেনের আয়োজক সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও বাংলাদেশ ইনোভেশন ফোরাম। ৩৫টি প্রকল্প নিয়ে চূড়ান্ত হ্যাকাথন অনুষ্ঠিত হয়। রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় স্পেস অ্যাপস নেক্সট জেন। এর আগে বিশ্বের পাঁচটি দেশ আন্তর্জাতিক এই হ্যাকাথনের আয়োজন করেছে। চলতি বছরের অক্টোবর নাগাদ আবার অনুষ্ঠিত হবে এই হ্যাকাথন।

Source:ProthomAlo

Follow us on: Facebook

Education Link BD: কানাডার কুইবেকে মসজিদে গুলিতে নিহত ৫

Education Link BD: কানাডার কুইবেকে মসজিদে গুলিতে নিহত ৫: কানাডার কুইবেক সিটি মসজিদে মাগরিবের নামাজের সময় বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার মসজিদ কর্তৃপক্ষ সাংবাদ...

কানাডার কুইবেকে মসজিদে গুলিতে নিহত ৫

কানাডার কুইবেক সিটি মসজিদে মাগরিবের নামাজের সময় বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার মসজিদ কর্তৃপক্ষ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে। এর আগে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কিউবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারের ভেতরে থাকা অন্তত ৪০ জন মানুষের ওপর তিনজন বন্দুকধারী নির্বিচারে গুলি ছোড়ে। গুলির ঘটনার পর মসজিদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পুলিশ। তবে তারা ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। মসজিদে গুলির পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স। ছবি: রয়টার্সমসজিদের সভাপতি মোহাম্মদ ইয়ানগুই বলেন, ‘এখানে কেন এমন হামলা হলো? এটা বর্বরতা।’ গুলিতে কত লোক আহত হয়েছেন, তা জানা যায়নি। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
...........................................Source:Prothom Alo

  1. Buy High Quality Sunglasses from Eye Style
  2. Shop on Digital Hut